YouVersion Logo
Search Icon

হিতোপদেশ 13

13
1জ্ঞানবান ছেলে বাবার শাসন মানে,
কিন্তু ব্যঙ্গকারী ভর্ত্সনা শোনে না।
2মানুষ নিজের মুখের ফলের মাধ্যমে ভালো জিনিস ভোগ করে;
কিন্তু বিশ্বাসঘাতকদের অভিলাষ উত্পীড়ন ভোগ করে।
3যে মুখ সাবধানে রাখে, সে প্রাণ রক্ষা করে;
যে ঠোঁট বড় করে খুলে দেয়, তার সর্বনাশ হয়।
4অলসের অভিলাষ লালসা করে, কিছুই পায় না;
কিন্তু পরিশ্রমীদের অভিলাষ প্রচুর পরিমাণে সন্তুষ্ট হয়।
5ধার্মিক মিথ্যা কথা ঘৃণা করে;
কিন্তু দুষ্ট লোক আপত্তিকর, সে লজ্জা সৃষ্টি করে।
6ধার্ম্মিকতা সততাকে রক্ষা করে;
কিন্তু দুষ্ট তার পাপের জন্য নিপাতিত হয়।
7কেউ নিজেকে ধনবান দেখায়, কিন্তু তার কিছুই নেই;
কেউ বা নিজেকে গরিব দেখায়, কিন্তু তার মহাধন আছে।
8মানুষের ধন তার প্রাণের প্রায়শ্চিত্ত;
কিন্তু গরিব লোক ধমক শোনে না।
9ধার্ম্মিকের আলো আনন্দ করে;
কিন্তু দুষ্টদের প্রদীপ নিভে যায়।
10অহঙ্কারে কেবল বিবাদ সৃষ্টি হয়;
কিন্তু যারা পরামর্শ মানে, প্রজ্ঞা তাদের সঙ্গে।
11অনেক অসারতায় অর্জন করা ধন ক্ষয় পায়;
কিন্তু যে ব্যক্তি হাতের মাধ্যমে
কাজ করে সঞ্চয় করে, সে অনেক পায়।
12আশার বিলম্ব হৃদয়ের পীড়াজনক;
কিন্তু আকাঙ্খার পূর্ণতা জীবনবৃক্ষ।
13যে বাক্য তুচ্ছ করে, সে নিজের সর্বনাশ ঘটায়;
যে সম্মানের আজ্ঞা মানে, সে পুরষ্কার পায়।
14জ্ঞানবানের শিক্ষা জীবনের ঝরনা,
তা মৃত্যুর ফাঁদ থেকে দূরে যাবার পথ।
15সুবুদ্ধি অনুগ্রহজনক,
কিন্তু বিশ্বাসঘাতকদের পথ অন্তহীন।
16যে কেউ সতর্ক, সে জ্ঞানের সঙ্গে কাজ করে;
কিন্তু নির্বোধ তার মূর্খতা প্রদর্শন করে।
17দুষ্ট দূত বিপদে পড়ে,
কিন্তু বিশ্বস্ত দূত পুনর্মিলন আনে।
18যে শাসন অমান্য করে,
সে দরিদ্রতা ও লজ্জা পায়;
কিন্তু যে সংশোধন শেখে, সে সম্মানিত হয়।
19প্রাণে মধুর আকাঙ্খার উপলব্ধি হয়;
কিন্তু মন্দ থেকে সরে যাওয়া নির্বোধদের ঘৃণিত।
20জ্ঞানীদের সঙ্গে চল, জ্ঞানী হবে;
কিন্তু যে নির্বোধদের বন্ধু, সে অপকার ভোগ করবে।
21বিপর্যয় পাপীদের পরে দৌড়ায়;
কিন্তু ধার্ম্মিকদেরকে ভালোর পুরষ্কার দেওয়া হয়।
22সৎ লোক তার নাতিদের জন্য উত্তরাধিকার রেখে যায়;
কিন্তু পাপীর ধন ধার্ম্মিকের জন্যে সঞ্চিত হয়।
23গরিবদের ভূমির চাষে প্রচুর খাদ্য হয়;
কিন্তু অবিচারের দ্বারা তা দূরে সরে যায়।
24যে শাসন না করে, সে ছেলেকে ঘৃণা করে;
কিন্তু যে তাকে ভালবাসে, সে সযত্নে শাসন করে।
25ধার্মিক প্রাণের তৃপ্তি পর্যন্ত আহার করে,
কিন্তু দুষ্টদের পেট সবদিন ক্ষুর্ধাত থাকে।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for হিতোপদেশ 13