YouVersion Logo
Search Icon

সখরিয় 9

9
1হাদ্রাক দেশে, দামাস্‌কাসের উদ্দেশে প্রভু পরমেশ্বরের দৈববাণী হল,
কারণ অরামের সমস্ত শহর এবং ইসরায়েলের সর্বগোষ্ঠী প্রভুর অধিকারভুক্ত#যিশা 17:1-3; যির 49:23-27; আমোস 1:3-5 2হাদ্রাকের সীমান্তে অবস্থিত হমাত এবং জ্ঞানসমৃদ্ধ টায়ার ও সীদোনও প্রভুর অধিকারে। 3টায়ার আত্মরক্ষার জন্য সুদৃঢ় দুর্গ নির্মাণ করেছে, সে রাশিরাশি রূপো এবং তাল তাল সোনা সঞ্চয় করেছে। 4কিন্তু দেখ, প্রভু তাকে বিত্তহীন করবেন, সমুদ্রগর্ভে নিক্ষেপ করবেন তার সম্পদ এবং গ্রাস করবেন তাকে।#যিশা 23:1-18; যিহি 26:1—28:26; যোয়েল 3:4-8; আমোস 1:9-10; মথি 11:21-22; লুক 10:13-14
5আস্কেলন তা দেখে সন্ত্রস্ত হবে,গাজা হবে মহাত্রাসে কম্পিত এক্রোণেরও হবে সেই দশা, সে হবে আশাহত। গাজার নৃপতি হবে উচ্ছিন্ন আস্কেলন হবে জনশূন্য।#যিশা 14:29-31; যির 47:1-7; যিহি 25:15-17; যোয়েল 3:4-8; আমোস 1:6-8; সফ 2:4-7 6এক সঙ্কর জাতি বাস করবে আসদোদে, আমি চূর্ণ করব ফিলিস্তিনীদের দর্প। 7রক্ত না ফেলে হত্যা করা পশুর মাংস ভক্ষণেরকু-অভ্যাস আমি দূর করব, তাদের নিষিদ্ধ খাদ্য গ্রহণের অভ্যাসদূর করব। এই জাতির অবশিষ্টাংশেরা হবে আমার প্রজাযেন যিহুদাকুলেরই এক গোষ্ঠী। যিবুষীদের#9:7 যিবূষী: জেরুশালেমের আদিবাসী, দাউদ এই শহর অধিকার করার পর তারা তাঁর অধীনতা স্বীকার করে এবং ইসরায়েলের সঙ্গে মিশে যায়। মত এক্রোণ হবে আমার প্রজার অংশ। 8আমি আমার রাজ্যে সমাবেশ করব প্রহরী সেনানী, আমি বন্ধ করব বিদেশী সৈন্যের যাতায়াত। কোনও অত্যাচারী আর আমার প্রজাদের পারবে না পীড়ন করতে কারণ আমি স্বচক্ষে দেখেছি তাদেরসব যন্ত্রণা।
ভাবী রাজা:শান্তিরাজের আগমনী বার্তা
9ওগো সিয়োনদুহিতা, মহোল্লাস কর,
জয়ধ্বনি কর ওগো জেরুশালেম কন্যা।
ঐ দেখ, তোমার অধিরাজ আসছেন
তোমার কাছে যুদ্ধে হয়েছেন তিনি বিজয়ী।
তিনি নত-নম্র, গর্দভপৃষ্ঠে আসীন
ভারবাহী পশুশাবক তাঁর বাহন।#মথি 21:5; যোহন 12:15
10আমি বিনষ্ট করব ইফ্রয়িমের রথ,
উচ্ছিন্ন করব জেরুশালেমের অশ্ববাহিনী,
ভেঙ্গে ফেলব যুদ্ধের ধনুর্বাণ।
সর্বজাতির মাঝে আমি স্থাপন করব শান্তি,
সাগর থেকে সাগরে মহানদী থেকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত
বিস্তৃত হবে আমার আধিপত্য।#গীত 72:8
ঈশ্বরের প্রজাদের পুনরুদ্ধার
11আর তুমি#9:11 তুমি: নির্বাসিত ইহুদী জাতি।! শোণিতের মুদ্রাঙ্কণে তোমার সঙ্গে স্থাপিত
আমার সম্বন্ধের গুণেই জনপূর্ণ কূপ থেকে আমি তোমার বন্দীদের দান করব মুক্তি।#যাত্রা 24:8
12হে আশাদীপ্ত নির্বাসিত বন্দীদল ফিরে এস তোমাদের দুর্গের আশ্রয়ে, আমি আজ ঘোষণা করছি, তোমাদের দ্বিগুণ ক্ষতিপূরণ করব আমি।
13কারণ আমি ধনুকের মত বাঁকিয়েছি যিহুদীয়াকে, ইফ্রয়িমকে করেছি তার বাণস্বরূপ। হে সিয়োন, গ্রীসের বিরুদ্ধে তোমার সন্তানেরা হবে আমার হাতের তরবারি।
স্বয়ং প্রভুর আবির্ভাব
14প্রভু তাদের বিরুদ্ধে অবতীর্ণ হবেন,
বিদ্যুৎশিখার মত ছুটবে তাঁর শরজাল,
জগদীশ্বর প্রভু তূর্যনাদ করবেন,
দখিনা ঘূর্ণিঝড়ের বেগে অভিযান করবেন তিনি।
15সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তাদের সহায় থাকবেন,
তারা সমূলে ধ্বংস করবে তাদের শত্রুদলকে,
রণহুঙ্কারে যুদ্ধক্ষেত্র কম্পিত হবে,
বিপক্ষের রক্তধারায় ভেসে যাবে রণভূমি।
প্রভুর প্রজাবৃন্দের মুক্তি
16সেদিন প্রভু পরমেশ্বর
উদ্ধার করবেন তাদের কারণ তারা তাঁরই মেষপাল,
প্রজামণ্ডলী। রাজমুকুটের মণিমাণিক্যের মত
তারা তাঁর রাজ্যে উজ্জ্বল শোভা ধারণ করবে।
17আহা! কত সুন্দর, কত ভাল হবে তারা।
তখন শস্যসম্ভার ও নতুন দ্রাক্ষারস সতেজ করে তুলবে তরুণ তরুণীদের।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for সখরিয় 9