YouVersion Logo
Search Icon

দানিয়েল ভূমিকা

ভূমিকা
যিহূদীরা যখন একজন বিধর্মী রাজার নিদারুণ অত্যাচারে ভীষণভাবে নিপীড়িত হইতেছিল, দানিয়েলের পুস্তকটি সেই সময়ে লেখা। কাহিনী ও দর্শনের বিবরণ দিয়া লেখক তাঁহার সমকালীন লোকদের মনে এই আশা ও ভরসা জাগাইয়া অনুপ্রেরণা দিয়াছিলেন যে, ঈশ্বর ঐ স্বৈরাচারীর পতন ঘটাইবেন এবং ঈশ্বরের প্রজাদের সার্বভৌম অধিকার পুনরুদ্ধার করিবেন।
পুস্তকটির দুইটি প্রধান ভাগ: (১) দানিয়েল ও তাঁহার নির্বাসিত জীবনের কয়েক জন সঙ্গীর কাহিনী, যাঁহারা ঈশ্বরের উপর অকুণ্ঠ বিশ্বাস ও বাধ্যতার গুণে তাঁহাদের শত্রুদের উপর জয়লাভে সমর্থ হইয়াছিলেন। এই কাহিনীগুলি বাবিলীয় ও পারসীক সম্রাটদের রাজত্বকালের কাহিনী। (২) দানিয়েলের দেখা পর পর প্রতীকী দর্শনগুলি কতকগুলি সাম্রাজ্যের পর পর উত্থান ও পতনের পূর্বাভাস, যাহা শুরু হইবে বাবিল হইতে এবং বিধর্মী অত্যাচারী রাজার পতন হইবে। ঈশ্বরের প্রজাবৃন্দ বিজয়লাভ করিবে।
বিষয়বস্তুর রূপরেখা:
দানিয়েল ও তাঁহার বন্ধুগণ - ১:১—৬:২৮
দানিয়েলের দর্শন - ৭:১—১১:৪৫
(ক) চারিটি জন্তু - ৭:১-২৮
(খ) মেষ ও ছাগ - ৮:১—৯:২৭
(গ) স্বর্গদূত - ১০:১—১১:৪৫
(ঘ) শেষকাল - ১২:১-১৩

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in