YouVersion Logo
Search Icon

যাত্রা পুস্তক 15

15
মোশি ও মরিয়মের সংগীত
1তখন মোশি ও ইস্রায়েলীরা সদাপ্রভুর উদ্দেশে এই গান গাইলেন:
“আমি সদাপ্রভুর উদ্দেশে গান গাইব,
কারণ তিনি অত্যন্ত মহিমান্বিত।
ঘোড়া ও সওয়ার উভয়কেই
তিনি সমুদ্রে নিক্ষেপ করেছেন।
2“সদাপ্রভু আমার শক্তি ও আমার সুরক্ষা#15:2 অথবা, সংগীত;
তিনি হলেন আমার পরিত্রাণ।
তিনি আমার ঈশ্বর, এবং আমি তাঁর প্রশংসা করব,
আমার পৈত্রিক ঈশ্বর, এবং আমি তাঁকে মহিমান্বিত করব।
3সদাপ্রভু এক যোদ্ধা;
তাঁর নাম সদাপ্রভু।
4ফরৌণের রথ ও তাঁর সৈন্যদলকে
তিনি সমুদ্রে নিক্ষেপ করলেন।
ফরৌণের সেরা কর্মকর্তারা
লোহিত সাগরে#15:4 অথবা, নলখাগড়ার সাগরে; 22 পদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য ডুবে গেল।
5গভীর জলরাশি তাদের ঢেকে দিল;
এক পাথরের মতো তারা গভীরে তলিয়ে গেল।
6তোমার ডান হাত, হে সদাপ্রভু,
পরাক্রমে অত্যুন্নত।
তোমার ডান হাত, হে সদাপ্রভু,
শত্রুকে করেছে চূর্ণবিচূর্ণ।
7“তোমার মহত্ত্বের গরিমায়
তোমার বিরোধীদের তুমি নিক্ষেপ করেছ।
তোমার জ্বলন্ত ক্রোধ তুমি ছড়িয়ে দিয়েছ;
তা তাদের নাড়ার মতো গ্রাস করেছে।
8তোমার নাকের বিস্ফোরণে
জলরাশি স্তূপাকার হল।
উথাল জলরাশি, এক প্রাচীর হয়ে দাঁড়াল;
গভীর জলরাশি সমুদ্র-গহ্বরে জমাট বেঁধে গেল।
9শত্রু দম্ভভরে বলল,
‘আমি তাদের পশ্চাদ্ধাবন করব, তাদের ধরে ফেলব।
আমি লুটের মাল ভাগাভাগি করব;
আমি তাদের উপর ঘাটি গাড়ব।
আমি আমার তরোয়াল টেনে আনব
আর আমার হাত তাদের ধ্বংস করবে।’
10কিন্তু তুমি তোমার শ্বাস দিয়ে ফুঁ দিলে,
আর সাগর তাদের ঢেকে দিল।
তারা প্রবল জলরাশিতে
সীসার মতো ডুবে গেল।
11দেবতাদের মধ্যে কে
তোমার মতো, হে সদাপ্রভু?
তোমার মতো কে—
পবিত্রতায় মহিমান্বিত,
প্রতাপে অসাধারণ,
অলৌকিক কর্মকারী?
12“তোমার ডান হাত তুমি প্রসারিত করলে,
আর পৃথিবী তোমার শত্রুদের গ্রাস করল।
13তোমার চিরস্থায়ী প্রেমে করবে তুমি পরিচালনা
তোমার মুক্তিপ্রাপ্ত জাতিকে।
তোমার শক্তিতে তুমি তাদের পথ দেখাবে
তোমার পবিত্র বাসস্থানের দিকে।
14জাতিরা শুনবে ও থরথরাবে;
ফিলিস্তিনী প্রজারা যন্ত্রণায় কাতর হবে।
15ইদোমের নেতারা আতঙ্কিত হবে,
মোয়াবের নায়কেরা হবে কম্পন-কবলিত।
কনানের প্রজারা#15:15 অথবা, শাসকেরা গলে যাবে;
16আতঙ্ক ও শঙ্কা তাদের উপর এসে পড়বে।
তোমার বাহুবলে
তারা পাথরের মতো স্থির হয়ে যাবে—
যতক্ষণ না তোমার প্রজারা পেরিয়ে যায়, হে সদাপ্রভু,
যতক্ষণ না সেই প্রজারা পেরিয়ে যায়, যাদের তুমি কিনে#15:16 অথবা, সৃষ্টি করেছ নিয়েছ।
17তুমি তাদের ভিতরে আনবে ও রোপণ করবে,
তোমার উত্তরাধিকারের পাহাড়ে—
সেই স্থান, হে সদাপ্রভু, তুমি করে তোমার বাসস্থান রচেছ,
হে সদাপ্রভু, তোমার দুটি হাত সেই পবিত্রস্থান প্রতিষ্ঠিত করেছে।
18“সদাপ্রভু করলেন রাজত্ব
করলেন অনন্তকাল ধরে।”
19ফরৌণের ঘোড়া, রথ ও ঘোড়সওয়ারেরা#15:19 অথবা, সারথিরা যখন সমুদ্রে তলিয়ে গেল, তখন সদাপ্রভু তাদের উপর সমুদ্রের জলরাশি ফিরিয়ে আনলেন, কিন্তু ইস্রায়েলীরা সমুদ্রের একদিক থেকে অন্যদিকে শুকনো জমির উপর দিয়ে হেঁটে চলে গেল। 20তখন মহিলা ভাববাদী মরিয়ম, হারোণের দিদি, নিজের হাতে একটি খঞ্জনি তুলে নিলেন, এবং সব মহিলা তাঁর দেখাদেখি খঞ্জনি বাজিয়ে নেচেছিল। 21মরিয়ম তাদের কাছে গান গাইলেন:
“সদাপ্রভুর উদ্দেশে গাও গান,
কারণ তিনি অত্যন্ত মহিমান্বিত।
ঘোড়া ও সওয়ার উভয়কেই
তিনি করেছেন সমুদ্রে নিক্ষিপ্ত।”
মারা ও এলীমের জলরাশি
22পরে মোশি লোহিত সাগর থেকে ইস্রায়েলীদের চালিত করলেন এবং তারা শূর মরুভূমিতে চলে গেল। তিন দিন ধরে তারা মরুভূমিতে জল না পেয়ে ভ্রমণ করল। 23তারা যখন মারায় পৌঁছাল, তারা সেখানকার জলপান করতে পারেনি কারণ তা ছিল তেতো। (সেজন্যই সেই স্থানটির নাম রাখা হল মারা#15:23 মারা শব্দের অর্থ তেতো) 24অতএব লোকেরা মোশির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলল, “আমরা কী পান করব?”
25তখন মোশি সদাপ্রভুর কাছে কেঁদে ফেললেন, এবং সদাপ্রভু তাঁকে এক টুকরো কাঠ দেখিয়ে দিলেন। তিনি সেটি জলে ছুঁড়ে দিলেন, এবং সেই জল পানের উপযুক্ত হয়ে গেল।
সেখানেই সদাপ্রভু তাদের জন্য এক বিধিনির্দেশ ও অনুশাসন দিলেন এবং তাদের পরীক্ষায় ফেলে দিলেন। 26তিনি বললেন, “তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথা যত্নসহকারে শোনো, এবং তাঁর দৃষ্টিতে যা ন্যায্য তাই করো, তোমরা যদি তাঁর আদেশগুলির প্রতি মনোযোগ দাও ও তাঁর সব হুকুম পালন করো, তবে তোমাদের উপর আমি সেইসব রোগব্যাধির মধ্যে একটিও আনব না, যেগুলি আমি মিশরীয়দের উপরে এনেছিলাম, কারণ আমি সেই সদাপ্রভু, যিনি তোমাদের সুস্থ করেছেন।”
27পরে তারা সেই এলীমে এল, যেখানে বারোটি জলের উৎস ও সত্তরটি খেজুর গাছ ছিল, এবং সেখানে তারা জলের কাছেই শিবির স্থাপন করল।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in