১ যোহন ভূমিকা
ভূমিকা
প্রেরিত শিষ্য যোহনের লিখিত এই পত্রের মূল উদ্দেশ্য দুইটি; এই পত্রের পাঠকদের ঈশ্বর ও তাঁহার পুত্র যীশু খ্রীষ্টের সান্নিধ্যে ও সহভাগিতার মধ্যে বাস করিতে উৎসাহ দান এবং যাহাতে তাহারা ভ্রান্ত শিক্ষা অনুসরণ না করে, সেই বিষয়ে সাবধানতা অবলম্বন করিবার উপদেশ দান। কারণ এই ভ্রান্ত শিক্ষা তাহাদের ঐক্য ও সহভাগিতাকে ধ্বংস করিয়া দিবে। এই পার্থিব জগতের সংস্পর্শই পাপের উৎস এবং ঈশ্বরের পুত্র যীশু খ্রীষ্ট কোন মতেই মানুষ হইতে পারেন না- এই ভ্রান্ত বিশ্বাসই ছিল তাহাদের প্রচারিত শিক্ষার মূল ভিত্তি। এই গুরুদের দাবী- পরিত্রাণ লাভ করিতে হইলে পার্থিব জগতের সর্বপ্রকার সম্পর্ক হইতে মুক্ত থাকিতে হইবে। ইহা ব্যতীত, প্রতিবাসীকে ভালবাসা, নৈতিক ধর্মাচরণ ইত্যাদি বিষয়ের সহিত পরিত্রাণের কোন সম্পর্ক নাই- ইহাই ছিল তাহাদের অন্যতম বিশেষ শিক্ষা।
এই ভ্রান্ত শিক্ষার বিরুদ্ধে পত্রলেখক স্পষ্টভাবে বলিয়াছেন যে, যীশু খ্রীষ্ট প্রকৃত মানুষ ছিলেন এবং এই কথা জোরের সহিত বলিয়াছেন যে, যাহারা যীশুকে বিশ্বাস করে ও ঈশ্বরকে ভালবাসে, তাহারা স্বতঃপ্রবৃত্ত ভাবেই পরস্পরকে ভালবাসিবে।
বিষয়বস্তুর রূপরেখা:
ভূমিকা - ১:১-৪
আলো ও অন্ধকার - ১:৫—২:২৯
ঈশ্বরের সন্তান ও শয়তানের সন্তান - ৩:১-২৪
সত্য এবং ভ্রান্তি - ৪:১-৬
ভালবাসার দায়িত্ব - ৪:৭-২১
বিজয়ী বিশ্বাস - ৫:১-২১
Currently Selected:
১ যোহন ভূমিকা: বিবিএস
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.