YouVersion Logo
Search Icon

হিতোপ ৪

1 বৎসগণ, পিতার উপদেশ শুন,
সুবিবেচনা বুঝিবার জন্য মনোযোগ কর।
2 কেননা আমি তোমাদিগকে সুশিক্ষা দিব;
তোমরা আমার ব্যবস্থা ত্যাগ করিও না।
3 কারণ আমিও নিজ পিতার সন্তান ছিলাম,
মাতার দৃষ্টিতে কোমল ও অদ্বিতীয় ছিলাম।
4 পিতা আমাকে শিক্ষা দিতেন, বলিতেন,
তোমার চিত্ত আমার কথা ধরিয়া রাখুক;
আমার আজ্ঞা সকল পালন কর, জীবন পাইবে;
5 প্রজ্ঞা উপার্জন কর, সুবিবেচনা উপার্জন কর,
ভুলিও না; আমার মুখের কথা হইতে বিমুখ হইও না।
6 প্রজ্ঞাকে ছাড়িও না, সে তোমাকে রক্ষা করিবে;
তাহাকে প্রেম কর, সে তোমাকে সংরক্ষণ করিবে।
7 প্রজ্ঞাই প্রধান বিষয়, তুমি প্রজ্ঞা উপার্জন কর;
সমস্ত উপার্জন দিয়া সুবিবেচনা উপার্জন কর।
8 তাহাকে শিরোধার্য কর, সে তোমাকে উন্নত করিবে,
যখন তাহাকে আলিঙ্গন কর, সে তোমাকে মান্য করিবে।
9 সে তোমার মস্তকে লাবণ্যভূষণ দিবে,
সে তোমাকে শোভার মুকুট প্রদান করিবে।
10 বৎস, শুন, আমার কথা গ্রহণ কর,
তাহাতে তোমার জীবনের আয়ু দীর্ঘ হইবে।
11 আমি তোমাকে প্রজ্ঞার পথ দেখাইয়াছি,
তোমাকে সরলতার পথে চালাইয়াছি।
12 তোমার গমনকালে পাদসঞ্চার সঙ্কুচিত হইবে না,
ধাবনকালে তোমার উছোট লাগিবে না।
13 উপদেশ ধরিয়া রাখিও, ছাড়িয়া দিও না,
তাহা রক্ষা কর, কেননা তাহা তোমার জীবন।
14 দুর্জনদের পথে প্রবেশ করিও না,
দুর্বৃত্তদের পথে চলিও না,
15 তাহা পরিত্যাগ কর, তাহার নিকট দিয়া যাইও না;
তাহা হইতে বিমুখ হইয়া অগ্রসর হও।
16 কেননা দুষ্কর্ম না করিলে তাহাদের নিদ্রা হয় না,
কাহারও উছোট না লাগাইলে তাহাদের নিদ্রা দূরে যায়।
17 কারণ তাহারা দুষ্টতার অন্ন ভক্ষণ করে,
তাহারা উপদ্রবের দ্রাক্ষারস পান করে।
18 কিন্তু ধার্মিকদের পথ প্রভাতীয় জ্যোতির ন্যায়,
যাহা মধ্যাহ্ন পর্যন্ত উত্তরোত্তর দেদীপ্যমান হয়।
19 দুষ্টদের পথ অন্ধকারের ন্যায়;
তাহারা কিসে উছোট খাইবে, জানে না।
20 বৎস, আমার বাক্যে অবধান কর,
আমার কথায় কর্ণপাত কর।
21 তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হউক,
তোমার হৃদয়মধ্যে তাহা রাখ।
22 কেননা যাহারা তাহা পায়, তাহাদের পক্ষে তাহা জীবন,
তাহা তাহাদের সর্বাঙ্গের স্বাস্থ্যস্বরূপ।
23 সমস্ত রক্ষণীয় অপেক্ষা #৪:২৩ (বা) সর্বযত্নে। তোমার হৃদয় রক্ষা কর,
কেননা তাহা হইতে জীবনের উদ্‌গম হয়।
24 মুখের কুটিলতা আপনা হইতে অন্তর কর,
ওষ্ঠাধরের বক্রতা আপনা হইতে দূর কর।
25 তোমার চক্ষু সরল দৃষ্টি করুক,
তোমার চক্ষুর পাতা সোজাভাবে সম্মুখে দেখুক।
26 তোমার চরণের পথ সমান কর,
তোমার গতি ব্যবস্থিত হউক।
27 দক্ষিণে কি বামে ফিরিও না,
মন্দ হইতে চরণ নিবৃত্ত কর।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in