গীত 142
142
দায়ূদের মস্কীল, গুহামধ্যে তাঁহার অবস্থিতিকালীন; প্রার্থনা।
1 আমি নিজ রবে সদাপ্রভুর কাছে ক্রন্দন করি,
নিজ রবে সদাপ্রভুর কাছে বিনতি করি।
2 আমি তাঁহার কাছে আমার খেদের কথা ভাঙ্গিয়া বলি,
তাঁহাকে আমার সঙ্কট জানাই।
3 আমার আত্মা যখন আমার মধ্যে অবসন্ন হইয়াছিল,
তখন তুমিই আমার মার্গ জ্ঞাত ছিলে;
যে পথে আমি চলি,
লোকেরা গোপনে আমার জন্য ফাঁদ পাতিয়াছে।
4 [আমার] দক্ষিণে নিরীক্ষণ করিয়া দেখ,
আমাকে চিনে এমন কেহই নাই,
আমার আশ্রয় বিনষ্ট হইল;
কেহই আমার প্রাণের তত্ত্ব করে না।
5 আমি তোমার কাছে কাঁদিলাম,
হে সদাপ্রভু, আমি কহিলাম,
তুমিই আমার আশ্রয়,
তুমি জীবিত লোকদের দেশে আমার অধিকার।
6 আমার কাকূক্তিতে অবধান কর,
কেননা আমি অতিশয় ক্ষীণ হইয়াছি;
আমার তাড়নাকারিগণ হইতে আমাকে উদ্ধার কর;
কেননা আমা অপেক্ষা তাহারা বলবান।
7 কারাগার হইতে আমার প্রাণ উদ্ধার কর,
যেন আমি তোমার নামের স্তব করি;
ধার্মিকেরা আমাকে বেষ্টন করিবে,
কেননা তুমি আমার মঙ্গল করিবে।
Currently Selected:
গীত 142: বিবিএস
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.