গীত ১০
১০
1 হে সদাপ্রভু, কেন দূরে দাঁড়াইয়া থাক?
সঙ্কটের সময়ে কেন লুকাইয়া থাক?
2 দুষ্টের গর্ব প্রযুক্ত দুঃখী আগুনে পোড়ে,
উহাদের কল্পিত ছলে উহারাই ধরা পড়ুক।
3 কেননা দুষ্ট আপন মনোরথের শ্লাঘা করে,
লোভী সদাপ্রভুকে জলাঞ্জলি দেয়, অবজ্ঞা করে।
4 দুষ্ট লোক নাক তুলিয়া [বলে,] তিনি অনুসন্ধান করিবেন না;
ঈশ্বর নাই, ইহাই তাহার চিন্তার সার।
5 তাহার পথ সর্বদা দৃঢ়;
তোমার শাসনকলাপ ঊর্ধ্ব, তাহার দৃষ্টির বহির্ভূত;
সমস্ত বিপক্ষের প্রতি সে ফুৎকার করে।
6 সে মনে মনে বলে, আমি বিচলিত হইব না,
পুরুষানুক্রমে কখনও বিপদগ্রস্ত হইব না।
7 তাহার মুখ অভিশাপ, ছলনা ও শঠতায় পূর্ণ;
তাহার জিহ্বার নিচে উপদ্রব ও অন্যায় থাকে।
8 সে গ্রামের গুপ্ত স্থানে বসিয়া থাকে,
নিভৃত স্থানে নির্দোষকে বধ করে;
তাহার চক্ষু অনাথকে ধরিবার জন্য লুক্কায়িত।
9 সিংহ যেমন গহ্বরে, সে তেমনি গুপ্ত স্থানে থাকে,
দুঃখীকে ধরিবার জন্য অন্তরালে থাকে;
সে দুঃখীকে ধরে, আপন জালে টানে।
10 সে গুঁড়ি মারে, সে অবনত হয়,
অনাথেরা তাহার প্রবল [থাবায়] পতিত হয়।
11 সে মনে মনে বলে, ঈশ্বর ভুলিয়া গিয়াছেন,
তিনি মুখ লুকাইয়াছেন, কখনও দেখিবেন না;
12 হে সদাপ্রভু, উঠ; হে ঈশ্বর, আপন হস্ত তোল।
দুঃখীদিগকে ভুলিয়া যাইও না।
13 দুষ্ট কেন ঈশ্বরকে অবজ্ঞা করে,
মনে মনে বলে, তুমি অনুসন্ধান করিবে না?
14 তুমি দেখিয়াছ, কেননা তুমি উপদ্রব ও দ্বেষের প্রতি দৃষ্টিপাত করিতেছ,
যেন তাহার প্রতীকার স্ব-হস্তে কর;
অনাথ তোমারই উপরে ভার সমর্পণ করে;
তুমিই পিতৃহীনের সহায়।
15 দুষ্টের বাহু ভাঙ্গিয়া ফেল, দুর্বৃত্তের দুষ্টতার অনুসন্ধান কর,
যাবৎ লেশমাত্র না থাকে।
16 সদাপ্রভু অনন্তকালীন রাজা;
জাতিগণ তাঁহার দেশ হইতে লুপ্ত হইয়াছে।
17 হে সদাপ্রভু, তুমি নম্রদের আকাঙ্ক্ষা শুনিয়াছ;
তুমি তাহাদের চিত্ত সুস্থির করিবে, তুমি কর্ণপাত করিবে;
18 পিতৃহীনের ও উপদ্রুত লোকদের বিচার করিবার জন্য,
যেন মৃত্তিকাজাত মর্ত্য আর দুর্দান্ত না থাকে।
Currently Selected:
গীত ১০: বিবিএস
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.