গীত ১
১
প্রথম খণ্ড
(১—৪১)
1 ধন্য সেই ব্যক্তি,
যে দুষ্টদের মন্ত্রণায় চলে না,
পাপীদের পথে দাঁড়ায় না,
নিন্দুকদের সভায় বসে না।
2 কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে,
তাঁহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে।
3 সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে,
যাহা যথা সময়ে ফল দেয়,
যাহার পত্র ম্লান হয় না;
আর সে যাহা কিছু করে,
তাহাতেই কৃতকার্য হয়।
4 দুষ্টগণ সেইরূপ নহে;
কিন্তু তাহারা বায়ুচালিত তুষের ন্যায়।
5 এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না,
পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না।
6 কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন,
কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে।
Currently Selected:
গীত ১: বিবিএস
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.