YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 102

102
দুঃখীর প্রার্থনা।
শ্রান্ত, অবসন্ন ব্যক্তির প্রভুর কাছে উজাড় করে দেওয়া খেদোক্তি।
1হে প্রভু পরমেশ্বর আমার প্রার্থনা শোন,
আমার আবেদন উপনীত হোক তোমার কাছে
2সঙ্কটে বিমুখ হয়ো না আমার প্রতি,
শোন আমার নিবেদন,
যখন আমি ডাকি তোমায় বিলম্ব করো না প্রভু,
তখনই দিও সাড়া।
3আমার জীবনের দিনগুলি যেন মিলিয়ে যায় ধোঁয়ার মত,
দগ্ধ হয় আমার এ দেহ যেন জ্বলন্ত চুল্লীতে।
4হৃদয় আমার বিশীর্ণ যেন শুষ্ক তৃণ,
লোপ পেয়ে গেছে ক্ষুধা তৃষ্ণা আমার।
5দীর্ঘশ্বাস ও আর্তনাদে
অস্থিচর্মসার হয়েছে আমার দেহ।
6আমি যেন আজ মরুপ্রান্তরের শকুনের মত,
পরিত্যক্ত নির্জন স্থানের পেচকের মত।
7আমি যেন নিঃসঙ্গ একটি পাখি, গৃহচূড়ায় যে নিয়েছে আশ্রয়,
বিনিদ্র রজনী কাটে যার।
8শত্রুরা সারাদিন আমাকে বিদ্রূপ করে,
ক্রোধে উন্মত্ত হয়ে তারা করে চক্রান্ত আমার বিরুদ্ধে
9অন্নের বিকল্পে ভস্ম হয়েছে আমার আহার,
অশ্রু মিশেছে পানীয়ের সাথে।
10তোমার অসন্তোষ ও ক্রোধ আমার এ দুর্দশার কারণ,
তুমি ঊর্ধ্বে তুলে নিক্ষেপ করেছ আমায়।
11অপরাহ্নের ছায়ার মত বিলীয়মান আমার দিনগুলি,
তৃণের মতই আমি বিশুষ্কপ্রায়।
12কিন্তু হে প্রভু পরমেশ্বর তুমি সিংহাসনে চিরতরে সমাসীন,
যুগে যুগে স্থায়ী তোমার গৌরব।
13নীরব থেক না প্রভু, করুণা কর সিয়োনের প্রতি,
তার প্রতি দয়া করার এ-ই তো সময়, এখনই যে তার একান্ত প্রয়োজন।
14তোমার সেবকদের কাছে সিয়োনের পাথরগুলিও প্রিয়,
এর ধূলিকণার প্রতিও রয়েছে তাদের গভীর মমতা।
15হে প্রভু পরমেশ্বর, জাতিবৃন্দ তোমার নামে সম্ভ্রমে আনত হবে,
পৃথিবীর সমস্ত নৃপতি হবে ভীত তোমার প্রতাপে।
16প্রভু পরমেশ্বর সিয়োনকে গড়ে তুলবেন আবার,
প্রকাশ করবেন তাঁর গৌরব ও পরাক্রম।
17নিঃস্ব বঞ্চিতের প্রার্থনা তিনি গ্রাহ্য করেন,
অবজ্ঞা করেন না তাদের মিনতি।
18আগামী প্রজন্মের জন্য এ কথা লিপিবদ্ধ করা হবে,
যেন ভাবীকালের মানুষ গাইতে পারে প্রভুর প্রশস্তি।
19ঊর্ধ্বলোকের পবিত্র আবাস থেকে তিনি অবলোকন করলেন,
স্বর্গ থেকে পৃথিবীর প্রতি দৃষ্টিপাত করলেন প্রভু পরমেশ্বর।
20তিনি শুনলেন বন্দীদের হাহাকার,
মুক্তিদান করলেন মৃত্যুপথযাত্রীদের,
21যেন বিঘোষিত হয় সিয়োনে প্রভুর নাম,
ও জেরুশালেমে তাঁর প্রশস্তি।
22তখন প্রভু পরমেশ্বরের আরাধনার জন্য হবে একত্র জাতিবৃন্দ,
রাষ্ট্রসমূহ হবে সম্মিলিত।
23তিনি আমার যৌবনে চূর্ণ করেছেন আমার শক্তি,
হ্রাস করেছেন আমার পরমায়ু।
24আমি বলি, হে আমার ঈশ্বর,
আয়ুর মধ্যভাগে তুমি তুলে নিও না আমায়।
25তোমার রাজত্ব যুগে যুগে স্থায়ী,
অতীতে তুমিই স্থাপন করেছ পৃথিবীর ভিত্তিমূল,
আকাশমণ্ডলও তোমারই হাতে গড়া।
26এ সকলই লুপ্ত হবে, কিন্তু তুমি নিত্যস্থায়ী,
পরিধেয় বসনের মত সেগুলি জীর্ণ হবে,
পোষাকের মত সেগুলি
তুমি পরিবর্তন করবে অবলুপ্ত হবে সেই জীর্ণ বসন।
27কিন্তু তুমি যে সে-ই চিরন্তন,
তোমার স্থিতি অন্তহীন।#হিব্রু 1:10-12
28তোমার সেবকের সন্তানেরা নিরাপদে বাস করবে,
তাদের বংশধরেরা তোমার
পক্ষছায়ায় হবে প্রতিষ্ঠিত।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for গীতসংহিতা 102