YouVersion Logo
Search Icon

2 তিমথি ভূমিকা

ভূমিকা
পৌলের মুক্তিকাল দীর্ঘস্থায়ী হয়নি। তাঁকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছিল। বিচারের জন্য তাঁকে রোমে আনা হয় এবং শেষে তিনি মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত হন। বিশ্বাসে, তাঁর পুত্রসদৃশ তিমথিকে এই পত্র প্রেরণ করে তিনি তাঁকে প্রভুতে শক্তিমান হওয়ার প্রেরণা জোগান (1–2), সন্নিকট ভয়ংকর কালপর্যায়ের কথা ব্যাখ্যা করেন (3) এবং সত্বর রোমে আসার জন্য তাঁকে অনুরোধ করেন (4 অধ্যায়) এই ব্যক্তিগত পত্রখানি পরিচর্যায় বিশ্বস্ততার প্রতি আলোকপাত করে।
সময়টি পৌলের জন্য ছিল অত্যন্ত সমস্যাসংকুল। তিনি যে কেবলমাত্র বিচার ও নিশ্চিত মৃত্যুদণ্ডাদেশের প্রতীক্ষা করেছিলেন, তা নয়, যাদের উচিত ছিল এসময় তাঁর পাশে থাকা, তারা সকলে তাঁকে প্রত্যাখান করেছিলেন। (1:15; 4:16) 4:6-8 পদে বর্ণিত তাঁর বয়ান বাইবেলে সর্বোৎকৃষ্ট বিশ্বাসের উক্তিরূপে স্বীকৃত হয়ে আছে।
বহু শতাব্দী পূর্ব পৌল যে ভয়ংকর সময়ের পূর্বাভাস দিয়েছিলেন, আমরা সেই যুগে বসবাস করছি। এ সমস্ত সত্ত্বেও, বিশ্বস্ততাপূর্বক আমরা কীভাবে জীবনধারণ করব ও কর্মতৎপর হব, পত্রখানি তারই সুস্পষ্ট ইঙ্গিত দেয়।
রচয়িতা: পৌল।
রচনার স্থান: রোম।
রচনাকাল: আনুমানিক 64 খ্রীষ্টাব্দ।
মূল বিষয়বস্তু: সুসমাচারের পরিচর্যায় উদ্যোগ।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in