YouVersion Logo
Search Icon

হিতোপদেশ 11

11
1যে দাঁড়িপাল্লা সঠিক নয় সেটা সদাপ্রভু ঘৃণা করেন;
কিন্তু সঠিক ওজনে তিনি সন্তুষ্ট হন।
2অহঙ্কার আসলে অপমানও আসে;
কিন্তু মানবিকতার সঙ্গে প্রজ্ঞা আসে।
3সরলদের ন্যায়পরায়ণতা তাদেরকে পথ দেখাবে;
কিন্তু বিশ্বাসঘাতকদের বক্রতা তাদেরকে নষ্ট করবে।
4ক্রোধের দিনের ধন উপকার করে না;
কিন্তু ধার্ম্মিকতা মৃত্যু থেকে রক্ষা করে।
5নির্দোষ লোকের ধার্ম্মিকতা তার পথ সোজা করে;
কিন্তু দুষ্ট নিজের দুষ্টতায় পড়ে যায়।
6যারা ধার্ম্মিকতায় ঈশ্বরকে সন্তুষ্ট করে তাদেরকে রক্ষা করে;
কিন্তু বিশ্বাসঘাতকেরা তাদের অভিলাষে ধরা পড়ে।
7যখন দুষ্ট লোক মারা যায়,
তার আশ্বাস নষ্ট হয়
এবং অধর্ম্মের প্রত্যাশা বিনাশ পায়।
8ধার্মিক বিপদ থেকে উদ্ধার পায়,
আর দুষ্ট তার জায়গায় আসে।
9তার মুখের মাধ্যমে অধার্ম্মিক নিজের প্রতিবেশীকে নষ্ট করে;
কিন্তু জ্ঞানের মাধ্যমে ধার্মিকরা উদ্ধার পায়।
10ধার্ম্মিকদের উন্নতি হলে নগরে আনন্দ হয়;
দুষ্টদের বিনাশ হলে আনন্দগান হয়।
11সরলদের আশীর্বাদে নগর উন্নত হয়;
কিন্তু দুষ্টদের বাক্যে তা বিচ্ছিন্ন হয়।
12যে প্রতিবেশীকে অবজ্ঞা করে,
সে বুদ্ধিবিহীন; কিন্তু বুদ্ধিমান নীরব হয়ে থাকে।
13পরচর্চা গোপন কথা প্রকাশ করে;
কিন্তু যে বিশ্বস্ত লোক, সে কথা গোপন করে।
14সুমন্ত্রণার অভাবে প্রজালোক পড়ে যায়;
কিন্তু পরামর্শকারী উপদেষ্টার মাধ্যমে নিরাপত্তা আসে।
15যে অপরের জামিন হয়,
সে নিশ্চয় কষ্ট পায়;
কিন্তু যে জামিনের কাজ ঘৃণা করে, সে নিরাপদ।
16করুণাময়ী স্ত্রী সম্মান ধরে রাখে,
আর নিষ্ঠুর মানুষেরা ধন ধরে রাখে।
17দয়ালু নিজের প্রাণের উপকার করে;
কিন্তু নির্দয় নিজেকে ক্ষতি করে।
18দুষ্ট মিথ্যা বেতন উপার্জন করে;
কিন্তু যে ধার্মিকতার বীজ বুনে,
সে সত্য বেতন পায়।
19যে ধার্ম্মিকতায় অটল, সে জীবন পায়;
কিন্তু যে দুষ্টতার পিছনে দৌড়ে, সে মারা যায়।
20সদাপ্রভু তাদেরকে ঘৃণা করেন যাদের হৃদয় বিপথগামী;
কিন্তু যারা নিজের পথে নিখুঁত,
তারা তাঁর তুষ্টিকর।
21এটা নিশ্চিত যে দুষ্ট অদন্ডিত থাকবে না;
কিন্তু ধার্ম্মিকদের বংশ রক্ষা পাবে।
22যেমন শূকরের নাকে সোনার নথ,
তেমনি বিচক্ষণতাহীন সুন্দরী স্ত্রী।
23ধার্ম্মিকদের মনের ইচ্ছা কেবল উত্তম,
কিন্তু দুষ্টদের প্রত্যাশা ক্রোধমাত্র।
24কেউ কেউ বিতরণ করে আরও বৃদ্ধি পায়;
কেউ কেউ বা ন্যায্য ব্যয় অস্বীকার করে কেবল অভাবে পড়ে।
25দানশীল ব্যক্তি উন্নতিলাভ করে,
জল-সেচনকারী নিজেও জলে ভেজে।
26যে শস্য আটক করে রাখে,
লোকে তাকে শাপ দেয়;
কিন্তু যে শস্য বিক্রি করে,
তার মাথায় পুরষ্কার আসে।
27যে সযত্নে ভালো চেষ্টা করে,
সে প্রীতির খোঁজ করে;
কিন্তু যে অমঙ্গল খুঁজে বেড়ায়,
তারই প্রতি তা ঘটে।
28যে নিজের ধনে নির্ভর করে, সে পড়ে যায়;
কিন্তু ধার্মিকরা সতেজ পাতার মতো প্রফুল্ল হয়।
29যে নিজের পরিবারের বিপত্তি,
সে বায়ু অধিকার পায়
এবং নির্বোধ জ্ঞানী হৃদয়ের দাস হয়।
30ধার্ম্মিকের ফল জীবনবৃক্ষ কিন্তু জ্ঞানবান [অপরদের] প্রাণ লাভ করে।
31দেখ, পৃথিবীতে ধার্মিক প্রতিফল পায়,
তবে দুষ্ট ও পাপী আরও কত না পাবে;

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for হিতোপদেশ 11