YouVersion Logo
Search Icon

প্রকাশিত বাক্য 2

2
সপ্ত মণ্ডলীর প্রতি প্রভুর নির্দেশ
1ইফিসাস মণ্ডলীর দূতকে লেখঃ “যিনি দক্ষিণ হাতে সপ্ত নক্ষত্র ধারণ করে আছেন, যিনি সপ্ত স্বর্ণ-দীপাধারের মাঝে ভ্রমণ করেন,#২ করি 6:16 2তিনি বলছেন, তোমার সমস্ত কাজকর্ম, তোমার পরিশ্রম, ধৈর্য ও সহিষ্ণুতা সব কিছুই আমি জানি। আমি জানি তুমি মন্দ লোকদের সহ্য করতে পার না। যারা নিজেদের প্রেরিত শিষ্য বলে, কিন্তু আসলে তা নয়, তাদের তুমি যাচাই করে দেখেছ, জেনেছ তারা ভণ্ড কপট।#২ করি 11:13; ১ যোহন 4:1 3তোমার ধৈর্য আছে। তুমি আমার নামের জন্য অনেক কিছু সহ্য করেছ। কখনও ক্লান্ত হওনি।#হিব্রু 12:3; যোহন 15:21 4তবুও তোমার বিরুদ্ধে আমার বক্তব্য এই, তুমি প্রথম প্রেম থেকে বিচ্যুত হয়েছ।#যির 2:2 5ভেবে দেখ, কোথা থেকে কোথায় তোমার পতন হয়েছে। মন পরিবর্তন কর এবং তুমি প্রথমে যে সব কাজ করতে তা-ই কর। যদি না কর এবং মন পরিবর্তন না কর তাহলে আমি তেমার কাছে যাব এবং তোমার দীপাধার অপসারিত করব।#হিব্রু 10:32 6কিন্তু একটি গুণ তোমার আছে। নিকোলাস্‌-পন্থীদের যেসব কার্যকলাপ আমি ঘৃণা করি,ত তুমিও তা ঘৃণা কর।#গীত 139:21
7শোনার মত কান যচার আছে সে শুনুক, পবিত্র আত্মা সকল মণ্ডলীকে কি বলছেন, “যে জয়ঈ হবে তাকে আমি পরম দেশে ঈশ্বরের উদ্যানের জীবনবৃক্ষের ফল খেতে দেব।”#প্রকা 22:2; আদি 2:9; 3:22-24; যিহি 31:8; লুক 23:43; ২ করি 12:4
8স্মার্ণা মণ্ডলীর দূতকে লেখ:যিনি আদি এবং অন্ত, যিনি মৃত্যুবরণ করেছিলেন এবং পুনর্জীবিত হয়েছেন, তিনি বলছেনঃ#যিশা 44:6; 48:12 9তোমার দুঃখক্লেশ ও দারিদ্র্যের কথা আমি জানি। কিন্তু তা সত্ত্বেও তুমি ধনী। যারা ইহুদী বলে নিজেদের পরিচয় দেয় অথচ আসলে তা নয়, শয়তানের সমাজভুক্ত তারা যে তোমার নিন্দা করছে তাও আমি জানি।#১ তিম 6:18; হিব্রু 11:26; যাকোব 2:5; ২ করি 11:14-15; প্রকা 3:9 10ভারী দুঃখকষ্টের জন্য তুমি ভীত হয়ো না। দেখ, তোমাদের যাচাই করার জন্য শয়তান তোমাদের কয়েকতজনকে কারারুদ্ধ করতে উদ্যত, দশ দিন তোমাদের নির্যাতন সহ্য করতে হব। তুমি আমরণ বিশ্বস্ত থেক, তাহলে আমি তোমাকে জীবন-মুকুট দান করব।#মথি 10:28; দানি 1:12-14; ২ তিম 4:8; যাকোব 1:12; প্রকা 12:11; 3:11
11শোনার মত কান যার আছে সে শুনুক, পবিত্র আত্মা সকল মণ্ডলীকে কি বলচেন। যে জয়ী হবে দ্বিতীয় মৃত্যু তার কোন অনিষ্ট করতে পারবে না।#প্রকা 20:6-14; 21:8
12পর্গামাস মণ্ডলীর দূতকে লেখ:দ্বি-ধার তীক্ষ্ণ তরবারি যিনি ধারণ করেন তিনি বলেছনঃ#যিশা 49:2; হিব্রু 4:12; প্রকা 1:16; 2:16; 19:15 13আমি জানি তোমার নিবাস কোথায়, সেখানে রয়েছে শয়তানের সিংহাসন। তুমি আমার নামে নির্ভর করেছ। আমার প্রতি বিশ্বাস হারাওনি। এমনকি তোমাদের মাঝে যেখানে শয়তানের বসতি সেখানে যখন আমার বিশ্বস্ত সাক্ষী আন্তিপাস নিহত হয়েছিল তখনও বিশ্বাস হারাওনি। 14তবুও তোমার বিরুদ্ধে আমার কিছু বলা আছে। তোমাদের ওখানে বিলিয়মের মতাবলম্বী কিছু লোক আছে। এই বিলিয়ম ইসরায়েলীদের সম্মুখে বাধা সৃষ্টি করতে বালাককে পরামর্শ দিয়েছিল, যেন তারা প্রতিমার প্রসাদ গ্রহণ করে এবং ব্যভিচার করে।#গণনা 25:1-2; 31:16; প্রেরিত 15:29; ১ করি 8:4-10; ২ পিতর 2:15; যিহুদা 11 15সেইরকম নিকোলাস-পন্থী কিছু লোক তোমাদের মাঝে রয়েছে। 16অতএব মন পরিবর্তন কর, তা না হলে আমি শীঘ্রই তোমার কাচে যাব এবং আমার মুখনিঃসৃত তরবারির রদ্বারা তাদের বিরুদ্ধে সংগ্রাম করব।#প্রকা 2:12
17শোনার মত কান যার আছে সে শুনুক, পবিত্র আত্মা সকল মণ্ডলীকে কি বলছেন। যে জয়ী হবে তাকে আমি গুপ্ত মান্নার অংশ দেব। এক খণ্ড শ্বেতপাথরও দেব তাকে, সেই পাথরের উপর লেখা আছে এক নতুন নাম। সেই নাম যাকে দেওয়অ হয়েছে সে ছাড়া আরর কেউ জানে না।#গীত 78:24; যিশা 62:2; 65:15; যোহন 6:48-50; প্রকা 3:12
18থিয়াতীরা মণ্ডলীর দূতকে লেখ:যিনি ঈশ্বর-তনয়, নয়ন যার বহ্নিশিখার মত, চরণ উজ্জ্বল পিতলের মত, তিনি বলছেনঃ#দানি 10:6 19আমি তোমার সমস্ত কাজকর্ম জানি। তোমার প্রেম, বিশ্বাস, সেবা ও সহিষ্ণুতার কথা জানি, তোমার শেষের কার্যগুলি যে পূর্বের কার্যকে অতিক্রম করে গেছে তাও আমি জানি। 20তবুও তোমার বিরুদ্ধে আমার বক্তব্য এই যে তুমি ঈষেবল নামে নারীকে প্রশ্রয় দিচ্ছ। সে নিজেকে নবী বলে জাহির রকরে এবং আমার সেবকদের লাম্পট্য ও প্রতিমার প্রসাদ গ্রহণ করার শিক্ষা দিয়ে বিপথে নিয়ে যাচ্ছে।#প্রকা 2:14; ১ রাজা 16:31; ২ রাজা 9:7-22 21আমি তাকে অনুতাপ ও মন পরিবর্তন করার সময় দিয়েছিলাম। কিন্তু সে তার দুষ্কর্মের জন্য অনুতাপ করতে রাজী নয়। 22দেখ, যদি সে তার দুষ্কর্মের জন্য অনুতাপ না করে তাহলে আমি তাকে নিদারুণ যন্ত্রণায় শয্যাশায়ী করব এবং যারা তার সঙ্গে ব্যভিচারে রত তাদেরও মহাসঙ্কটে ফেলব যদি তারা অনুতপ্ত হয়ে তার সংসর্গ ত্যাগ না করে। 23আমি তার সন্তানদেরর সংহারক করব। ফলে সকল মণ্ডলী জানবে যে আমিই হৃদয় ও মর্মমূল অড়ুসন্ধান করি এবং আমি তোমাদের প্রত্যেককে তার কর্ম অনুযায়ী প্রতিফল দেব।#গীত 7:9; 26:2; 62:12; যির 11:20; 17:10; 20:12; ইয়োব 34:11; মথি 16:27; রোমীয় 2:6; ২ করি 5:10; প্রকা 22:12
24কিন্তু থিয়াতীরা মণ্ডলীর অন্যান্য যারা এই মতাবলম্বী নয়, যারা শয়তানের তথাকথিত নিগূঢ় তত্ত্ব অবগত নয়, তাদের সবাইকে আমি বলছি, তোমাদের উপরে আমি আর কোন বোঝা চাপাব না। 25তোমাদের উপর যে দায়িত্ব আছে, আমি না আসা পর্যন্ত শুধু তা-ই পালন কর।#প্রকা 3:11 26-27যে জয়ী হবে, শেষ পর্যন্ত আমার নির্দেশিত কার্য করবে, আমি নিজে আমার পিতার কাছ থেকে যেমন কর্তৃত্ব লাভ করেছি, তাকে তেমনি আমি সর্বজাতির উপরে কর্তৃত্ব দেব। কুম্ভকার যেমন মাটির পাত্র চূর্ণবিচূর্ণ করে সেও তেমনি তাদের চূর্ণবিচূর্ণ করবে, শাসন করবে তাদের লৌহদণ্ডে।#গীত 2:8; গীত 2:9; যিশা 3:14; যির 19:11; প্রকা 12:5 28আমি তাকে দেব প্রভাতী তারা।
29শোনার মত কান যার আছে সে শুনুক পবিত্র আত্মা সকল মণ্ডলীকে কি বলছেন।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in