রূথের কাহিনী 1
1
ইলীমেলক ও তাঁর পরিবারের মোয়াব যাত্রা
1ইসরায়েল দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠার আগে 2এক সময় সেই দেশে ভীষণ দুর্ভিক্ষ হয়। ইফ্রাথা বংশীয় ইলীমেলক নামে এক ব্যক্তি যিহুদীয়া দেশের বেথলেহেমে বাস করতেন। তিনি তখন তাঁর স্ত্রী নয়মী আর তাঁদের দুই ছেলে মহলোন আর কিলীয়োনকে নিয়ে কিছুদিনের জন্য মোয়াব দেশে বাস করতে গেলেন। 3সেখানে থাকাকালে ইলীমেলক মারা গেলেন, নয়মী তখন দুই ছেলেকে নিয়ে সেখানেই রয়ে গেলেন। 4তাঁর ছেলে দুটি অর্পা এবং রূথ নামে দুই মোয়াবী কন্যাকে বিবাহ করলেন। 5প্রায় দশ বৎসর পরে মহলোন এবং কিলীয়োনও মারা গেল। নয়মী স্বামীপুত্র হারিয়ে একা হয়ে গেলেন।
নয়মী এবং রূথের বেথলেহেমে প্রত্যাবর্তন
6কিছুকাল পরে নয়মী শুনলেন যে প্রভু পরমেশ্বরের আশীর্বাদে দেশে খাদ্য শস্যের প্রচুর ফলন হয়েছে। 7তাই তিনি তাঁর পুত্রবধূকে নিয়ে মোয়াব ত্যাগ করে স্বদেশে ফেরার জন্য প্রস্তুত হলেন। তাঁরা রওনা হলেন যিহুদীয়া অভিমুখে। 8কিন্তু পথে তিনি তাঁর পুত্রবধূদের বললেন, তোমরা বরং বাড়ীতে তোমাদের মায়ের কাছে ফিরে যাও। তোমরা যেমন আমার সঙ্গে এবং পরিবারের যারা গত হয়েছেন তাঁদের সঙ্গে মধুর ব্যবহার করেছ তেমনি প্রভু পরমেশ্বর তোমাদের প্রতি সদয় হোন। 9তাঁর ইচ্ছায় তোমরা আবার বিয়ে করে নতুনভাবে সংসার পাত। নয়মী তাদের বিদায় চুম্বন দিলেন। পুত্রবধূরা কাঁদতে কাঁদতে 10তাঁকে বলল, না, আমরা আপনার সঙ্গে আপনার দেশেই যাব।
11নয়মী তাদের বললেন, না মা, তোমরা ফিরে যাও। কেন তোমরা আমার সঙ্গে আসতে চাইছ? আমার পক্ষে কি আর পুত্রলাভ করা সম্ভব যাদের তোমরা বিয়ে করতে পারবে? 12তোমরা ঘরে ফিরে যাও কারণ আমার অনেক বয়েস হয়ে গেছে, আমার পক্ষে বিয়ে করা আর সম্ভব নয়। এমন কি সে রকম কোন সম্ভাবনাও যদি থাকত, 13তাহলে আমার পুত্রেরা বড় না হওয়া পর্যন্ত তোমরা কি অপেক্ষা করে থাকতে? এমন যদি ঘটত তাহলে তোমরা কি অন্য কাউকে বিয়ে না করে থাকতে? না মা, এ হয় না। প্রভু পরমেশ্বর আমার দিক থেকে মুখ ফিরিয়েছেন। তোমাদের জন্য আমার বড় দুঃখ হয়।
14আবার তারা কাঁদতে আরম্ভ করল। তারপর অর্পা তার শাশুড়িকে চুম্বন করে বিদায় নিল। কিন্তু রূথ নয়মীকে ছেড়ে যেতে চাইল না। 15তখন নয়মী তাঁকে বললেন, রূথ তোমার জা অর্পা তার নিজের আত্মীয়দের কাছে, আর তার আরাধ্য দেবতার আশ্রয়ে ফিরে গেছে। তুমিও তাই কর, তোমরা নিজের ঘরে ফিরে যাও।
16কিন্তু রূথ বলল, এমন কথা বলবেন, না। আমি কিছুতেই আপনাকে ছেড়ে যাব না। আমি আপনার সঙ্গেই থাকব, আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব, যেখানে আপনি থাকবেন আমিও সেখানে থাকব। আপনার আত্মীয় স্বজনই আমার আত্মীয়স্বজন, আপনার ঈশ্বরই আমার ঈশ্বর। 17যেখানে আপনি মারা যাবেন আমিও সেখানে মরতে চাই, আর সেখানেই যেন আমার সমাধি হয়। মৃত্যু ছাড়া আর কিছুই আমাকে আপনার কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। যদি অন্য কিছু করি তাহলে ঈশ্বর যেন আমাকে কঠিন শাস্তি দেন।
18নয়মী যখন দেখলেন যে রূথ তাঁর সঙ্গে যেতে দৃঢ় প্রতিজ্ঞ, তিনি আর কিছু বললেন না।
19তাঁরা বেথলেহেমের পথে চলতে লাগলেন। সেখানে পৌঁছালে পর তাঁদের দেখে সারা শহর বিস্ময়ে অভিভূত হয়ে গেল। মহিলারা বললেন, ইনিই কি সেই নয়মী?
20নয়মী বললেন, আমাকে আর নয়মী#1:20 নয়মীর অর্থ সুখী বলো না, আমাকে মারা#1:20 মারার অর্থ তিক্ততা বলে ডাক কারণ সর্বশক্তিমান ঈশ্বর আমার জীবন তিক্ত করেছেন। 21যখন আমি এদেশ ছেড়ে যাই তখন আমার প্রাচুর্য ছিল কিন্তু প্রভু পরমেশ্বর আমাকে নিঃস্ব করে ফিরিয়ে এনেছেন। কেন আমাকে নয়মী বলছ যখন সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর আমাকে নিপীড়িত করেছেন আর আমাকে বিপর্যয়ের মধ্যে ফেলেছেন?
22এইভাবে নয়মী তাঁর মোয়াবী পুত্রবধূ রূথকে সঙ্গে নিয়ে মোয়াব থেকে ফিরে এলেন। তাঁরা যখন বেথলেহেমে পৌঁছালেন তখন সেখানে চলছিল যব কাটার মরশুম।
Currently Selected:
রূথের কাহিনী 1: BENGALCL-BSI
Highlight
Share
Copy
![None](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2F58%2Fhttps%3A%2F%2Fweb-assets.youversion.com%2Fapp-icons%2Fen.png&w=128&q=75)
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.