YouVersion Logo
Search Icon

রোমীয় 15

15
অপরের জন্য মঙ্গলচিন্তা
1আমাদের মধ্যে যাদের বিশ্বাস দৃঢ় তাদের উচিত নিজেদের কথা না ভেবে যারা দুর্বল তাদের সাহায্য করা।#রোমীয় 14:1 2আমাদের প্রত্যেকেরই উচিত খ্রীষ্টবিশ্বাসী ভাই-বোনদের মঙ্গলের কথা চিন্তা করা যেন তাদের বিশ্বাস দৃঢ়তর হয় ও সমাজের সার্বিক কল্যাণ হয়।#রোমীয় 14:19; ১ করি 9:19; 10:24-33; ফিলি 2:4 3খ্রীষ্ট নিজের কথা চিন্তা করেননি, শাস্ত্রে আছে, ‘তোমাকে যারা অপমান করেছে, তারা আমাকেই করেছে অপমানিত।’#যোহন 6:38; গীত 69:9 4আমাদের শিক্ষার জন্যই অতীত শাস্ত্র রচিত হয়েছিল এবং তারই প্রেরণায় আমরা ধৈর্য সহকারে প্রত্যাশায় থাকি।#রোমীয় 4:23-24; ১ করি 10:11; ২ তিম 3:16; গীত 119:50 5-6ধৈর্য ও প্রেরণার উৎস ঈশ্বর তোমাদের এই বর দিন যেন খ্রীষ্টের আদর্শ অনুসরণ করে তোমরা সকলে একচিত্ত হও এবং একপ্রাণে সমস্বরে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা ঈশ্বরের মহিমা কীর্তন করতে পার।#রোমীয় 12:16; ২ করি 1:3
সর্বজাতির জন্য শুভসংবাদ
7খ্রীষ্ট যেভাবে তোমাদের গ্রহণ করেছেন সেভাবে তোমরাও ঈশ্বরের মহিমার জন্য পরস্পরকে সাদরে গ্রহণ কর। 8-9কারণ আমি বলি, পিতৃপুরুষদের কাছে ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই সত্য রক্ষার জন্য খ্রীষ্ট ইহুদী জাতির সেবা করেছিলেন। সেই সঙ্গে অন্যান্য জাতিও যেন ঈশ্বরের করুণার জন্য তাঁর প্রশস্তি করতে পারে সেই কাজও করেছিলেন। শাস্ত্রে লেখা আছে,
“এ জন্যই আমি সর্বজাতির মাঝে
তোমার স্তবগান করব,
করব তোমার নাম কীর্তন।”#মথি 15:24; প্রেরিত 3:25; ২ করি 1:20; রোমীয় 11:30; গীত 18:49; ২ শমু 22:50
10শাস্ত্রে আরও লেখা আছে, “জাতিবৃন্দ! ঈশ্বরের প্রজামণ্ডলীর সঙ্গে তোমরাও আনন্দ কর।”#দ্বি.বি. 32:43 11শাস্ত্রে আবার এও আছে, “ঈশ্বরের প্রশংসা করুক সর্বজাতি, সমস্ত প্রজামণ্ডলী করুক তাঁর স্তুতিগান।”#গীত 117:1 12নবী যিশাইয় বলেন,
“যিশয়েরর কুলতিলক হবেন আবির্ভূত,
সর্বজাতির উপর প্রভুত্ব করার জন্য
হবে তাঁর উত্থান,
তিনি হবেন তাঁদের ভরসাস্থল।”#যিশা 11:10; প্রকা 5:5
13প্রত্যাশার মূল আধারে ঈশ্বর তাঁর প্রতি তোমাদের বিশ্বাসের জন্য তোমাদের পূর্ণ আনন্দ ও শান্তি দান করুন। পবিত্র আত্মার প্রভাবে তোমাদের অন্তর প্রত্যাশায় আপ্লুত হোক।
14বন্ধুগণ, তোমাদের উপর আমার আস্থা আছে। আমি জানি, তোমাদের অনেক সদ্‌গুণ রয়েছে। তোমরা সর্বজ্ঞানে পরিপূর্ণ এবং একে অন্যকে সুপরামর্শ দানে সক্ষম। 15তা সত্ত্বেও আমি এই পাত্রে কয়েকটি বিষয়ে তোমাদের স্মরণ করিয়ে দেবার জন্য বিশেষ গুরুত্ব দিয়ে লিখছি। কারণ ঈশ্বরই আমাকে এই অধিকার দিয়েছেন। 16ঈশ্বরদত্ত এই অধিকারবলে যীশুখ্রীষ্টের সেবকরূপে আমি সর্বজাতির কাছে সুসমাচার প্রচার করার জন্য নিযুক্ত হয়েছি যাতে তারাও পবিত্র আত্মা দ্বারা শুচিশুদ্ধ হয়ে ঈশ্বরের উদ্দেশে নৈবেদ্যরূপে উৎসর্গিত হতে পারে।#রোমীয় 11:13; মালা 1:11 17কাজেই খ্রীষ্ট যীশুর আশ্রিত আমি ঈশ্বরের সেবাকার্যের এই অধিকারের জন্য গর্ব অনুভব করি।
18-19অন্যান্য জাতিকে ঈশ্বরের অনুগত করার জন্য কথায় ও কাজে, অলৌকিক নিদর্শন ও পবিত্র আত্মার শক্তিতে খ্রীষ্ট আমাকে দিয়ে যে কাজ করিয়েছেন, একমাত্র তা ছাড়া অন্য কিছু বলার দুঃসাহস আমার নেই। সেভাবে আমি জেরুশালেম থেকে ইলিরিকম প্রদেশ পর্যন্ত পরিভ্রমণ করে সার্থকভাবে খ্রীষ্টের সুসমাচার প্রচার করেছি।#প্রেরিত 15:12; 21:19; ২ করি 3:5; গালা 2:8; ২ করি 12:12 20আমার লক্ষ্য ছিল, যেসব অঞ্চলের মানুষ কোনদিন খ্রীষ্টের নাম শোনেনি, সেই সব অঞ্চলে সুসমাচার প্রচার করা, অপরের স্থাপিত ভিত্তির উপরে গৃহ নির্মাণ করা নয়।#২ করি 10:13,15-16 21শাস্তের একথাও লেখা আছেঃ “কিন্তু এবার বহুজাতি তাঁকে দেখে স্তম্ভিত হবেনৃপতিবৃন্দ বিস্ময়ে হবে বাক্যহারা,তারা দেখবে এমন দৃশ্য যার কথাকেউ বলেনি কোনদিন,উপলব্ধি করবে এমন কিছুযা কখনও শোনেনি তারা।”#যিশা 52:15
রোম যাত্রার পরিকল্পনা
22আমি তোমাদের কাছে যাবার সঙ্কল্পে বহুবার বাধা পেয়েছি।#রোমীয় 1:10-13 23কিন্তু এখন এ অঞ্চলে আমার কাজ শেষ হয়েছে। বহু বছর ধরে তোমাদের কাছে যাবার প্রবল বাসনা আমার ছিল, 24তাই আমি এবার স্পেনে যাবার পথে তোমাদের কাছে গিয়ে কিছুদিন তোমাদের সঙ্গসুখ উপভোগ করার আশা করি। তারপর তোমরাই আমার স্পেনে যাবার ব্যবস্থা করে দিও।#১ করি 16:6 25বর্তমানে খ্রীষ্ট ভক্তদের সেবা করার জন্য আমি জেরুশালেম অভিমুখে চলেছি।#প্রেরিত 19:21; 20:22; 24:17 26কারণ জেরুশালেমের খ্রীষ্টানুরাগীদের ম্যাসিডন ও আখায়ার লোকেরা কিছু অর্থ সংগ্রহ করেছে।#১ করি 16:1; ২ করি 8:1; 9:2,12-13 27এ কাজ তারা স্বেচ্ছায় করেছে, কারণ তারা জেরুশালেমের খ্রীষ্টভক্তদের কাছে ঋণী। অন্যান্য জাতি যেমন এসে আত্মিক সম্পদের অংশীদার হয়েছে, তেমনি তাদেরও উচিত নিজেদের অর্থ সম্পদের অংশ ঐ ভক্তদের দেওয়া।#রোমীয় 9:4; ১ করি 9:11 28সুতরাং এ কাজ শেষ তরে অর্থাৎ সংগৃহীত অর্থ নিজে তাদের হাতে তুলে দিয়ে আমি স্পেনে যাবার পথে তোমাদের কাছে যাব। 29আমি নিশ্চিত জানি, আমি খ্রীষ্টের আশীর্বাদের পূর্ণ সম্ভার নিয়েই তোমাদের কাছে যাব।#রোমীয় 1:11
30হে আমার ভ্রাতৃবৃন্দ, আমাদের প্রভু যীশু খ্রীষ্ট এবং পবিত্র আত্মার প্রেমের অনুরোধে আমি তোমাদের মিনতি করছি, তোমরা একমত হয়ে একাগ্রচিত্তে আমার জন্য ঈশ্বরের চরণে প্রার্থনা নিবেদন কর।#২ করি 1:11; ফিলি 1:27; কল 1:8; 4:3 31প্রার্থনা কর, যেন যিহুদীয়াবাসী খ্রীষ্টবিদ্বেষীদের হাত থেকে আমি রক্ষা পাই এবং জেরুশালেমের খ্রীষ্টানরা যেন এই দান সানন্দে গ্রহণ করে।#২ থিষ 3:1-2 32যদি ঈশ্বরের ইচ্ছা হয়, তাহলে আমি আনন্দের সঙ্গে তোমাদের কাছে যাব এবং কিছুদিন তোমাদের সঙ্গে অবকাশ উপভোগ করব। 33শান্তিময় ঈশ্বর তোমাদের সকলের সঙ্গে থাকুন। আমেন।#২ করি 13:11; ফিলি 4:9; ১ থিষ 5:23; হিব্রু 13:20

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in