YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 105

105
ঈশ্বর ও তাঁর প্রজাবৃন্দ
(১ বংশা 16:8-22)
1প্রভু পরমেশ্বরের গৌরব গান গাও, জপ কর তাঁর মহানাম,
জাতিবৃন্দের কাছে ঘোষণা কর তাঁর মহান কীর্তির কথা।
2তাঁর উদ্দেশে গাও মহাসঙ্গীত, কর তাঁর প্রশংসাগান,
ঘোষণা কর তাঁর আশ্চর্য কর্মের কথা,
3তাঁর পবিত্র নামের গৌরব কর।
প্রভু পরমেশ্বরের আরাধনা করে যারা উল্লসিত হোক চিত্ত তাদের।
4শক্তি ও সামর্থ্যের জন্য প্রভু পরমেশ্বরের কাছে সাহায্য প্রার্থনা কর,
নিয়ত আরাধনা কর তাঁর।
5হে ঈশ্বরের সেবক অব্রাহামের বংশধরগণ, তাঁর মনোনীত যাকোবের কুল!
6তোমরা স্মরণ কর তাঁর অভিনব কীর্তির কথা,
স্মরণ কর তাঁর অলৌকিক কার্যাবলী,
স্মরণ কর তাঁর মুখনিঃসৃত অনুশাসনমালা।
7তিনিই প্রভু পরমেশ্বর, আমাদের আরাধ্য ঈশ্বর
তাঁর অনুশাসন সারা পৃথিবীর মানুষের জন্য।
8তিনি স্মরণে রাখেন চিরকাল তাঁর স্থাপিত সন্ধিচুক্তি,
স্মরণে রাখেন সহস্রযুগ ব্যাপী তাঁর প্রতিশ্রুতি।
9সেই সন্ধিচুক্তি তিনি স্থাপন করেছেন অব্রাহামের সঙ্গে,
ইসহাকের কাছে তিনি করেছেন সেই অঙ্গীকার।#আদি 12:7; 17:8; 26:3
10যাকোবের জন্য বিধি রূপে, ইসরায়েলের জন্য চিরস্থায়ী শর্তরূপে
সেই সন্ধিচুক্তি তিনি করেছেন প্রতিষ্ঠিত।
11তিনি বলেছিলেনঃ তোমাকে আমি দান করব কনান দেশ,
সেই দেশই হবে তোমাদের নির্দিষ্ট উত্তরাধিকার।#আদি 28:13
12ঈশ্বরের প্রজাবৃন্দ তখন সংখ্যায় অল্পই ছিল,
তারা ছিল সেখানে নগণ্য ও প্রবাসী।
13তারা পরিভ্রমণ করত এক দেশ থেকে অন্য দেশে,
এক রাজ্য থেকে অন্য রাজ্যে।
14তিনি কাউকে তাদের উপর অত্যাচার করতে দিতেন না,
বরং তাদের কারণে নৃপতিদের করতেন তিরস্কার।
15তিনি বলতেনঃ আমার অভিষিক্ত লোকদের স্পর্শ করো না,
আমার নবীদের করো না কোন অনিষ্ট।#আদি 20:3-7
16তিনি যখন দেশে দুর্ভিক্ষ ডেকে আনলেন,
খাদ্যসংগ্রহের সমস্ত ব্যবস্থা করলেন বিপর্যস্ত,#আদি 41:53-57
17তখন তিনি পাঠিয়ে দিলেন এক ব্যক্তিকে তাদের আগে
ক্রীতদাসরূপে যোষেফ হলেন বিক্রীত।#আদি 37:28; 45:5
18শৃঙ্খলে তাঁর চরণ হয়েছিল পীড়িত,
তাঁর কণ্ঠে পরানো হয়েছিল লৌহবলয়।
19যখন সফল হল তাঁর স্বপ্নের ব্যাখ্যা
প্রভু পরমেশ্বর তখন প্রমাণ করলেন তাঁর কথার সত্যতা।#আদি 39:20—40:23
20রাজা দিলেন তাঁর মুক্তির আদেশ,
জনগণের শাসক করলেন তাঁর বন্দিত্ব মোচন।#আদি 41:14
21তিনি তাঁকে নিযুক্ত করলেন তাঁর গৃহাধ্যক্ষরূপে,
তাঁর সমস্ত সম্পত্তির উপর কর্তৃত্ব দিলেন তাঁকে,#আদি 41:39-41
22যেন তিনি নিজ ইচ্ছানুসারে রাজার অমাত্যবর্গকে শিক্ষা দিতে পারেন,
প্রবীণদের দিতে পারেন জ্ঞান।
23ইসরায়েল তখন এল মিশরে,
হাম-এর দেশে যাকোব হলেন প্রবাসী।#আদি 46:6; 47:11
24আর প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের করলেন বহুগুণে বর্ধিত,
বিপক্ষদের চেয়ে তাদের করলেন শক্তিশালী।
25তিনি সেই বিপক্ষদের হৃদয়ে আনলেন পরিবর্তন, তাঁর প্রজাদের বিরুদ্ধে তাদের মন হল বিদ্বেষে পরিপূর্ণ,
তাঁর সেবকদের সঙ্গে তারা করল প্রতারণা।#যাত্রা 1:7-14
26তিনি তখন পাঠালেন তাঁর দাস মোশি ও হারোণকে
যাঁদের তিনি করেছিলেন মনোনীত।#যাত্রা 3:1—4:17
27তাদের কাছে তাঁরা দেখালেন প্রভুর নিদর্শন,
হাম-এর দেশে তাঁরা সাধন করলেন অলৌকিক কার্যকলাপ।
28তিনি প্রেরণ করলেন তমসা, ঘনালো অন্ধকার, তবুও তারা অমান্য করল তাঁর আদেশ।#যাত্রা 10:21-23
29তিনি তাদের জলরাশিকে পরিণত করলেন রক্তে
মৎস্যকুলের ঘটালেন মৃত্যু।#যাত্রা 7:17-21
30ভেকবাহিনী ছেয়ে ফেলল তাদের দেশ,
প্রবেশ করল তাদের রাজপ্রাসাদসমূহে।#যাত্রা 8:1-6
31তাঁর আজ্ঞায় ছুটে এল ঝাঁকেঝাঁকে দংশক,
মাছি ও মশা ভরে গেল তাদের সমস্ত অঞ্চল।#যাত্রা 8:16-17,20-24
32বর্ষার বদলে তিনি তাদের দিলেন শিলাবৃষ্টি,
অগ্নিবর্ষণ করলেন তাদের দেশে।
33তিনি বিনষ্ট করলেন তাদের দ্রাক্ষালতা ও ডুমুরগাছগুলিকে
উৎপাটিত করলেন সকল বৃক্ষরাজি।#যাত্রা 9:22-25
34তাঁর নির্দেশে এল পঙ্গপাল,
এল পতঙ্গ শত শত।
35সেগুলি তাদের দেশের গাছপালা সব গ্রাস করল,
ভক্ষণ করল তাদের জমির ফসল।#যাত্রা 10:12-15
36তিনি নিধন করলেন সমস্ত মিশরী পরিবারের প্রথমজাত পুত্র সন্তানদের,
নিধন করলেন তাদের শক্তির প্রথম ফল।#যাত্রা 12:29
37তারপর তিনি মুক্ত করে আনলেন
ইসরায়েলীদের তারা সঙ্গে নিয়ে এল সোনা ও রূপো,
তাদের মধ্যে একজনও ছিল না অক্ষম ও দুর্বল।
38তাদের প্রস্থানে মিশরবাসীরা হয়েছিল আনন্দিত
তাদেরই কারণে তারা হয়েছিল ভীত, সন্ত্রস্ত।#যাত্রা 12:33-36
39মেঘ বিস্তার করে তিনি রচনা করলেন আচ্ছাদন,
রাত্রে আলোকের জন্য দিলেন অগ্নিশিখা।#যাত্রা 13:21-22
40তাদের ইচ্ছা পূরণের জন্য তিনি এনেছিলেন
ভারুই পাখির ঝাঁক, স্বর্গীয় খাদ্যে তিনি তাদের করেছিলেন তৃপ্ত।#যাত্রা 16:2-15
41তিনি উন্মুক্ত করলেন শিলাবক্ষ,
উৎসারিত হল জলস্রোত মরুভূমির মাঝে হল প্রবাহিত।#যাত্রা 17:1-7; গণনা 20:2-13
42কারণ তিনি স্মরণ করেছিলেন তাঁর পবিত্র অঙ্গীকার
এবং তাঁর সেবক অব্রাহামের কথা।
43তিনি মুক্ত করে আনলেন তাঁর মনোনীত প্রজাবৃন্দকে,
মুখর হয়ে উঠল তারা আনন্দসঙ্গীতে।
44তিনি তাদের দিলেন অন্যান্য জাতির দেশ,
দিলেন অপরের পরিশ্রমের ফল ভোগের অধিকার,#যিহো 11:16-23
45যেন তারা পালন করে তাঁর অনুশাসন,
মেনে চলে তাঁর বিধান।
প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 105