YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 62

62
ঈশ্বরই ভক্তের আশ্রয়
দাউদের ভজন
সঙ্গীত পরিচালকের প্রতি নির্দেশ: যেদুথুন ঘরানা অনুসরণে।
1ঈশ্বরেরই জন্য নীরবে প্রতীক্ষা করে আমার প্রাণ,
তিনিই আমার পরিত্রাতা।
2তিনিই আমার একমাত্র আশ্রয়গিরি, আমার পরিত্রাণ,
আমার দুর্গ, কখনও আমি হব না বিচলিত।
3তোমরা কতকাল আক্রমণ চালাবে হেলে পড়া দেওয়ালের মত,
ভাঙ্গা বেড়ার মত ঐ মানুষটির বিরদ্ধে? আর কতকাল তাকে বিধ্বস্ত করবে সকলে মিলে?
4মর্যাদার আসন থেকে তাকে বিচ্যুত করার জন্য ওরা শুধু ফন্দী আঁটে। অলীকতায় ওদের আনন্দ,
ওরা মুখে শুভেচ্ছা জানায় কিন্তু মনে মনে দেয় অভিশাপ। সেলা
5আমার প্রাণ নীরবে শুধু ঈশ্বরেরই প্রতীক্ষা করে,
কারণ তাঁরই উপর আমার সকল প্রত্যাশা।
6তিনিই আমার একমাত্র আশ্রয় গিরি, আমার পরিত্রাণ,
আমার দুর্গ, কখনও বিচলিত হব না আমি।
7আমার মুক্তি ও গৌরব ঈশ্বরেরই দান,
ঈশ্বরই আমার আশ্রয়,
সুদৃঢ় শৈল।
8হে আমার স্বজাতিবৃন্দ, তাঁরই উপর সর্বদা নির্ভর কর,
তাঁরই কাছে উজাড় করে দাও হৃদয় তোমাদের,
তিনিই আমাদের আশ্রয়। সেলা
9মানুষ মাত্রই অসার সে যেন ক্ষণিকের নিঃশ্বাস,
নগণ্য ও গণ্যমান্য –সকলেই অলীক,
অন্তঃসারশূন্য, তুলাদণ্ডে পরিমাপ করলে তাদের দেখা যায়,
নিঃশ্বাসের চেয়েও তারা লঘুভার।
10তোমরা নির্ভর করো না আপন শক্তি ও ক্ষমতায়,
স্থাপন করো না আস্থা দস্যুবৃত্তিতে,
সম্পদের প্রাচুর্য হলেও হয়ো না আসক্ত।
11বহুবার শুনেছি আমি,
একথা ব্যক্ত করেছেন ঈশ্বর,
সর্ব ক্ষমতা ও পরাক্রমের অধীশ্বর স্বয়ং তিনিই।
12শাশ্বত প্রেমের আধার তুমি, হে প্রভু পরমেশ্বর,
অবিচল প্রেম তোমার। তাই মানুষের কাজের প্রতিফল দিয়ে, তাকে তুমি শাসন করে থাক।#ইয়োব 34:11; যির 17:10; মথি 16:27; রোমীয় 2:6; প্রকা 2:23

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in