প্রকাশিত বাক্য 6:5-6
প্রকাশিত বাক্য 6:5-6 BENGALCL-BSI
এর পরে তিনি তৃতীয় সীলমোহর কুললেন, আর আমি শুনলাম তৃতীয় প্রামী বললেন, ‘এস’। আমি তখন দেখলাম একটি কৃষ্ণকায় অশ্ব বেরিয়ে এল। তার আরোহীর হাতে রয়েছে একটি তুলাদণ্ড। তখন আমি সেই প্রাণীচতুষ্টয়ের মধ্যে থেকে এই বাণী সুনতে পেলাম: এক সের গমের দাম এক দীনার, এবং তিন সের যবের দাম এক দীনার। কিন্তু তুমি তেল ও দ্রাক্ষারসের কোন ক্ষতি করো না।