YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 27

27
নির্ভরযোগ্য আশ্রয়
দাউদের ভজন
1প্রভু পরমেশ্বরই আমার জ্যোতি, আমার পরিত্রাণ,
আমি কার ভয়ে ভীত হব?
তিনিই আমার জীবনের আশ্রয়দুর্গ,
কার ভয়ে শঙ্কিত হব আমি?
2দুর্বৃত্তেরা যখন আমাকে গ্রাস করার জন্য এগিয়ে আসে তখন আমার সেই বিদ্বেষী শত্রুরা বাধা পায়,
পতন হয় তাদের।
3যদি সৈন্যদল আমার বিরুদ্ধে অভিযান করে,
তবুও ভীত হবে না আমার হৃদয়।
যদি আমার বিরুদ্ধে যুদ্ধ সংঘটিত হয়,
তবু থাকবে অটুট আমার সাহস।
4প্রভু পরমেশ্বরের কাছে আমি জানিয়েছি শুধু একটি আবেদন,
তারই সন্ধানে আমি থাকব নিয়ত,
যেন প্রভুরই ভবনে আমি বাস করি আজীবন।
যেন দু চোখ ভরে দেখি তাঁর মোহন রূপ,
যেন তাঁর মন্দিরে তাঁরই করি ধ্যান।
5সঙ্কটের দিনে আপন আশ্রয়ে তিনি রাখবেন আমায় আড়াল করে,
সংগোপনে রাখবেন আমায় আপন শিবিরের অভ্যন্তরে,
শৈল শিখরে রাখবেন আমায়, করবেন নিরাপদ।
6শত্রু যারা রয়েছে ঘিরে আমার চতুর্দিকে, তাদের মাঝে করবেন আমায় উন্নতশির।
প্রভুর শিবিরে আমি জয়ধ্বনি দিয়ে বলির নৈবেদ্য করব নিবেদন,
করব আমি বন্দনাগান তাঁরই উদ্দেশে।
7হে প্রভু, শ্রবণ কর আমার আহ্বান, কৃপা কর আমায়,
সাড়া দাও আমার ডাকে।
8তুমি বলেছ: তোমরা আমার কাছে এস, আরাধনা কর আমার।
হ্যাঁ প্রভু, আমি তোমারই কাছে আসব, আরাধনা করব তোমার।
9তুমি বিমুখ হয়ো না আমার প্রতি,
ক্রোধভরে তোমার দাসকে করো না বিতাড়িত।
তুমিই আমার সহায়,
ওগো ত্রাতা ঈশ্বর দূরে ঠেলে দিও না আমায়,
করো না পরিত্যাগ।
10মাতাপিতা আমায় যদি বা করেন ত্যাগ
প্রভুই আমায় নেবেন কোলে তুলে।
11হে প্রভু পরমেশ্বর, দেখাও আমায় তোমার পথ, আমাকে চলতে শিখাও।
শত্রুরা করছে আমার বিরোধিতা,
তোমার সহজ পথে চালাও আমায়।
12শত্রুদের অভিসন্ধির কাছে আমাকে করো না সমর্পণ।
আমার বিরুদ্ধে উদ্যত ঐ মিথ্যাবাদী যত, নিঃশ্বাসে ওদের নির্গত হয় হিংসার হলাহল।
13কিন্তু আমার বিশ্বাস,
এই জীবন কালেই দেখে যাব আমি প্রভুর সাধিত কল্যাণ।
14প্রভুর প্রতীক্ষায় থাক, সাহস রাখ,
সবল কর মন, প্রভুরই প্রতীক্ষায় থাক।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in