YouVersion Logo
Search Icon

পরমগীত 4

4
প্রেমিকা।
1প্রিয় আমার, কি সুন্দরী তুমি! দেখ,
তুমি সুন্দরী। ঘোমটার মধ্যে তোমার চোখ দুটি ঘুঘুর মত।
তোমার চুল যেন গিলিয়দ পাহাড় থেকে নেমে আসা ছাগলের পাল।
2তোমার দাঁতগুলো এমন ভেড়ার পালের মত
যারা এইমাত্র লোম ছাঁটাই হয়ে স্নান করে এসেছে।
তাদের প্রত্যেকটারই জোড়া আছে,
কোনোটাই হারিয়ে যায়নি!
3তোমার ঠোঁট দুটি লাল রংয়ের সুতোর মত লাল;
কি সুন্দর তোমার মুখ! ঘোমটার মধ্যে
তোমার গাল দুটি যেন আধখানা করা ডালিম।
4তোমার গলা যেন দায়ূদের দুর্গের মত;
তাতে ঝোলানো রয়েছে এক হাজার ঢাল,
তার সবগুলোই যোদ্ধাদের।
5তোমার বুক দুটি যেন লিলি ফুলের বনে ঘুরে বেড়ানো
কৃষ্ণসার হরিণের যমজ বাচ্চার মত।
6যতক্ষণ না ভোর হয়
এবং অন্ধকার চলে যায় ততক্ষণ
আমি গন্ধরসের পাহাড়ে এবং ধূপের পাহাড়ে থাকব।
7প্রিয় আমার, সব দিক দিয়ে তুমি সুন্দর,
তোমার মধ্যে কোনো ত্রুটি নেই।
8আমার বিয়ের কনে,
লিবানোন থেকে আমার সঙ্গে এস,
আমারই সঙ্গে লিবানোন থেকে এস।
অমানার চূড়া থেকে এস,
শনীর ও হর্মোণ পাহাড়ের উপর থেকে এস,
সিংহের গর্ত থেকে, চিতাবাঘের
পাহাড়ী বাসস্থান থেকে তুমি নেমে এস।
9তুমি আমার হৃদয় চুরি করেছ,
আমার বোন, আমার কনে,
তুমি আমার হৃদয় চুরি করেছ;
তোমার এক পলকের চাহনি দিয়ে,
তোমার গলার হারের একটা মণি দিয়ে।
10তোমার ভালবাসা কত সুন্দর! আমার বোন,
আমার কনে, তোমার ভালবাসা আঙ্গুর রসের চেয়ে সুন্দর,
আর সমস্ত দ্রব্যের চেয়ে তোমার সুগন্ধির গন্ধ কত সুন্দর!
11কনে আমার, তোমার ঠোঁট থেকে ফোঁটা ফোঁটা মধু ঝরে।
তোমার জিভের তলায় আছে মধু আর দুধ;
তোমার কাপড়ের গন্ধ লিবানোনের বনের গন্ধের মত।
12আমার বোন, আমার কনে,
তুমি যেন দেওয়াল ঘেরা একটা বাগান;
তুমি যেন আটকে রাখা ফোয়ারা,
বন্ধ করে রাখা ঝরণা।
13তুমি যেন একটা সুন্দর ডালিম গাছের ডাল;
সেখানে আছে ভাল ভাল ফল,
মেহেন্দী আর সুগন্ধি লতা।
14জটামাংসী, জাফরান, বচ,
দারচিনি আর সব রকম ধূনোর গাছ;
সেখানে আছে গন্ধরস,
অগুরু আর সব চেয়ে ভাল সমস্ত রকম সুগন্ধি গাছ।
15তুমি বাগানের ফোয়ারা,
এক বিশুদ্ধ জলের কুয়ো,
যেন লিবানোন থেকে নেমে আসা স্রোত।
প্রিয়তম।
16জাগো, উত্তরে বাতাস, এসো,
দক্ষিণো বাতাস। আমার বাগানের উপর দিয়ে বয়ে যাও
যাতে তার সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে।
আমার প্রিয় যেন তাঁর বাগানে এসে তার পছন্দের ফল খায়।

Currently Selected:

পরমগীত 4: IRVBen

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in