গীত ভূমিকা
ভূমিকা
গীতসংহিতা পুস্তকটি পবিত্র বাইবেলের প্রার্থনা ও উপাসনা সঙ্গীতের পুস্তক। দীর্ঘকাল ধরিয়া বিভিন্ন গীতিকারের রচিত এই উপাসনা ও প্রার্থনা সঙ্গীতগুলি সংগৃহীত হয় এবং ইস্রায়েল জাতি তাহাদের উপাসনায় এই সঙ্গীতগুলি ব্যবহার করিতে থাকে। পরিশেষে, এই সঙ্কলনটি শাস্ত্র হিসাবে গৃহীত হয়।
এই ধর্মীয় কবিতাগুলি বিভিন্ন প্রকারের: ইহার মধ্যে আছে ঈশ্বরের গুণগান ও উপাসনার সঙ্গীত, সাহায্য, রক্ষা ও উদ্ধারের জন্য প্রার্থনা, ক্ষমার আবেদন, ঈশ্বরের আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা নিবেদনের প্রার্থনা এবং শত্রুদের দণ্ডদানের আবেদন। এই প্রার্থনাগুলি ব্যক্তিগত ও জাতীয়- দুই-ই। ইহা ব্যতীত কতকগুলিতে ব্যক্তিমানসের একান্ত গভীর অনুভূতিও কিছু কবিতায় ফুটিয়া উঠিয়াছে, অন্যান্যগুলিতে ঈশ্বরের সমস্ত ভক্তপ্রজাদের প্রয়োজন ও অনুভূতি ফুটিয়া উঠিয়াছে।
যীশু খ্রীষ্ট নানা বিষয় আলোচনা প্রসঙ্গে ও উপদেশ দানকালে এই গীতসংহিতার বাণী ব্যবহার করিতেন। নূতন নিয়মের রচয়িতারা তাঁহার ব্যবহৃত পদগুলির উদ্ধৃতি দিয়াছেন। খ্রীষ্টীয় মণ্ডলীর গোড়াপত্তন হইতেই এই পুস্তকটি মণ্ডলীতে উপাসনা পুস্তকরূপে সংরক্ষিত হইয়া আসিতেছে।
বিষয়বস্তুর রূপরেখা:
১৫০ টি গীত পাঁচটি খণ্ডে বিভক্তঃ
প্রথম খণ্ড - ১—৪১
দ্বিতীয় খণ্ড - ৪২—৭২
তৃতীয় খণ্ড - ৭৩—৮৯
চতুর্থ খণ্ড - ৯০—১০৬
পঞ্চম খণ্ড - ১০৭—১৫০
Currently Selected:
গীত ভূমিকা: বিবিএস
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.