1
হিতোপদেশ 13:20
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
জ্ঞানীদের সঙ্গে চল, জ্ঞানী হবে; কিন্তু যে নির্বোধদের বন্ধু, সে অপকার ভোগ করবে।
Compare
Explore হিতোপদেশ 13:20
2
হিতোপদেশ 13:3
যে মুখ সাবধানে রাখে, সে প্রাণ রক্ষা করে; যে ঠোঁট বড় করে খুলে দেয়, তার সর্বনাশ হয়।
Explore হিতোপদেশ 13:3
3
হিতোপদেশ 13:24
যে শাসন না করে, সে ছেলেকে ঘৃণা করে; কিন্তু যে তাকে ভালবাসে, সে সযত্নে শাসন করে।
Explore হিতোপদেশ 13:24
4
হিতোপদেশ 13:12
আশার বিলম্ব হৃদয়ের পীড়াজনক; কিন্তু আকাঙ্খার পূর্ণতা জীবনবৃক্ষ।
Explore হিতোপদেশ 13:12
5
হিতোপদেশ 13:6
ধার্ম্মিকতা সততাকে রক্ষা করে; কিন্তু দুষ্ট তার পাপের জন্য নিপাতিত হয়।
Explore হিতোপদেশ 13:6
6
হিতোপদেশ 13:11
অনেক অসারতায় অর্জন করা ধন ক্ষয় পায়; কিন্তু যে ব্যক্তি হাতের মাধ্যমে কাজ করে সঞ্চয় করে, সে অনেক পায়।
Explore হিতোপদেশ 13:11
7
হিতোপদেশ 13:10
অহঙ্কারে কেবল বিবাদ সৃষ্টি হয়; কিন্তু যারা পরামর্শ মানে, প্রজ্ঞা তাদের সঙ্গে।
Explore হিতোপদেশ 13:10
8
হিতোপদেশ 13:22
সৎ লোক তার নাতিদের জন্য উত্তরাধিকার রেখে যায়; কিন্তু পাপীর ধন ধার্ম্মিকের জন্যে সঞ্চিত হয়।
Explore হিতোপদেশ 13:22
9
হিতোপদেশ 13:1
জ্ঞানবান ছেলে বাবার শাসন মানে, কিন্তু ব্যঙ্গকারী ভর্ত্সনা শোনে না।
Explore হিতোপদেশ 13:1
10
হিতোপদেশ 13:18
যে শাসন অমান্য করে, সে দরিদ্রতা ও লজ্জা পায়; কিন্তু যে সংশোধন শেখে, সে সম্মানিত হয়।
Explore হিতোপদেশ 13:18
Home
Bible
Plans
Videos