YouVersion Logo
Search Icon

যিশাইয় 52

52
1জাগো, জাগো, ওহে সিয়োন,
তুমি নিজেকে শক্তি পরিহিত করো!
ওহে পবিত্র নগরী জেরুশালেম,
তোমার সৌন্দর্যের পোশাকগুলি পরে নাও।
ত্বকছেদহীন ও কলুষিত লোকেরা
আর তোমার মধ্যে প্রবেশ করবে না।
2তোমার গায়ের ধুলো ঝেড়ে ফেলো;
ওহে জেরুশালেম, ওঠো, সিংহাসনে বসো।
ওহে সিয়োনের বন্দি কন্যা,
তোমার ঘাড়ের শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করো।
3কারণ সদাপ্রভু এই কথা বলেন,
“তোমাকে বিনামূল্যে বিক্রি করা হয়েছে,
অর্থ ছাড়াই তোমাকে মুক্ত করা হবে।”
4কারণ সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন:
“আমার প্রজারা প্রথমে মিশরে প্রবাস করতে গিয়েছিল;
পরে আসিরিয়া তাদের উপরে অত্যাচার করেছে।
5“আর এখন এখানে আমার আর কী আছে?” বলেন সদাপ্রভু।
“কারণ আমার প্রজারা বিনামূল্যে নীত হয়েছে,
যারা তাদের শাসন করে, তারা উপহাস করে,”
একথা বলেন সদাপ্রভু।
“সমস্ত দিন ধরে,
আমার নাম প্রতিনিয়ত নিন্দিত হয়।
6সেই কারণে আমার প্রজারা আমার নাম জানতে পারবে;
সেই কারণে সেদিন তারা জানতে পারবে
যে আমিই একথা পূর্বঘোষণা করেছিলাম,
হ্যাঁ, আমিই একথা বলেছিলাম।”
7আহা, পর্বতগণের উপরে যারা সুসমাচার প্রচার করে,
তাদের চরণ কতই না সুন্দর,
যে শান্তির বার্তা ঘোষণা করে,
যে মঙ্গলের সমাচার নিয়ে আসে,
যে পরিত্রাণের বার্তা ঘোষণা করে,
যে সিয়োনকে বলে,
“তোমার ঈশ্বর রাজত্ব করেন!”
8শোনো! তোমার প্রহরীরা তাদের কণ্ঠস্বর উচ্চগ্রামে তুলেছে;
তারা একসঙ্গে আনন্দে চিৎকার করে।
যখন সদাপ্রভু সিয়োনে ফিরে আসবেন,
তারা স্বচক্ষে তা দেখতে পাবে।
9জেরুশালেমের ধ্বংসস্তূপগুলি,
তোমরা একসঙ্গে আনন্দগানে ফেটে পড়ো,
কারণ সদাপ্রভু তাঁর প্রজাদের সান্ত্বনা দিয়েছেন,
তিনি জেরুশালেমকে মুক্ত করেছেন।
10সদাপ্রভু সমস্ত জাতির দৃষ্টিতে,
তাঁর পবিত্র হাত অনাবৃত করবেন,
আর পৃথিবীর সমস্ত প্রান্ত
আমাদের ঈশ্বরের পরিত্রাণ দেখতে পাবে।
11বের হও, বের হও, ওই স্থান ছেড়ে চলে যাও!
কোনো অশুচি বস্তু স্পর্শ কোরো না!
তোমরা যারা সদাপ্রভুর পাত্রসকল বহন করো,
তোমরা ওর মধ্য থেকে বেরিয়ে এসো ও পবিত্র হও।
12কিন্তু তোমরা দ্রুত স্থান ত্যাগ করবে না
বা সেখান থেকে পালিয়ে যাবে না;
কারণ সদাপ্রভু তোমাদের সামনে সামনে যাবেন,
ইস্রায়েলের ঈশ্বর তোমাদের পিছনে প্রহরা দেবেন।
সদাপ্রভুর দাসের কষ্টভোগ ও মহিমা
13দেখো, আমার দাস প্রজ্ঞাপূর্বক ব্যবহার করবেন;#52:13 অন্য সংস্করণে: সফল হবেন।
তিনি উন্নীত হবেন, তাঁকে উচ্চে তুলে ধরা হবে ও তিনি হবেন অপার মহিমান্বিত।
14তাঁর অবয়ব এমন বিকৃত করা হয়েছিল, যেমন কোনো মানুষের করা হয়নি,
তাঁকে এমন শ্রীভ্রষ্ট করা হয়েছিল যে, মানুষ বলে চেনা যাচ্ছিল না,
তাই, অনেকে তাঁকে দেখে মর্মাহত হয়েছিল।
15সেই কারণে, তিনি অনেক জাতিকে হতচকিত করবেন,
তার কারণে রাজারা তাদের মুখ বন্ধ করবে।
কারণ যা তাদের বলা হয়নি, তা তারা দেখবে
এবং যা তারা শোনেননি, তা তারা বুঝতে পারবে।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in