YouVersion Logo
Search Icon

সখরিয় 7

7
প্রকৃত ধার্মিকতা: মমতা ও ন্যায়বিচার
1সম্রাট দারাউসের রাজত্বের চতুর্থ#7:1 খ্রীস্টপূর্ব 518 সাল। বৎসরের নবম মাস কিষলেব-এর#7:1 কিষলেব: নভেম্বর-ডিসেম্বর চার তারিখে সখরিয় প্রভু পরমেশ্বরের বাণী পেলেন।
2সেই সময়ে বেথেলের লোকেরা শারেৎসার ও রেগেম-মেলেককে লোকজনসহ প্রভু পরমেশ্বরের অনুগ্রহ লাভের জন্য মন্দিরে বিনতি করতে পাঠালেন। 3সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের মন্দিরের পুরোহিত এবং নবীদের কাছে তাঁদের জিজ্ঞাসা করতে বলা হয়েছিল যে আমরা এত বৎসর ধরে যেমন করেছি এবারও কি তেমনি পঞ্চম মাসে#7:3 খ্রী. পূ. 586 সালরের পঞ্চম মাসে মন্দির ধ্বংস করা হয়েছিল (২ রাজা 25:8-9) সেই থেকে উপবাস পালনের রীতি। শোকপালন ও উপবাস করব?
4তখন সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের এই নির্দেশ আমি পেলাম: 5তুমি দেশবাসীকে ও পুরোহিতদের এই কথা বল, তোমরা এই সত্তর বছর ধরে পঞ্চম ও সপ্তম মাসে যে উপবাস ও শোকপালন করেছ, তা কি আমার উদ্দেশে করেছ? 6তোমরা যখন ভোজের আয়োজন কর তখন তা কি নিজেদের পরিতৃপ্তির জন্য কর না?
7-8জেরুশালেম যখন জনবহুল ও সমৃদ্ধ ছিল, যখন তার চারিদিকে গড়ে উঠেছিল অনেক জনপদ, যখন দক্ষিণাঞ্চল ও পাহাড়তলীতেও ছিল জনবসিত, তখনও সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, তৎকালীন নবীদের মাধ্যমে এই কথাই ঘোষণা করেছিলেন।
ইসরায়েলের কাঠিন্য ও ঈশ্বরের কোপ
9তোমরা ন্যায়বিচার কর, অন্যের সঙ্গে সদয় ব্যবহার কর, 10বিধবা, পিতৃহীন, প্রবাসী কিম্বা দীনদুঃখীদের উপর তোমরা অত্যাচার করো না। তোমরা কেউ কারও অনিষ্ট চিন্তা মনে পোষণ করো না।
11কিন্তু তারা এসব কথা শুনল না। এসব কথা শুনবে না বলে জিদ ধরে কান বন্ধ করে ঘাড় বেঁকিয়ে থাকল। 12সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তখনকার নবীদের মাধ্যমে যে বিধিনির্দেশ দিয়েছিলেন, তা কিছুতেই মানতে চাইল না, তাই সর্বাধিপতি প্রভুর প্রচণ্ড ক্রোধ নেমে এল তাদের উপর। 13তিনি বলেছেন, আমার ডাকে ওরা যেমন সাড়া দেয়নি তেমনি আমিও ওদের ডাকে সাড়া দিইনি। 14ঘূর্ণিঝড়ে আমি তাদের অচেনা সব জাতির মাঝে ছড়িয়ে দিলাম। তাদের দেশ হল জনশূন্য। এইভাবেই সেই মনোরম দেশ হয়েছিল পরিত্যক্ত।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in