গীতসংহিতা 68
68
ইসরায়েলের জাতীয় সঙ্গীত
দাউদের ভজন
সঙ্গীত পরিচালকের উদ্দেশে। গান।
1জাগ্রত হোন ঈশ্বর, ছত্রভঙ্গ হোক তাঁর শত্রুর দল,
যারা তাঁর প্রতি বিদ্বেষপরায়ণ, তাঁর আবির্ভাবে পলায়ন করুক তারা।
2ধোঁয়া যেমন মিলিয়ে যায় দূরে তেমনি বিদূরিত কর তুমি ওদের।
আগুনের মুখে যেমন গলে যায় মোম,
ঈশ্বরের সম্মুখে তেমনি বিনষ্ট হোক দুষ্টেরা।
3কিন্তু ধার্মিকেরা আনন্দিত হোক,
ঈশ্বরের সাক্ষাতে উল্লাস করুক তারা, উচ্ছল হোক পরম আনন্দে।
4ঈশ্বরের স্তবগান গাও, গাও তাঁর নাম গান, মেঘরথে#68:4 পাঠান্তর: মরুভূমির মধ্য দিয়ে তিনি আসীন,
তাঁর জন্য প্রস্তুত কর পথ, তিনি সর্বাধিপতি প্রভু পরমেশ্বর#68:4 পাঠান্তর: তাঁর নাম ইয়াহ্ওয়ে বা ইয়াহহে।,
উল্লাস কর সাক্ষাতে তাঁর।
5নিজ পবিত্র মন্দিরে অধিষ্ঠিত ঈশ্বর
পিতৃহীনের পিতা তিনি বিধবার সহায়।
6পরিবার পরিজনের মাঝে, নিঃসঙ্গকে প্রতিষ্ঠিত করেন ঈশ্বর,
বন্দীদের তিনি করেন মুক্তিদান, রাখেন কুশলে,
কিন্তু তাঁর অবাধ্য যারা তাদের বাসভূমি হবে ঊষর মরু।
7হে ঈশ্বর, তুমি যখন তোমার প্রজাদের পুরোবর্তী হয়ে
মরুভূমি করেছিলে অতিক্রম, সেলা
8ধরণী হয়েছিল প্রকম্পিত, আকাশ করেছিল বর্ষণ বারিধারা,
হে ঈশ্বর তোমার আবির্ভাবে। ইসরায়েলের আরাধ্য ঈশ্বর,
যিনি ইসরায়েলের সঙ্গে সন্ধিচুক্তিতে আবদ্ধ, তাঁর আগমনে কম্পিত হয়েছিল সিনাই পর্বত।#যাত্রা 19:16-25
9হে ঈশ্বর, তোমার অধিকারভুক্ত দেশ রুক্ষ শুষ্ক হলে
তাকে তুমি করেছিলে উজ্জীবিত পর্যাপ্ত বারিবর্ষণে।
10তোমার প্রজাবৃন্দ সেখানে স্থাপন করল বসতি, হে ঈশ্বর,
দীনদুঃখীর অভাব তুমি করলে মোচন আপন মাহাত্ম্যে।
11ঈশ্বরের নির্দেশে সুবিশাল নারীবাহিনী
সেই বার্তা করেছিল ঘোষণা:
12ঐ দেখ সসৈন্যে পলায়ন করছে রাজন্যবর্গ
রমণীরা তখন ভাগ করে নিল যুদ্ধে পরিত্যক্ত দ্রব্যসামগ্রী।
13তবে তোমরা কেন শুয়ে আছ মেষ-বাথানে?
লুটে নিল তারা রূপালী কপোতের মূর্তি, যার পাখার পালকে সোনালী ছটা।
14সর্বশক্তিমান ঈশ্বর যেদিন করেছিলেন ছত্রভঙ্গ রাজন্যবর্গকে,
সালমোন পাহাড়ে সেদিন হয়েছিল তুষারপাত।
15হে গিরিরাজ বাশান পর্বত!
বহুশৃঙ্গ মণ্ডিত বাশান-গিরি!
16হে বহুশৃঙ্গ বিশিষ্ট পর্বতগণ!
ঈশ্বরের প্রিয় আবাস যে পর্বতে তার দিকে তোমরা কেন কর দৃষ্টিপাত ঈর্ষাভরে?
সেখানেই চিরকাল বাস করবেন প্রভু পরমেশ্বর!
17লক্ষ লক্ষ প্রকাণ্ড রথসহ আগমন করেছিলেন প্রভু পরমেশ্বর
তাঁর পবিত্র পীঠস্থানে সিনাই পর্বত থেকে
18তিনি আরোহণ করেছেন ঊর্ধ্বে, বন্দী করে এনেছেন পরাজিতদের। মানুষের কাছ থেকে,
এমন কি বিদ্রোহীদের কাছ থেকেও তিনি গ্রহণ করেছেন উপঢৌকন,
ঈশ্বর, প্রভু পরমেশ্বর বাস করবেন সেখানে।#ইফি 4:8
19ধন্য প্রভু, যিনি দিনের পর দিন বহন করে চলেছেন আমাদের সমস্ত ভার,
তিনিই ঈশ্বর, আমাদের পরিত্রাতা। সেলা
20আমাদের ঈশ্বর উদ্ধারকর্তা ঈশ্বর, তিনিই প্রভু পরমেশ্বর, আমাদের আরাধ্য ঈশ্বর,
মৃত্যু থেকে উত্তরণ একমাত্র তাঁরই করতলগত।
21ঈশ্বর চূর্ণ করবেন তাঁর শত্রুদের মস্তক,
চূর্ণ করবেন দাম্ভিক পাপাচারীদের ঔদ্ধত্যের প্রতীক কেশদামে মণ্ডিত মস্তক।
22প্রভু পরমেশ্বর বলেছেনঃ আমি বাশান পর্বত থেকে,
সাগরের তলদেশ থেকে ফিরিয়ে আনব তোমার শত্রুদের।
23যেন শত্রুরক্তে সিঞ্চিত হয় তোমার চরণ,
তোমাদের সারমেয়কুল যেন লেহন করতে পারে শত্রুশোণিত।
24হে ঈশ্বর, তোমার জয়যাত্রা দেখেছে সর্বজনে, আমার ঈশ্বর, আমার রাজাকে,
আমার রাজরাজেশ্বর ঈশ্বরকে ওরা প্রবেশ করতে দেখেছে পবিত্র মন্দিরে।
25শোভাযাত্রার পুরোভাগে গায়কদল, পশ্চাতে বাদকবৃন্দ, ক্ষত্রীকুল,
মাঝখানে তরুণী কন্যারা যাচ্ছিল খঞ্জনী বাজিয়ে।
26জনসমাবেশে ঈশ্বরের মহিমা কীর্তন কর, হে ইসরায়েলকুল,
প্রভু পরমেশ্বরের স্তবগান গাও।
27সর্বকনিষ্ঠ বিন্যামীন গোষ্ঠী ছিল সর্বাগ্রে,
তারপরে যিহুদা গোষ্ঠীর প্রধানেরা ও তাদের গোষ্ঠীভুক্ত সকলে,
সবশেষে ছিল সবুলুন ও নপ্তালীকুলের নেতৃবৃন্দ।
28হে ঈশ্বর, দেখাও তোমার পরাক্রম, আমাদের পক্ষে কার্যসাধনকারী হে ঈশ্বর,
প্রকাশ কর তোমার অমিত পরাক্রম।
29জেরুশালেমে অবস্থিত তোমার মন্দির,
নৃপতিরা যেখানে আনে উপহার তোমার উদ্দেশে।
30নলবনের বন্যপশুরূপ মিশরকে তুমি কর ভর্ৎসনা, তিরস্কার কর বৃষপালরূপ জাতিবৃন্দকে,
তিরস্কার কর যুব বৃষস্বরূপ মত্তযোদ্ধাদের, যুদ্ধপ্রিয় জাতিসমূহকে তুমি কর ছিন্নভিন্ন,
যতদিন না তারা স্বর্ণ-রৌপ্যের অর্ঘ্য নিয়ে আনত হয় তোমার চরণে।
31মিশর থেকে আসবে রাজদূতেরা,
ইথিওপিয়াবাসী#68:31 প্রাচীন নাম–কুশ শীঘ্রই ঈশ্বরের উদ্দেশে কৃতাঞ্জলিপুটে করবে শ্রদ্ধানিবেদন।
32হে পৃথিবীর রাজ্যসমূহ, ঈশ্বরের স্তুতিগান গাও,
গুণগান গাও প্রভু পরমেশ্বরের। সেলা
33যিনি ঊর্ধ্বতম লোকে করেন পরিভ্রমণ শোন তাঁর গুরুগম্ভীর কণ্ঠস্বর
নিনাদিত হয় বিশ্ব চরাচরে,
34ঘোষণা কর সেই ঈশ্বরের মহাপরাক্রম!
ইসরায়েল কুলে প্রকাশিত তাঁর মহিমা,
আকাশমণ্ডলে পরিব্যাপ্ত তাঁর পরাক্রম।
35ভয়াবহ মর্যাদা ও সম্ভ্রমে বিরাজিত ঈশ্বর আপন পবিত্র মন্দিরে!
ইসরায়েলের ঈশ্বর তিনি,
তিনিই আপন প্রজাদের জোগান শক্তি ও সামর্থ্য। ধন্য ঈশ্বর!
Currently Selected:
গীতসংহিতা 68: BENGALCL-BSI
Highlight
Share
Copy
![None](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2F58%2Fhttps%3A%2F%2Fweb-assets.youversion.com%2Fapp-icons%2Fen.png&w=128&q=75)
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.