YouVersion Logo
Search Icon

ইয়োব ১৩

১৩
1 দেখ, এ সকল আমি স্বচক্ষে দেখিয়াছি,
এই সকল স্বকর্ণে শুনিয়া বুঝিয়াছি।
2 তোমরা যাহা জান, আমিও জানি,
আমি তোমাদের হইতে নিকৃষ্ট নহি।
3 কিন্তু আমি সর্বশক্তিমানের সহিত কথা কহিতে চাই,
ঈশ্বরের সহিত বিচার করিতে বাসনা করি।
4 কিন্তু তোমরা ত নিতান্ত মিথ্যাবাক্যরচক,
তোমরা সকলে অকর্মণ্য চিকিৎসক।
5 আহা! তোমরা একেবারে নীরব হইয়া থাক,
ইহাই তোমাদের প্রজ্ঞা।
6 বিনয় করি, আমার যুক্তি শ্রবণ কর,
আমার ওষ্ঠাধরের তর্কে মন দেও।
7 তোমরা কি ঈশ্বরের পক্ষে অন্যায়পূর্বক কথা কহিবে?
তাঁহার পক্ষে কি প্রতারণাপূর্বক বাক্য বলিবে?
8 তোমরা কি তাঁহার মুখাপেক্ষা করিবে?
ঈশ্বরের পক্ষে কি বিবাদ করিবে?
9 তিনি তোমাদের পরীক্ষা করিলে কি মঙ্গল হইবে?
মনুষ্য যেমন মনুষ্যকে ভুলায়,
তেমনি তোমরা কি তাঁহাকে ভুলাইবে?
10 তিনি তোমাদিগকে অবশ্য অনুযোগ করিবেন,
যদি তোমরা গোপনে মুখাপেক্ষা কর।
11 তাঁহার মহত্ত্বকি তোমাদিগকে ত্রাসযুক্ত করিবে না?
তাঁহার ভয়ানকতায় কি তোমরা ভীত হও না?
12 তোমাদের স্মরণীয় শ্লোকমালা ভস্মপ্রবাদ,
তোমাদের দুর্গ সকল কর্দম-দুর্গ।
13 নীরব হও; আমাকে ছাড়,
আমিই বলি, আমার যাহা হয় হউক।
14 আমি কেন আমার মাংস দন্তে গ্রহণ করিব?
কেন আমার প্রাণ আমার হস্তে রাখিব?
15 যদিও তিনি আমাকে বধ করেন,
তথাপি আমি তাঁহার অপেক্ষা করিব, #১৩:১৫ (বা) দেখ, তিনি আমাকে বধ করিবেন; আমি অপেক্ষা করিব না।
কিন্তু তাঁহার সম্মুখে আপন পথের সমর্থন করিব।
16 ইহাও আমার পরিত্রাণে পরিণত হইবে;
কেননা পামর তাঁহার সম্মুখে আইসে না।
17 মনোযোগ করিয়া আমার কথা শুন,
আমার নিবেদন তোমাদের কর্ণগোচর হউক।
18 দেখ, আমি আমার যুক্তি বিন্যাস করিলাম;
আমি জানি যে, আমি নির্দোষ হইব।
19 বিচারে কে আমার প্রতিবাদ করিবে?
করিলে আমি নীরব হইয়া প্রাণত্যাগ করিব।
20 তুমি কেবল দুইটি কার্য আমার প্রতি করিও না,
তাহাতে আমি তোমার সম্মুখ হইতে লুকাইব না;
21 তোমার হস্ত আমা হইতে দূরে সরাইয়া লও,
তোমার ভীষণতা আমাকে ভীত না করুক;
22 তখন তুমি ডাকিও, আমি উত্তর করিব,
কিম্বা আমি কথা কহিব, তুমি উত্তর দিও।
23 আমার অপরাধ ও পাপ কত?
আমার অধর্ম ও পাপ আমাকে জ্ঞাত কর।
24 তুমি কেন আপন মুখ লুকাইতেছ?
কেন আমাকে তোমার শত্রু বলিয়া ধরিতেছ?
25 তুমি কি বায়ুচালিত পত্র ত্রাসযুক্ত করিবে?
তুমি কি শুষ্ক তৃণকে তাড়না করিবে?
26 কারণ তুমি আমার বিরুদ্ধে তিক্ত কথা লিখিতেছ,
আমাকে যৌবনের অপরাধের ফলভোগ করাইতেছ;
27 তুমি আমার চরণ নিগড়ে বদ্ধ করিতেছ,
আমার সমস্ত মার্গে লক্ষ্য রাখিতেছ,
আমার পাদমূলের চারিদিকে আলি বাঁধিতেছ।
28 আমি ক্ষয়শীল গলিত বস্তুর ন্যায়,
আমি কীটকুট্টিত বস্ত্রের সদৃশ।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for ইয়োব ১৩