ফিলিপীয় 2
2
খ্রীষ্টীয় মনোভাব
1খ্রীষ্টের আশ্রয় গ্রহণ করলে তোমাদের জীবন হবে সঞ্জীবিত, লাভ করবে শক্তি এবং তাঁর ভালবাসা তোমাদের দান করবে পরম সান্ত্বনা। তোমরা লাভ করেছ আত্মার সাহচর্য, লাভ করেছ পরস্পরের প্রতি সহানুভূতি ও মমতা। 2তাই তোমাদের কাছে আমার আবেদন, তোমরা এক চিত্ত, এক মন, এক প্রাণ ও একই প্রেমের বন্ধনে পরস্পর সংঘবদ্ধ হয়ে আমার আনন্দ সম্পূর্ণ কর।#রোমীয় 12:16; ফিলি 3; গালা 5:26; রোমীয় 12:10 3স্বার্থসিদ্ধি বা দম্ভপ্রকাশের জন্য তোমরা কিছু করো না। বরং নম্রভাবে অপরকে নিজের চেয়ে শ্রেষ্ঠ বিবেচনা কর, 4তোমরা প্রত্যেকে নিজের নয়, অন্যের স্বার্থের দিকে লক্ষ্য রাখ।#রোমীয় 15:2; ১ করি 10:24-33 5খ্রীষ্ট যীশুর অন্তরের ঐশ্বর্য তোমাদের জীবনেও ফুটে উঠুক।#যোহন 13:15
6তিনি স্বরূপে ঈশ্বর হয়েও
ঈশ্বরের সমকক্ষ হতে চাননি,#যোহন 1:1-2; 17:5
7কিন্তু নিজেকে নিঃস্ব করে দাসের রূপ ধারণ করলেন।
মানব সদৃশ হলেন।#যিশা 42:1:; 53:3; রোমীয় 8:3; ২ করি 8:9; হিব্রু 2:14-17
8মানুষেরর আকারে আবির্ভূত হয়ে তিনি নিজেকে অবনমিত করলেন।
একান্ত বাধ্যতায় মৃত্যু —এমনকি ক্রুশের উপরে মৃত্যুবরণ করলেন।#হিব্রু 2:9; 5:8; 12:2; যোহন 10:17
9সেইজন্যই ঈশ্বর তাঁকে সর্বোচ্চ মহিমায় উন্নীত করলেন এবং
সকল নামের চেয়েও শ্রেষ্ঠ এক অনুপম নামে বিভূষিত করলেন,#প্রেরিত 2:33; ইফি 1:21; হিব্রু 1:3-4
10যেন স্বর্গ, মর্ত্য ও পাতালের সর্বজীবন
‘যীশু’ নামে নতজানু হয়,#যিশা 45:23; যোহন 5:23; প্রকা 5:12-13
11সকল কণ্ঠ যীশু খ্রীষ্টকে ‘প্রভু’ বলে ঘোষণা করে
পিতা ঈশ্বরকে গৌরবান্বিত করে।
12সুতরাং প্রিয় বন্ধুগণ, আমি যখন তোমাদের কাছে ছিলাম, তখন তোমরা যেমন সর্বদা বাধ্য ছিলে, আমরা অবর্তমানেও তেমনি বাধ্য থাকবে। সসম্ভ্রমে কম্পিত হৃদয়ে তোমরা নিজের নিজের পরিত্রাণের জন্য সক্রিয় হও।#গীত 2:11; রোমীয় 10:9; 14:9 13তোমাদের ইচ্ছা ও কর্ম যাতে তাঁর মনোমত হয় তার জন্য ঈশ্বরই তোমাদের অন্তরে প্রেরণা জোগাচ্ছেন।#ফিলি 1:6; ২ করি 3:5; ১ করি 12:6; হিব্রু 13:21
জগতের উজ্জ্বল নক্ষত্র
14বিক্ষুব্ধ হয়ো না। তর্কবিতর্ক করো না। তোমরা নিজেদের কর্তব্য করে যাও।#১ পিতর 4:9 15এই কুটিলতা ও বিভ্রান্তির যুগে তোমরা ঈশ্বরের নির্দোষ, অমায়িক ও নিষ্কলঙ্ক সন্তানরূপে প্রতিপন্ন হও। তোমরাই এই অন্ধকার জগতে উজ্জ্বল নক্ষত্র, তোমরাই জীবনবেদের ধারক।#ফিলি 1:10; ইফি 5:8; প্রেরিত 2:40; দ্বি.বি. 32:5 16তাই প্রভু যীশু খ্রীষ্টের দিনে তোমাদের নিয়ে আমি এই গর্ব করতে পারব যে আমার প্রয়াস, আমার পরিশ্রম ব্যর্থ হয়নি।#১ থিষ 2:19; 3:5; গালা 2:2; ২ করি 1:14; যিশা 49:4
17তোমাদের বিশ্বাসের নৈবেদ্য উৎসর্গের সঙ্গে যদি আমাকে রক্ত-তর্পণ করে আত্মোৎসর্গ করতে হয় তাহলেও আমি আন্দ করব। তোমাদের আনন্দে আমিও আনন্দিত হব।#২ করি 12:15; ২ তিম 4:6 18তোমরাও আনন্দ কর, আমার আনন্দে আনন্দিত হও।#ফিলি 3:1; 4:4
তিমথি ও ইপাফ্রদীত
19আমি আশা করি প্রভু যীশুর কৃপায় তিমথীকে শীঘ্রই তোমাদের কাছে পাঠাতে পারব, তাহলে তার কাছে তোমাদের সংবাদ পেয়ে আমি খুশী হব। 20তার মত সহযোগী আমি আর কাউকে পাইনি, সেও তোমাদের জন্য আন্তরিকভাবে সর্বদা চিন্তা করে।#১ করি 4:17; 16:10 21অন্যান্য সবাই খ্রীষ্ট যীশুর নয়, নিজেদের স্বার্থের কথাই ভাবে।#২ তিম 3:2; 4:10; ১ করি 10:24 22কিন্তু তিমথীকে তো তোমরা জান, আমার সন্তানের মত সেও আমার সঙ্গে সুসমাচার প্রচারের কাজে পরিশ্রম করেছে। 23আমি আশা করছি, আমার পরিস্থিতি কি দাঁড়ায় তা জানতে পারলেই সেই অনুযায়ী তাকে পাঠাতে পারব। 24প্রভুই আমার ভরসা। আমার স্থির বিশ্বাস আমি নিজেও শীঘ্রই তোমাদের কাছে যাব।
25আমার ধর্মভাই, সহকর্মী ও সংগ্রামের সঙ্গী ইপাফ্রদীত, যাঁকে প্রতিনিধির মত তোমরা আমার দেখাশোনা করার জন্য পাঠিয়েছিলে, তাঁকেও তোমাদের কাছে পাঠানো সঙ্গত মনে করছি।#ফিলি 4:18 26কারণ তিনি তোমাদের সকলকে দেখার জন্য কাতর, তাঁর অসুখের কথা তোমরা শুনেছ বলে তিনি ব্যস্ত হয়ে পড়েছেন। 27তিনি সত্যিই অসুখে মরণাপন্ন হয়েছিলেন, কিন্তু ঈশ্বর তাঁর প্রতি সদয় হয়েছেন। শুধু তাঁর প্রতিই নয় আমার প্রতিও তিনি সদয়। দুঃখের উপর আরও দুঃখ আমাকে পেতে হয়নি। 28সেই জন্য আমি আরও আগ্রহের সঙ্গে তাঁকে পাঠাচ্ছি যেন তাঁকে আবার দেখে তোমরা আনন্দ পাও এবং আমারও দুঃখের লাঘব হয়। 29সুতরাং প্রভুর নামে তাঁকে সানন্দে গ্রহণ কর। এই ধরণের লোকেরাই শ্রদ্ধার পাত্র,#১ করি 16:18; ১ থিষ 5:12-13; ১ তিম 5:17 30কারণ খ্রীষ্টের কাজ করতে গিয়ে তিনি মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। আমাকে সাহায্য করার জন্য তিনি নিজের জীবন বিপন্ন করেছিলেন যা তোমরা করতে পারনি।#প্রেরিত 15:26
Currently Selected:
ফিলিপীয় 2: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.