YouVersion Logo
Search Icon

গীত 9

9
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, মুৎ-লব্বেন। দায়ূদের সঙ্গীত।
1 আমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর স্তব করিব,
তোমার সমস্ত আশ্চর্য ক্রিয়া বর্ণনা করিব।
2 আমি তোমাতে আনন্দ ও উল্লাস করিব;
পরাৎপর, আমি তোমার নামের প্রশংসা গাহিব।
3 যখন আমার শত্রুগণ ফিরিয়া যায়,
তখন তোমার সাক্ষাতে পতিত ও বিনষ্ট হয়।
4 কেননা তুমি আমার বিচার ও বিবাদ নিষপন্ন করিয়াছ,
তুমি সিংহাসনে বসিয়া ধর্মবিচার করিয়াছ।
5 তুমি জাতিগণকে ভর্ৎসনা করিয়াছ, দুষ্টকে সংহার করিয়াছ,
তুমি অনন্তকালের জন্য তাহাদের নাম লোপ করিয়াছ।
6 শত্রুরা শেষ হইয়াছে, চিরতরে উৎসন্ন হইয়াছে;
তুমি নগর সকল ধ্বংস করিয়াছ;
তাহাদের নাম পর্যন্ত লুপ্ত হইয়াছে।
7 কিন্তু সদাপ্রভু চিরকাল সমাসীন থাকিবেন;
তিনি বিচারার্থে আপন সিংহাসন স্থাপন করিয়াছেন।
8 আর তিনিই ধর্মশীলতায় জগতের বিচার করিবেন,
ন্যায়ে জাতিগণের শাসন করিবেন।
9 আর সদাপ্রভু হইবেন ক্লিষ্টের জন্য উচ্চ দুর্গ,
সঙ্কটের সময়ে উচ্চ দুর্গ।
10 যাহারা তোমার নাম জানে,
তাহারা তোমাতে বিশ্বাস রাখিবে;
কেননা, হে সদাপ্রভু, তুমি তোমার অন্বেষণকারীদিগকে পরিত্যাগ কর নাই।
11 তোমরা সিয়োন-নিবাসী সদাপ্রভুর প্রশংসা গাও;
জাতিগণের মধ্যে তাঁহার ক্রিয়া সকল জ্ঞাত কর।
12 কেননা যিনি রক্তপাতের অনুসন্ধান করেন,
তিনি নিহতদিগকে স্মরণ করেন;
তিনি দুঃখীদের ক্রন্দন ভুলিয়া যান না;
13 হে সদাপ্রভু, আমার প্রতি কৃপা কর;
বিদ্বেষী লোকগণ হইতে আমার যে দুঃখ ঘটে, তাহা দেখ,
তুমি মৃত্যু-দ্বার হইতে আমার উত্তোলনকর্তা;
14 এই জন্য আমি তোমার সমস্ত প্রশংসা প্রচার করিব;
সিয়োন-কন্যার পুরদ্বারসমূহে,
আমি তোমার পরিত্রাণে উল্লাস করিব।
15 জাতিগণ আপনাদের কৃত খাতে ডুবিয়াছে;
তাহারা গোপনে যে জাল পাতিয়াছিল,
তাহাতে তাহাদেরই চরণ বদ্ধ হইয়াছে।
16 সদাপ্রভু আপনার পরিচয় দিয়াছেন;
তিনি বিচার সাধন করিয়াছেন;
দুষ্ট স্বহস্তের কর্মপাশে বদ্ধ হইয়াছে। [হিগায়োন। সেলা]
17 দুষ্টেরা পাতালে ফিরিয়া যাইবে,
যে জাতিরা ঈশ্বরকে ভুলিয়া যায়, তাহারাও যাইবে।
18 কারণ দরিদ্র নিয়ত বিস্মৃতিপাত্র থাকিবে না,
দুঃখীদের আশা চিরতরে বিনষ্ট হইবে না।
19 হে সদাপ্রভু, উঠ; মর্ত্য প্রবল না হউক,
তোমার সাক্ষাতে জাতিগণ বিচারিত হউক।
20 হে সদাপ্রভু, তাহাদিগকে ভয় প্রদর্শন কর;
জাতিগণ জানুক যে, তাহারা মর্ত্যমাত্র। [সেলা]

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in