YouVersion Logo
Search Icon

প্রকাশিত বাক্য 9

9
1এর পরে পঞ্চম দূত তূর্যধ্বনি করলেন। তখন আকাশ থেকে পৃথিবীতে পতিত একটি নক্ষত্রকে আমি দেখতে পেলাম। রসাতলের গহ্বরের চাবি সেই নক্ষত্রকে দেওয়া হল।#প্রকা 8:10; 20:1 2সে রসাতলের গহ্বর উন্মুক্ত করলে সেই গহ্বর থেকে বিরাট অগ্নিকুণ্ডের ধোঁয়ার মত ধোঁয়া উঠতে লাগল। সেই বিবর থেকে উদ্‌গীর্ণ ধূম্রকুণ্ডলীতে সূর্য ও বায়ুমণ্ডল আচ্ছন্ন হয়ে গেল।#আদি 19:28; যাত্রা 19:18; যোয়েল 2:2-10 3সেই ধোঁয়ার মধ্যে থেকে পঙ্গপালের ঝাঁক বেরিয়ে পৃথিবীতে এল। মর্ত্যের বৃশ্চিকদের মত ক্ষমতা তাদের দেওয়া হল।#যাত্রা 10:12-15 4তাদের নির্দেশ দেওয়া হল, পৃথিবীর শ্যামল তৃণ, শস্য এবং বৃক্ষরাজির কোন অনিষ্ট যেন তারা না করে, কেবলমাত্র যাদের ললাটে ঈশ্বরের দেওয়া মুদ্রাঙ্ক নেই তাদেরই অনিষ্ট করে।#যিহি 9:4; প্রকা 7:3 5তাদের হত্যা করার জন্য নয়, পাঁচ মাস ধরে সেই লোকদের যন্ত্রণা দেওয়ার ক্ষমতা ছিল তাদের। 6সেই সময়ে লোকে মৃত্যুর সন্ধান করবে কিন্তু পাবে না। লোকে মৃত্যু কামনা করবে কিন্তু মৃত্যু তাদের কাছ থেকে পলায়ন করবে।#ইয়োব 3:21; 7:15-16; যির 8:3
7সেই পঙ্গপালের আকৃতি ছিল রণোন্মাদ অশ্বের মত। তাদের মাথায় ছিল সোনালী মুকুট এবং তাদের মুখ ছিল মানুষের মত।#যোয়েল 2:4 8তাদের চুল ছিল মেয়েদের মাথার চুলের মত লম্বা আর সিংহের মত দাঁত।#যোয়েল 1:6 9তাঁদের বুক ছিল এমন যেন লোহার বর্মে আবৃত আর তাদের ডানার আওয়াজ ছিল রণক্ষেত্রে ধাবমান বহু অশ্ববাহিত রথের শব্দের মত।#যির 8:6; যোয়েল 2:5 10বৃশ্চিকের মত তাদের লেজ ও হুল ছিল। পাঁচ মাস যাবৎ মানুষ।এর অনিষ্ট করার যে ক্ষমতা তাদের ছিল তা ছিল তাদের লেজে। 11রসাতলের দূত তাদের অধিপতি, হিব্রু ভাষায় তার নাম আবাদ্দোন, গ্রীকে আপল্লুয়োন#9:11 অর্থাৎ সংহারক। #ইয়োব 26:6
12প্রথম দুর্ভোগ শেষ হল, কিন্তু এর পরে আরও দুই বিপর্যয় আসন্ন।#প্রকা 8:13; 11:14
13ষষ্ঠ দূত তূর্যধ্বনি করার পর আমি ঈশ্বরের সম্মুখের স্বর্ণবেদীর চার শৃঙ্গ থেকে এক কণ্ঠস্বর শুনতে পেলাম।#যাত্রা 30:1-3; প্রকা 8:3 14সেই কণ্ঠস্বর তূর্যধারী ষষ্ঠ দূতকে নির্দেশ দিল, “ইউফ্রেটিস মহানদীর কাছে যে চারজন স্বর্গদূত আবদ্ধ রয়েছে তাদের মুক্ত করে দাও।”#আদি 15:18; দ্বি.বি. 1:7; যিহো 1:4; প্রকা 16:12 15তখন যে নির্দিষ্ট লগ্ন, দিন, মাস ও বৎসরে মানবজাতির এক-তৃতীয়াংশকে সংহার করার জন্য ঐ চজারজন দূতকে প্রস্তুত করা হয়েছিল তাদের মুক্তি দেওয়া হল।#প্রকা 8:7-12; 12:4 16আমি শুনলাম, সেই অশ্বারোহী সৈন্যদলের সংখ্যা বিশ কোটি। 17আমি দিব্যদর্শনে সেই অশ্ব ও অশ্বারোহীদের দেখলাম। তাদের বর্মের রং ছিল আগুন, নীল ও গন্ধকের মত। অশ্বগুলির মস্তক ছিল সিংহের মত। 18তাদের মুখ থেকে আগুন, ধোঁয়া ও গন্ধক নির্গত হচ্ছিল। এই তিনের আঘাতে মানবজাতির এক-তৃতীয়াংশ নিহত হল। 19সেই অশ্ববাহিনীর শক্তি নিহিত ছিল তাদের মুখে ও লেজে। তাদের লেজ ছিল ফণিনীর মত, তা দিয়েই এরা আঘাত হানে।
20এই সমস্ত আঘাতে যাদের মৃত্যু হল না, মানবজাতির অবশিষ্ট সেই মানুষেরা কিন্তু তাদের আচরণের কোন পরিবর্তন করল না। অপদেবতা কিম্বা সোনা-রূপো-পিতল, পাথর ও কাঠের তৈরী অন্ধ, বধির, অচল, অক্ষম প্রতিমা পূজা থেকে তারা নিবৃত্ত হল না।#যিশা 2:8-20; 17:8; দানি 5:4; গীত 115:4-7; 135:15-18; ১ করি 10:20; প্রকা 16:9,11-21 21যে নরহত্যা, তন্ত্রমন্ত্র, লাম্পট্য ও চৌর্যকর্মে তারা লিপ্ত ছিল, তাও তারা পরিত্যাগ করল না।#যিশা 47:9,12; গালা 5:20; ১ করি 6:9,10; প্রকা 21:8; 22:15

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in