YouVersion Logo
Search Icon

গীত ১৩৬

১৩৬
1 তোমরা সদাপ্রভুর স্তব কর; কেননা তিনি মঙ্গলময়;
তাঁহার দয়া অনন্তকালস্থায়ী
2 ঈশ্বরগণের ঈশ্বরের স্তব কর;
তাঁহার দয়া অনন্তকালস্থায়ী
3 প্রভুদের প্রভুর স্তব কর;
তাঁহার দয়া অনন্তকালস্থায়ী
4 [তাঁহার স্তব কর,] যিনি একা মহৎ মহৎ আশ্চর্য কর্ম করেন;
তাঁহার দয়া অনন্তকালস্থায়ী
5 যিনি বুদ্ধি দ্বারা আকাশমণ্ডল নির্মাণ করিয়াছেন;
তাঁহার দয়া অনন্তকালস্থায়ী
6 যিনি জলের উপরে ভূমণ্ডল বিস্তার করিয়াছেন;
তাঁহার দয়া অনন্তকালস্থায়ী
7 যিনি বৃহৎ জ্যোতির্গণ নির্মাণ করিয়াছেন;
তাঁহার দয়া অনন্তকালস্থায়ী
8 যিনি দিনমানে কর্তৃত্ব করণার্থে সূর্য গড়িয়াছেন;
তাঁহার দয়া অনন্তকালস্থায়ী
9 রাত্রিতে কর্তৃত্ব করণার্থে চন্দ্র ও তারকামালা গড়িয়াছেন;
তাঁহার দয়া অনন্তকালস্থায়ী
10 [তাঁহার স্তব কর,] যিনি প্রথমজাতদের সম্বন্ধে মিসরকে আঘাত করিলেন;
তাঁহার দয়া অনন্তকালস্থায়ী
11 এবং তাহাদের মধ্য হইতে ইস্রায়েলকে বাহির করিয়া আনিলেন;
তাঁহার দয়া অনন্তকালস্থায়ী
12 বলবান হস্ত ও বিস্তারিত বাহু দ্বারাই আনিলেন;
তাঁহার দয়া অনন্তকালস্থায়ী
13 [তাঁহার স্তব কর,] যিনি সূফ-সাগরকে দুই ভাগ করিলেন;
তাঁহার দয়া অনন্তকালস্থায়ী
14 এবং তাহার মধ্য দিয়া ইস্রায়েলকে পার করিলেন;
তাঁহার দয়া অনন্তকালস্থায়ী
15 কিন্তু ফরৌণ ও তাঁহার বাহিনীকে সূফ-সাগরে ঠেলিয়া দিলেন;
তাঁহার দয়া অনন্তকালস্থায়ী
16 [তাঁহার স্তব কর,] যিনি নিজ প্রজাগণকে প্রান্তরের মধ্য দিয়া গমন করাইলেন;
তাঁহার দয়া অনন্তকালস্থায়ী
17 যিনি মহান রাজগণকে আঘাত করিলেন;
তাঁহার দয়া অনন্তকালস্থায়ী
18 প্রতাপান্বিত রাজগণকে বধ করিলেন;
তাঁহার দয়া অনন্তকালস্থায়ী
19 ইমোরীয়দের রাজা সীহোনকে,
তাঁহার দয়া অনন্তকালস্থায়ী
20 ও বাশনের রাজা ওগকে [বধ করিলেন];
তাঁহার দয়া অনন্তকালস্থায়ী
21 এবং তাহাদের দেশ অধিকারের জন্য দিলেন,
তাঁহার দয়া অনন্তকালস্থায়ী
22 নিজ দাস ইস্রায়েলকে অধিকারের জন্য দিলেন;
তাঁহার দয়া অনন্তকালস্থায়ী
23 তিনি আমাদের হীনাবস্থায় আমাদিগকে স্মরণ করিলেন;
তাঁহার দয়া অনন্তকালস্থায়ী
24 বিপক্ষগণ হইতে আমাদিগকে উদ্ধার করিলেন;
তাঁহার দয়া অনন্তকালস্থায়ী
25 তিনি সমস্ত প্রাণীকে আহার দেন;
তাঁহার দয়া অনন্তকালস্থায়ী
26 স্বর্গের ঈশ্বরের স্তব কর;
তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in