YouVersion Logo
Search Icon

প্রকাশিত বাক্য ভূমিকা

ভূমিকা
প্রেরিত শিষ্য যোহনের কাছে প্রকাশিত বাক্য নামে পুস্তকটি খ্রীস্ট বিশ্বাসীদের জীবনের এক চরম দুর্দিনে রচিত হয়েছিল। খ্রীস্টই প্রভু পরমেশ্বর —এই বিশ্বাসের দরুণ তৎকালীন খ্রীস্টানদের উপর ব্যাপকভাবে ভয়াবহ নৃশংস অত্যাচার ও নির্যাতন হচ্ছিল। এই পরিস্থিতিতে পাঠকের মনে আশা, উৎসাহ ও ধৈর্য সঞ্চার করা এবং নির্মম লাঞ্ছনা ও নিপীড়নের মধ্যেও অখণ্ড বিশ্বাসে অবিচল থাকার জন্য অনুরোধ করাই ছিল লেখকের মূল উদ্দেশ্য।
পুস্তকটির বেশীর ভাগ অংশ জুড়েই রয়েছে প্রকাশিত রহস্যের কতকগুলি ধারাবাহিক বিবরণ এবং সাঙ্কেতিক ও প্রতীকের মাধ্যমে নানা দিব্যদর্শনের বর্ণনা। এগুলির অন্তর্নিহিত অর্থ তৎকালীন খ্রীস্টানদের কাছে বোধগম্য ছিল কিন্তু অন্যান্যদের কাছে ছিল একান্ত দুর্বোধ্য ও রহস্যময়। পুস্তকটির মূল বক্তব্য নানাভাবে বিভিন্ন ধারাবাহিক দিব্যদর্শন ও প্রতীকের মাধ্যমে বারবার পুনরাবৃত্তি করা হয়েছে। দিব্যদর্শনগুলির ব্যাখ্যা নানাভাবে করা যেতে পারে এবং এ সম্বন্ধে নানা মতামত থাকতে পারে, কিন্তু এর মূল সুর একটাই: প্রভু যীশু খ্রীস্টের মাধ্যমে ঈশ্বর তাঁর শত্রুদের সম্পূর্ণ ও চূড়ান্তভাবে পরাজিত করবেন, শয়তানও বাদ যাবে না এবং এই বিজয় সম্পূর্ণ হলে তিনি তাঁর বিশ্বস্ত প্রজাদের “এক নূতন আকাশ ও নূতন পৃথিবীর” আশীর্বাদ দানে পুরস্কৃত করবেন।
বিষয়বস্তুর রূপরেখা
ভূমিকা 1:1-8
প্রারম্ভিক দিব্যদর্শন ও সপ্তমণ্ডলীর কাছে পত্র 1:9—3:22
সীলমোহর দেওয়া সপ্ত পুঁথি 4:1—8:1
সপ্ত তূরী 8:2—11:19
দানব ও দুটি পশু 12:1—13:18
বিভিন্ন দিব্য দর্শন 14:1—15:8
ঈশ্বরের রোষের সপ্ত পাত্র 16:1-21
ব্যবিলনের বিনাশ, পশুর পরাজয়, ভণ্ড নবী ও শয়তান 17:1—20:10
শেষ বিচার 20:11-15
নূতন আকাশ, নূতন পৃথিবী ও নূতন জেরুশালেম 21:1—22:5
উপসংহার 22:6-21

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in