YouVersion Logo
Search Icon

মালাখি ভূমিকা

ভূমিকা
খ্রীষ্টপূর্ব পঞ্চম শতকে যিরূশালেমের মন্দির পুনর্গঠনের পর কোন এক সময়ে ভাববাদী মালাখির পুস্তক রচিত হয়। ঈশ্বরের নিয়মের প্রতি ইস্রায়েল জাতি ও তাহাদের যাজকদের বিশ্বস্ততা ও নিষ্ঠাকে নূতন করিয়া জাগাইয়া তুলিবার উদ্দেশ্যে তাহাদের আহ্বান জানানোর জন্য ভাববাদী মালাখি এই পুস্তকটি রচনা করিয়াছিলেন। ঈশ্বরের প্রজাদের জীবনে ও তাঁহার উপাসনার মধ্যে দুর্নীতি ও জঘন্য অনাচারের অনুপ্রবেশ ঘটিয়াছিল, এই কথা তাঁহার লেখার মধ্যে সুস্পষ্টভাবে প্রকাশ পাইয়াছে। যাজক ও প্রজারা ঈশ্বরের প্রাপ্য দান ও নৈবেদ্য উৎসর্গ না করিয়া এবং তাঁহার উপদেশ অনুযায়ী জীবন ধারণ না করিয়া তাঁহাকে প্রবঞ্চনা করিত। তাই সদাপ্রভু তাঁহার প্রজাদের বিচার ও শোধন করিতে আসিবেন। তাঁহার আসিবার পূর্বে একজন বার্তাবাহককে তাঁহার নিয়ম ঘোষণা ও পথ প্রস্তুত করিতে পাঠাইবেন।
বিষয়বস্তুর রূপরেখা:
ইস্রায়েলের পাপ - ১:১—২:১৬
ঈশ্বরের বিচার ও কৃপা - ২:১৭—৪:৬

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in