YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 60

60
বিপদে ঈশ্বরই আমাদের পরম সহায়
দাউদের ভজন
সঙ্গীত পরিচালকের প্রতি নির্দেশ: সুর–—‘‘ফুলের বাণী।” শিক্ষামূলক গীতি
অরাম-নহরায়িম এবং অরাম-সোবার বিরুদ্ধে দাউদ যখন যুদ্ধ করছিলেন এবং যোয়াব যখন ফিরে এসে লবণ উপত্যকায় বারো হাজার ইদোমী লোককে হত্যা করেন, তখন দাউদ এই গীতটি রচনা করেন।#২ শমু 8:13; ১ বংশা 18:12
1হে ঈশ্বর, তুমি পরিত্যাগ করেছ আমাদের, করেছ ভগ্নচূর্ণ! তুমি ক্রুদ্ধ হয়েছিলে,
কিন্তু এবার আমাদের দিকে ফিরে তাকাও।
2তোমার ক্রোধে কেঁপে উঠেছে সারা দেশ,
বিদীর্ণ হয়েছে তার বুক, দেশ এখন বিশৃঙ্খল, অস্থির।
3তুমি নিজ প্রজাদের জর্জরিত করেছ চরম দুর্দশায়,
তারা হয়েছে বিমূঢ়, বিহ্বল, যেন মত্ত সুরাপানে।
4যারা সম্ভ্রম করে তোমায়, তাদের তুমি দিয়েছ এক পতাকা,
যেন তারা আশ্রয় নেয় সেই পতাকাতলে রক্ষা পায় শত্রুর আঘাত থেকে। সেলা
5তোমার প্রিয়পাত্রদের তুমি রক্ষা কর, উদ্ধার কর তাদের আপন পরাক্রমে,
সাড়া দাও প্রভু আমাদের ডাকে।
6ঈশ্বর তাঁর পবিত্র মন্দির থেকে ঘোষণা করেছেনঃ
বিজয়োল্লাসে আমি শিখিমকে বিভক্ত করব,
বণ্টন করব সুক্কোত উপত্যকা আমার প্রজাদের মাঝে।
7গিলিয়দ আমার, মনঃশিও আমার,
ইফ্রয়িম আমার শিরস্ত্রাণ,
যিহুদীয়া আমার রাজদণ্ড।
8মোয়াব আমার প্রক্ষালন পাত্র,
ইদোমের উপর আমি রাখব আমার পাদুকা,
ফিলিস্তিনীদের দেশে আমি করব বিজয়োল্লাস।
9কে আমাকে নিয়ে যাবে প্রাচীর ঘেরা নগরীতে?
কে দেখাবে আমাকে ইদোমের পথ?
10হে ঈশ্বর, তুমি কি সত্যিই আমাদের পরিত্যাগ করেছ?
হে ঈশ্বর, তুমি কি আর আমাদের সেনাবাহিনীর সঙ্গে করবে না অভিযান?
11শত্রুদের বিরুদ্ধে তুমি হও আমাদের সহায়,
মানুষের সহায়তা আমাদের উদ্ধারে অক্ষম।
12ঈশ্বরের সাহায্যে বিজয়ী হব আমরা,
তিনিই পরাস্ত করবেন আমাদের শত্রুদের।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 60