YouVersion Logo
Search Icon

হিতোপদেশ 10

10
নানা বিষয়ে নীতিকথা
1জ্ঞানবান ছেলে বাবার আনন্দজনক,
কিন্তু বুদ্ধিহীন ছেলে মায়ের বেদনাজনক।
2দুষ্টতার দ্বারা সঞ্চিত ধনের কোনো মূল্য নেই,
কিন্তু ধার্ম্মিকতা মৃত্যু থেকে রক্ষা করে।
3সদাপ্রভু ধার্ম্মিকের প্রাণ ক্ষুধায় দুর্বল হতে দেন না;
কিন্তু তিনি দুষ্টদের অভিলাষ ব্যর্থ করেন।
4যে অলস হাতে কাজ করে,
সে দরিদ্র হয়; কিন্তু পরিশ্রমীদের হাত ধনবান করে।
5যে গ্রীষ্মকালে সঞ্চয় করে,
সে বুদ্ধিমান ছেলে; যে শস্য কাটবার দিন ঘুমিয়ে থাকে,
তার জন্য লজ্জাকর।
6ধার্ম্মিকের মাথায় অনেক আশীর্বাদ থাকে;
কিন্তু দুষ্টদের মুখ হিংস্রতা ঢেকে রাখে।
7একজন লোক যে সঠিক কাজ করেছে
তা আমাদেরকে আনন্দিত করে যখন আমরা তার বিষয়ে ভাবি;
কিন্তু দুষ্টদের নাম সরে যাবে।
8যে বিচক্ষণ সে আদেশ গ্রহণ করে,
কিন্তু অজ্ঞান বাচাল পতিত হবে।
9সে সততায় চলে, সে নির্ভয়ে চলে;
কিন্তু কুটিলাচারীকে চেনা যাবে।
10যে চোখ দিয়ে ইশারা করে, সে দুঃখ দেয়;
আর তার #10:10 যে সামনা সামনি তিরষ্কার করে সে শান্তি স্থাপন করে অজ্ঞান বাচাল তাকে ধ্বংস করে।
11ধার্ম্মিকের মুখ জীবনের উনুই;
কিন্তু দুষ্টদের মুখ হিংস্রতা ঢেকে রাখে।
12ঘৃণা ঝগড়া বাড়ায়,
কিন্তু প্রেম সব অধর্ম্ম ঢেকে দেয়।
13জ্ঞানবানের ঠোঁটে প্রজ্ঞা পাওয়া যায়,
কিন্তু বুদ্ধিবিহীনের পেছনে দন্ড রয়েছে।
14জ্ঞানবানেরা জ্ঞান সঞ্চয় করে,
কিন্তু অজ্ঞানের মুখ সর্বনাশকে কাছে নিয়ে আসে।
15ধনবানের ধনই তার শক্তিশালী নগর,
দরিদ্রদের দারিদ্রতাই তাদের সর্বনাশ।
16ধার্ম্মিকের পারিশ্রমিক জীবনজনক,
দুষ্টদের লাভ পাপজনক।
17যে শাসন মানে, সে জীবন পথে চলে;
কিন্তু যে অনুযোগ মানেনা, সে পথভ্রষ্ট হয়।
18যে ঘৃণা করে ঢেকে রাখে,
তার ঠোঁট মিথ্যাবাদী;
এবং যে অপবাদ ছড়ায়, সে বোকা।
19প্রচুর বাক্যে অধর্ম্ম অনুপস্থিত থাকে না;
কিন্তু যে তাতে সাবধান থাকে যা সে বলে,
সেই হল জ্ঞানী।
20ধার্ম্মিকের জিভ বিশুদ্ধ রূপার মত,
দুষ্টদের হৃদয়ের মূল্য কম।
21ধার্ম্মিকের ঠোঁট অনেককে প্রতিপালন করে,
কিন্তু অজ্ঞানেরা বুদ্ধির অভাবে মারা পড়ে।
22সদাপ্রভুর ভালো উপহার ধনসম্পদ আনে
এবং তিনি তার সঙ্গে দুঃখ যুক্ত করেন না।
23খারাপ কাজ করা অজ্ঞানের আনন্দ,
আর প্রজ্ঞা বুদ্ধিমানের আনন্দ।
24দুষ্ট যা ভয় করে, তার প্রতি তাই ঘটবে;
কিন্তু ধার্ম্মিকদের ইচ্ছা সফল হবে।
25যখন ঘূর্ণবায়ু বয়ে যায়, দুষ্ট আর নেই;
কিন্তু ধার্মিক চিরস্থায়ী ভিত্তিমূলের মত।
26যেমন দাঁতের পক্ষে অম্লরস ও চোখের পক্ষে ধোঁয়া,
তেমনি নিজের প্রেরণ কর্তাদের পক্ষে অলস।
27সদাপ্রভুর ভয় আয়ুবৃদ্ধি করে,
কিন্তু দুষ্টদের বছরের সংখ্যা কমবে।
28ধার্ম্মিকদের প্রত্যাশা আনন্দজনক;
কিন্তু দুষ্টদের আশ্বাস কম হবে।
29সদাপ্রভুর পথ সততার পক্ষে দুর্গ,
কিন্তু তা অধর্মাচারীদের পক্ষে সর্বনাশ।
30ধার্মিক লোক কখনও নিপাতিত হবে না;
কিন্তু দুষ্টরা দেশে থাকবে না।
31ধার্ম্মিকের মুখ প্রজ্ঞার ফলে ফলবান্;
কিন্তু বিপথগামীদের জিভ কাটা যাবে।
32ধার্ম্মিকের ঠোঁট গ্রহণযোগ্যতার বিষয় জানে,
কিন্তু দুষ্টদের মুখ কুটিলতামাত্র।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for হিতোপদেশ 10