YouVersion Logo
Search Icon

গণনা পুস্তক 29

29
1সপ্তম মাসের প্রথম দিনে পুণ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সেদিন তোমরা বিশেষ কোন কাজ করবে না। সেই দিন তূর্যধ্বনি সহযোগে ঘোষণার দিন। 2সেদিন তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভি নৈবেদ্যের হোমবলির জন্য নিখুঁত একটি বৃষ, একটি মেষ এবং এক বছর বয়সের সাতটি মেষশাবক এবং 3সেই বৃষের সঙ্গে এক এফার তিন দশমাংশ, মেষটির সঙ্গে দুই দশমাংশ 4ও সাতটি মেষশাবকের প্রত্যেকটির সঙ্গে এক দশমাংশ তেলের ময়ান দেওয়া ভোগ নিবেদন করবে। 5তোমাদের প্রায়শ্চিত্তের জন্য প্রায়শ্চিত্ত বলিরূপে একটি ছাগও এই সঙ্গে উৎসর্গ করবে। 6অমাবস্যা তিথির জন্য নির্দিষ্ট হোমবলি ও ভোগ এবং বিধিসম্মত নিত্যনৈমিত্তিক হোমবলি, ভোগ ও পেয় নৈবেদ্য ছাড়াও তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে সৌরভজনক হোম নৈবেদ্যরূপে এগুলি উৎসর্গ করবে।
7সপ্তম মাসের দশ তারিখেও পুণ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। এই দিন তোমরা কৃচছ্রসাধন করবে এবং কোন কাজ করবে না,#লেবীয় 16:29-34 8কিন্তু প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভি নৈবেদ্যের হোমবলিরূপে দুটি বৃষ, একটি মেষ এবং এক বছর বয়সের সাতটি মেষশাবক উৎসর্গ করবে। এগুলি সবই নিখুঁত হওয়া প্রয়োজন। 9এক একটি বৃষের সঙ্গে এক এফার তিন দশমাংশ, মেষটির সঙ্গে দুই দশমাংশ এবং 10সাতটি মেষশাবকের প্রত্যেকটির জন্য এক দশমাংশ তেলের ময়ান দেওয়া ময়দার ভোগ নিবেদন করবে। 11প্রায়শ্চিত্ত বলিরূপে একটি ছাগও এই সঙ্গে উৎসর্গ করবে। প্রায়শ্চিত্তের বলি, নিত্যনৈমিত্তিক হোমবলি, ভোগ ও পেয় নৈবেদ্য ছাড়াও এগুলি উৎসর্গ করতে হবে। 12সপ্তম মাসের পনেরো তারিখে আর একটি পুণ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। এই দিন তোমরা পরিশ্রমের কোন কাজ করবে না এবং সাতদিন প্রভু পরমেশ্বরের সম্মানে উৎসব পালন করবে। 13প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভি নৈবেদ্যের হোমবলিরূপে তেরটি বৃষ, দুটি মেষ, এবং এক বছর বয়সের চৌদ্দটি মেষশাবক উৎসর্গ করবে। এগুলি সবই নিখুঁত হওয়া প্রয়োজন। 14তেরটি বৃষের প্রত্যেকটির সঙ্গে এক এফার তিন দশমাংশ, দুটি মেষের প্রত্যেকটির সঙ্গে দুই দশমাংশ এবং 15চৌদ্দটি মেষশাবকের প্রত্যেকটির সঙ্গে এক দশমাংশ তেলের ময়ান দেওয়া ময়দার ভোগ নিবেদন করবে। 16প্রায়শ্চিত্ত বলিরূপে একটি ছাগও এই সঙ্গে উৎসর্গ করবে। নিত্যনৈমিত্তিক হোমবলি, ভোগ ও পেয় নৈবেদ্য ছাড়াও এগুলি উৎসর্গ করতে হবে।
17দ্বিতীয় দিনে তোমরা নিখুঁত বারোটি বৃষ, দুটি মেষ এবং এক বছর বয়সের চৌদ্দটি মেষশাবক উৎসর্গ করবে। 18-19বৃষ, ও মেষশাবকগুলির সংখ্যানুসারে তাদের সঙ্গে বিধিসম্মত ভোগ ও পেয় নৈবেদ্য উৎসর্গ করবে। নিত্যনৈমিত্তিক হোমবলি, ভোগ ও পেয় নৈবেদ্য ছাড়াও এগুলি উৎসর্গ করতে হবে।
20তৃতীয় দিনে তোমরা নিখুঁত এগারোটি বৃষ, দুটি মেষ এবং এক বছর বয়সের চৌদ্দটি মেষশাবক উৎসর্গ করবে। 21বৃষ, মেষ ও মেষশাবকগুলির সংখ্যানুসারে তাদের সঙ্গে বিধিসম্মত ভোগ, পেয় নৈবেদ্য এবং 22প্রায়শ্চিত্ত বলি স্বরূপ একটি ছাগও এই সঙ্গে উৎসর্গ করবে। নিত্যনৈমিত্তিক হোমবলি ভোগ ও পেয় নৈবেদ্য ছাড়াও এগুলি উৎসর্গ করতে হবে।
23চতুর্থ দিনে তোমরা নিখুঁত দশটি বৃষ দুটি মেষ এবং এক বছর বয়সের চৌদ্দটি মেষশাবক উৎসর্গ করবে। 24বৃষ, মেষ ও মেষশাবগুলির সংখ্যানুসারে তাদের সঙ্গে বিধিসম্মত ভোগ, পেয় নৈবেদ্য, 25এবং প্রায়শ্চিত্ত বলিরূপে একটি ছাগও এই সঙ্গে উৎসর্গ করবে। নিত্যনৈমিত্তিক হোমবলি, ভোগ ও পেয় নৈবেদ্য ছাড়াও এগুলি উৎসর্গ করতে হবে।
26পঞ্চম দিনে তোমরা নিখুঁত নয়টি বৃষ, দুটি মেষ এবং এক বছর বয়সের চৌদ্দটি মেষশাবক উৎসর্গ করবে। 27বৃষ, মেষ, ও মেষশাবকগুলির সংখ্যানুসারে তাদের সঙ্গে বিধিসম্মত ভোগ, পেয় নৈবেদ্য 28এবং প্রায়শ্চিত্ত বলিরূপে একটি ছাগ উৎসর্গ করবে। নিত্যনৈমিত্তিক হোমবলি, ভোগ ও পেয় নৈবেদ্য ছাড়াও এগুলি উৎসর্গ করতে হবে।
29ষষ্ঠ দিনে তোমরা নিখুঁত আটটি বৃষ, দুটি মেষ এবং এক বছর বযসের চৌদ্দটি মেষশাবক উৎসর্গ করবে। 30বৃষ, মেষ ও মেষশাবকগুলির সংখ্যানুসারে তাদের সঙ্গে বিধিসম্মত ভোগ, পেয় নৈবেদ্য, 31এবং প্রায়শ্চিত্ত বলিরূপে একটি ছাগ উৎসর্গ করবে। নিত্যনৈমিত্তিক হোমবলি, ভোগ ও পেয় নৈবেদ্য ছাড়াও এগুলি উৎসর্গ করতে হবে।
32সপ্তম দিনে তোমার নিখুঁত সাতটি বৃষ, দুটি মেষ এবং এক বছর বয়সের চৌদ্দটি মেষশাবক উৎসর্গ করবে। 33বৃষ, মেষ ও মেষশাবকগুলিক সংখ্যানুসারে তাদের সঙ্গে বিধিসম্মত ভোগ, পেয় নৈবেদ্য এবং 34প্রায়শ্চিত্ত বলিরূপে একটি ছাগ উৎসর্গ করবে। নিত্যনৈমিত্তিক হোমবলি, ভোগ ও পেয় নৈবেদ্য ছাড়াও এগুলি উৎসর্গ করতে হবে।
35অষ্টম দিনে উৎসব অনুষ্ঠিত হবে। এই দিনে তোমরা পরিশ্রমের কোন কাজ করবে না, 36কিন্তু প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভি নৈবেদ্যের হোমবলির জন্য নিখুঁত একটি বৃষ, একটি মেষ এবং এক বছর বয়সের সাতটি মেষশাবক উৎসর্গ করবে। 37বৃষ, মেষ এবং মেষশাবকগুলির সংখ্যানুসারে তাদের সঙ্গে বিধিসম্মত ভোগ, পেয় নৈবেদ্য, 38এবং প্রায়শ্চিত্ত বলিরূপে একটি ছাগ উৎসর্গ করবে। নিত্যনৈমিত্তিক হোমবলি, ভোগ ও পেয় নৈবেদ্য ছাড়াও এগুলি উৎসর্গ করতে হবে।
39এই সব নির্দিষ্ট পর্বগুলিতে তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে উল্লিখিত বলি উৎসর্গ করবে। তোমাদের নিয়মিত হোমবলি, ভোগ, পেয় নৈবেদ্য, স্বস্ত্যয়ন বলি, মানত এবং স্বেচ্ছাপ্রদত্ত অর্ঘ্য ছাড়াও এগুলি পৃথক ভাবে উৎসর্গ করতে হবে। 40প্রভু পরমেশ্বরের কাছ থেকে প্রাপ্ত নির্দেশ মোশি যথাযথভাবে ইসরায়েলীদের কাছে বিবৃত করলেন।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for গণনা পুস্তক 29