YouVersion Logo
Search Icon

গণনা পুস্তক ভূমিকা

ভূমিকা
সীনয় পর্বত হইতে পুনরায় যাত্রা শুরু করিয়া ঈশ্বরের প্রতিজ্ঞাত দেশের পূর্ব সীমান্তে পৌঁছানোর মাঝখানে ইস্রায়েল জাতির জীবনে সুদীর্ঘ প্রায় চল্লিশ বৎসর কাটিয়া গিয়াছিল। গণনা পুস্তকে ইস্রায়েল জাতির জীবনের এই চল্লিশ বৎসরের বিচিত্র কাহিনী বিবৃত হইয়াছে। পুস্তকের নামটি বিশেষ অর্থবহ। সীনয় পর্বত হইতে ইস্রায়েলীয়দের যাত্রা শুরুর প্রাক্কালে মোশি ইস্রায়েলীয়দের জনসংখ্যা গণনা করিয়াছিলেন এবং তারপর যর্দনের পূর্বপারে, মোয়াব দেশে আসিয়া তাহাদের যাত্রা শেষ হইলে, প্রায় এক পুরুষ পরে আবার লোক গণনা হয়। এই দুইটি লোক গণনার মধ্যবর্তী কালে ইস্রায়েলীয়রা কনান দেশের দক্ষিণ সীমান্তে কাদেশ-বর্নেয়তে যায় কিন্তু সেই সীমানা পার হইয়া তাহারা ঈশ্বরের প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করিতে পারে নাই। সেই অঞ্চলে বহু বৎসর কাটানোর পর তাহারা যর্দন নদীর পূর্বাঞ্চলে চলিয়া যায়। সেখানে ইস্রায়েলীয়দের এক অংশ বসতি স্থাপন করে এবং অপর অংশ যর্দন পার হইয়া কনান দেশে যাইবার জন্য প্রস্তুত হয়।
গননা পুস্তক হইল এমন একটি জাতির বিবরণ, যে জাতি প্রায়শঃই দৈব দুর্বিপাক ও কঠোর জীবন সংগ্রামের সম্মুখাসম্মুখি দাঁড়াইতে ভয় পাইয়াছে, হতাশাগ্রস্ত হইয়াছে, ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করিয়াছে ও ঈশ্বরের মনোনীত নেতা মোশির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করিয়াছে। আপন প্রজাদের দুর্বলতা ও অবাধ্যতা সত্ত্বেও পরম সহিষ্ণুতায় ও একান্ত নিষ্ঠায় সদাপ্রভু ঈশ্বর তাহাদের তত্ত্বাবধান করিয়াছেন। কোন কোন সময় অধৈর্য হইয়া পড়িলেও ঈশ্বর ও তাঁহার প্রজাদের প্রতি মোশির সেবা ছিল অবিচল ও একনিষ্ঠ। ইস্রায়েল জাতির জীবনের কাহিনী এই পুস্তকের উপজীব্য।
বিষয়বস্তুর রূপরেখা:
সীনয় পর্বত হইতে যাত্রা শুরুর জন্য ইস্রায়েলীয়দের প্রস্তুতি-১:১—৯:২৩
(ক) গোষ্ঠী গণনা - ১:১—৪:৪৯
(খ) নানা বিধি-ব্যবস্থা ও নীতি-নিয়ম - ৫:১—৮:২৬
(গ) দ্বিতীয় নিস্তারপর্ব - ৯:১-২৩
সীনয় পর্বত হইতে মোয়াব - ১০:১—২১:৩৫
মোয়াবের ঘটনাবলী - ২২:১—৩২:৪২
মিশর হইতে মোয়াবে যাত্রার বিবরণ - ৩৩:১-৪৯
যর্দন নদীর অপর পারে যাইবার পূর্বে নির্দেশসমূহ - ৩৩:৫০—৩৬:১৩

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in