গীত 45
45
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, শোশন্নীম। কোরহ-সন্তানদের। মস্কীল। প্রেম-গীত।
1 আমার হৃদয়ে শুভকথা উথলিয়া উঠিতেছে;
আমি রাজার বিষয়ে আপন রচনা বিবৃত করিব;
আমার জিহ্বা দ্রুত লেখকের লেখনীস্বরূপ।
2 তুমি মনুষ্য-সন্তানগণ অপেক্ষা পরম সুন্দর;
তোমার ওষ্ঠাধরে অনুগ্রহ সেচিত হয়;
এই নিমিত্ত ঈশ্বর চিরকালের জন্য তোমাকে আশীর্বাদ করিয়াছেন।
3 হে বীর, তোমার খড়্গ কটিদেশে বন্ধন কর,
তোমার প্রভা ও প্রতাপ [গ্রহণ কর]।
4 আর স্বীয় প্রতাপে কৃতকার্য হও, বাহনে চড়িয়া যাও,
সত্যের ও ধার্মিকতাযুক্ত নম্রতার পক্ষে,
তাহাতে তোমার দক্ষিণ হস্ত তোমাকে ভয়াবহ কার্য শিখাইবে।
5 তোমার বাণ সকল তীক্ষ্ম,
জাতিরা তোমার নিচে পতিত হয়,
রাজার শত্রুগণের হৃদয় বিদ্ধ হয়।
6 হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকালস্থায়ী,
তোমার রাজদণ্ড সরলতার দণ্ড।
7 তুমি ধার্মিকতাকে প্রেম করিয়া আসিতেছ,
দুষ্টতাকে ঘৃণা করিয়া আসিতেছ;
এই কারণ ঈশ্বর, তোমার ঈশ্বর,
তোমাকে অভিষিক্ত করিয়াছেন তোমার সখাগণ অপেক্ষা
অধিক পরিমাণে আনন্দতৈলে।
8 গন্ধরস, অগুরু ও দারুচিনিতে তোমার সকল বস্ত্র সুবাসিত হয়,
হস্তিদন্তময় প্রাসাদসমূহ হইতে তারযুক্ত যন্ত্র সকল
তোমাকে আনন্দিত করিয়াছে।
9 তোমার মহিলারত্নদের মধ্যে রাজকন্যারা আছেন,
তোমার দক্ষিণ দিকে দাঁড়াইয়া আছেন রাণী,
ওফীরীর সুবর্ণে ভূষিতা।
10 বৎস, শ্রবণ কর, দেখ, কর্ণপাত কর;
তোমার জাতি ও তোমার পিতৃকুল ভুলিয়া যাও।
11 তাহাতে রাজা তোমার সৌন্দর্য বাসনা করিবেন;
কেননা তিনিই তোমার প্রভু,
তুমি তাঁহার কাছে প্রণিপাত কর।
12 সোর-কন্যা উপঢৌকন লইয়া আসিবেন,
ধনী প্রজারা তোমার কাছে বিনতি করিবেন।
13 রাজকন্যা অন্তঃপুরে সর্বতোভাবে সুশোভিতা;
তাঁহার পরিচ্ছদ স্বর্ণসূত্র-খচিত।
14 তিনি সূচীশিল্পিত বস্ত্র পরিয়া রাজার নিকটে আনীতা হইবেন,
তাঁহার পশ্চাদ্বর্তিনী সহচরী কুমারীদিগকে তোমার নিকটে লওয়া যাইবে।
15 তাহারা আনন্দে ও উল্লাসে আনীতা হইবে,
তাহারা রাজপ্রাসাদে প্রবেশ করিবে।
16 তোমার পিতৃগণের পরিবর্তে তোমার পুত্রেরা থাকিবে;
তুমি তাহাদিগকে সমস্ত পৃথিবীতে অধ্যক্ষ করিবে।
17 আমি তোমার নাম সমস্ত পুরুষপরম্পরায় স্মরণ করাইব,
এই জন্য জাতিরা যুগে যুগে চিরকাল তোমার স্তব করিবে।
Currently Selected:
গীত 45: বিবিএস
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.