YouVersion Logo
Search Icon

গণনা পুস্তক 26

26
দ্বিতীয়বার ইসরায়েলীদের লোকগণনা
1মহামারীর পরে প্রভু পরমেশ্বর মোশি ও হারোণের পুত্র পুরোহিত ইলিয়াসরকে বললেন,#গণনা 1:1-46 2তোমরা ইসরায়েলী জনমণ্ডলীর প্রত্যেক গোষ্ঠীর কুড়ি বছর এবং তার চেয়ে বেশী বয়সের সামরিক যোগ্যতা সম্পন্ন লোকদের সংখ্যা গণনা কর। 3-4মোশি ও পুরোহিত ইলিয়াসর মোয়াবের উপত্যকায় যিরিহোর কাছাকাছি জর্ডনের তীরে ইসরায়েলীদের সমবেত করে বললেন, কুড়ি বছর এবং তার চেয়ে বেশী বয়সের লোকদের সংখ্যা গণনা কর। প্রভু পরমেশ্বর মোশিকে এই নির্দেশ দিয়েছিলেন। মিশর থেকে যে ইসরায়েলীরা বেরিয়ে এসেছিল তাদের তালিকা:
5ইসরায়েলের জ্যেষ্ঠ সন্তান রূবেণের বংশধরগণ: হনোকের পরিবারভুক্ত হনোক গোষ্ঠীর পল্লুর পরিবারভুক্ত পল্লু গোষ্ঠী। 6হিষরোণের পরিবারভুক্ত হিষরোণের গোষ্ঠী। কারমির পরিবারভুক্ত কারমি গোষ্ঠী। 7এরা রূবেণের বংশধর। এদের মধ্যে গণিত লোকের সংখ্যা ছিল তেতাল্লিশ হাজার সাতশো ত্রিশ জন। 8পল্লুর পুত্র ইলিয়াব। 9ইলিয়াবের পুত্র: নমুয়েল, দাথন ও অবীরাম, মোসি ও হারোণের বিরোধিতা করে যারা কোরহের দলে যোগ দিয়েছিল এবং প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, এরা ছিল তাদের নেতা।
10সেই সময় পৃথিবী দ্বিধা বিভক্ত হয়ে এদের ও কোরহকে গ্রাস করেছিল, তার ফলে এই দলের লোকজন মারা গিয়েছিল, এদের সঙ্গে আরও দুশো পঞ্চাশ জন মরেছিল আগুনে পুড়ে। এরা সকলেই হয়েছিল নিদর্শন স্বরূপ। 11কোরহের সন্তানরা কিন্তু তখন মরে নি।
12শিমিয়োনের পুত্রগণ ও তাদের পরিবার: নমুয়েলের পরিবারভুক্ত নমুয়েল গোষ্ঠী, যামীনের পরিবারভুক্ত যামীন গোষ্ঠী, যাখীনের পরিবারভুক্ত যাখীন গোষ্ঠী, 13সেরাহ-র পরিবারভুক্ত সেরাহ গোষ্ঠী, শৌল-এর পরিবারভুক্ত শৌল গোষ্ঠী— 14এরা সকলেই শিমিয়োনের বংশধর। এদের গণিত লোকের সংখ্যা ছিল বাইশ হাজার দুশো।
15গাদের পুত্রগণ ও তাদের পরিবার: সিফোনের পরিবারভুক্ত সিফোন গোষ্ঠী, 16হাগ্গির পরিবারভুক্ত হাগ্গি গোষ্ঠী, শূনির পরিবারভুক্ত শূনি গোষ্ঠী, অজনির পরিবারভুক্ত অজনি গোষ্ঠী। 17এরি-র পরিবারভুক্ত এরি গোষ্ঠী, আরোদ-এর পরিবারভুক্ত আরোদ গোষ্ঠী, আরেলির পরিবারভুক্ত অরেলি গোষ্ঠী। 18এরা সকলেই গাদের বংশধর। এদের গণিত লোকের সংখ্যা ছিল চল্লিশ হাজার পাঁচশো।
19যিহূদার পুত্র এর এবং ওনন। এর এবং ওনন কনান দেশে থাকতেই মারা গিয়েছিল। 20যিহূদার সন্তান ও তাদের পরিবার: শেলার পরিবারভুক্ত শেলা গোষ্ঠী। পেরেস্-এর পরিবারভুক্ত পেরেস্ গোষ্ঠী, সেরাহ্-র পরিবারভুক্ত সেরাহ্ গোষ্ঠী। 21পেরেস-এর সন্তানঃ হিষরোণের পরিবারভুক্ত হিষরোণ গোষ্ঠী, হামুয়েল পরিবারভুক্ত হামুল গোষ্ঠী। 22এরা সকলেই যিহূদার বংশধর। এদের গণিত লোকের সংখ্যা ছিল ছিয়াত্তর হাজার পাঁচশো।
23ইষাখরের পুত্রগণও তাদের পরিবার: তোলার পরিবারভুক্ত তোলা গোষ্ঠী, পুয়ার পরিবারভুক্ত পুয়া গোষ্ঠী। 24যাশুব-এর পরিবারভুক্ত যাশুব গোষ্ঠী, শিম্রোণের পরিবারভুক্ত শিম্রোণ গোষ্ঠী। 25এরা সকলেই ইষাখরের বংশধর। এদের গণিত লোকের সংখ্যা ছিল চৌষট্টি হাজার তিনশো।
26সবুলুন-এর পুত্রগণ ও তাদের পরিবার: সেরদ-এর পরিবারভুক্ত সেরদ গোষ্ঠী, এলোনের পরিবারভুক্ত এলোন গোষ্ঠী, যহ্‌লেল-এর পরিবারভুক্ত যহলেল গোষ্ঠী। 27এরা সকলেই সবুলুনের বংশধর, এদের গণিত লোকের সংখ্যা ছিল ষাট হাজার পাঁচশো।
28-29যোষেফের পু্ত্র মনঃশি ও ইফ্রয়িম এবং তাদের পরিবার: মনঃশির সন্তানবৃন্দ মাখিরের পরিবারভুক্ত মাখির গোষ্ঠী। মাখিরের পুত্র গিলিয়দ, গিলিয়দের পরিবারভুক্ত গিলিয়দ গোষ্ঠী। 30গিলিয়দের সন্তানবৃন্দ: ঈয়েষরের পরিবারভুক্ত ঈয়েষর গোষ্ঠী, হেলেক-এর পরিবারভুক্ত হেলেক গোষ্ঠী। 31অস্‌রিয়েল পরিবারভুক্ত অসরিয়েল গোষ্ঠী, শেখেমের পরিবারভুক্ত শেখেম গোষ্ঠী, 32শেমিদার পরিবারভুক্ত শেমিদা গোষ্ঠী, হেফের-এর পরিবারভুক্ত হেফের গোষ্ঠী। 33হেফের-এর পুত্র সলফাদ, তার কোন পুত্র ছিল না, কন্যা ছিল। সলফাদের কন্যাদের নাম মহলা, নোয়া, হগলা, মিলকা ও তিরষা। 34এরা সকলে মনঃশির বংশধর। এদের গণিত লোকের সংখ্যা ছিল বাহান্ন হাজার সাতশো। 35ইফ্রয়িমের সন্তানগণ ও তাদের পরিবার: শূথলাহ্‌-র পরিবারভুক্ত শূথলাহ গোষ্ঠী। বেখের-এর পরিবারভুক্ত বেখের গোষ্ঠী, তহনের পরিবারভুক্ত তহন্‌ গোষ্ঠী। 36শূথলাহর সন্তানঃ 37এরণের পরিবারভুক্ত এরণ গোষ্ঠী। এরা সকলে ইফ্রয়িমের বংশধর। এদের গণিত লোকের সংখ্যা ছিল বত্রিশ হাজার পাঁচশো। এরা যোষেফ বংশের বিভিন্ন গোষ্ঠী।
38বিন্যামীনের পুত্রগণ ও তাদের পরিবার: বেলার পরিবারভুক্ত বেলা গোষ্ঠী, অসবেল-এর পরিবারভুক্ত অসবেল গোষ্ঠী, অহিরাম-এর পরিবারভুক্ত অহিরাম গোষ্ঠী। 39শূফম-এর পরিবারভুক্ত শূফম গোষ্ঠী, হুফম-এর পরিবারভুক্ত হুফম গোষ্ঠী। 40বেলা-র পুত্র অর্দ ও নামন। অর্দের পরিবারভুক্ত অর্দ গোষ্ঠী, নামানের পরিবারভুক্ত নামান গোষ্ঠী। 41এরা সকলেই বিন্যামীনের বংশধর। এদের গণিত লোকের সংখ্যা ছিল। পঁয়তাল্লিশ হাজার ছয়শো।
42দানের পুত্রগণ ও তাদের পরিবার। শুহাম-এর পরিবারভুক্ত শুহাম গোষ্ঠী। এদের বিভিন্ন গোষ্ঠী দানের বংশধর। 43শুহাম গোষ্ঠীর গণিত সমস্ত লোকের সংখ্যা ছিল চৌষট্টি হাজার চারশো। 44আশের-এর পুত্রগণ ও তাদের পরিবার: যিম্‌নার পরিবারভুক্ত যিম্‌না গোষ্ঠী, যিস্‌বির পরিবারভুক্ত যিস্‌বি গোষ্ঠী, বেরিয়াহর পরিবারভুক্ত বেরিয়াহ গোষ্ঠী। 45বেরিয়াহ্‌র পুত্র হেবর-এর পরিবারভুক্ত হেবর গোষ্ঠী, মালকিয়েলের পরিবারভুক্ত মালকিয়েল গোষ্ঠী। 46আশের-এর কন্যার নাম সেরাহ্। 47আশের বংশের বিভিন্ন গোষ্ঠীর গণিত লোকের সংখ্যা ছিল তিপান্ন হাজার চারশো,
48নফতালির পুত্রগণ ও তাদের পরিবার: যাহ্‌সিয়েলের পরিবারভুক্ত যাহ্‌সিয়েল গোষ্ঠী। গুনির পরিবারভুক্ত গুনি গোষ্ঠী, 49যেৎসর-এর পরিবারভুক্ত যেৎসর গোষ্ঠী, শিল্লেম-এর পরিবারভুক্ত শিল্লেম গোষ্ঠী। 50এরা নফতালি বংশের বিভিন্ন গোষ্ঠী, এদের গণিত লোকদের সংখ্যা ছিল পঁয়তাল্লিশ হাজার চারশো।
51ইসরায়েলীদের মধ্যে গণনাভুক্ত এই সমস্ত লোকের সংখ্যা মোট ছয়লক্ষ এক হাজার সাতশো ত্রিশ।
52পরে প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,#গণনা 34:13; যিহো 14:1-2 53লোক সংখ্যা অনুপাতে এদের মধ্যে দেশ ভাগবন্টন করে দিতে হবে। 54যে গোষ্ঠীর লোকসংখ্যা বেশী সেই গোষ্ঠীকে বেশি এবং যার লোকসংখ্যা কম তাকে কম সম্পত্তি দিতে হবে। গণনাভুক্ত লোকসংখ্যার অনুপাতে সম্পত্তি বন্টন করা হবে। 55পাশার দান ফেলে দেশ বন্টন করতে হবে এবং পিতৃপুরুষের নামে তাদের সম্পত্তির অধিকার দেওয়া হবে। 56সম্পত্তির পরমাণ বেশী কি কম যাই হোক না কেন পাশার দান ফেলে তা নির্ধারণ করতে হবে।
57লেবি-বংশের বিভিন্ন গোষ্ঠীর এই সমস্ত লোক গণনাভুক্ত হয়েছিল: গেরশোনের পরিবারভুক্ত গেরশোন গোষ্ঠী, কোহাৎ-এর পরিবারভুক্ত কহাৎ গোষ্ঠী, মরারির পরিবারভুক্ত মরারি গোষ্ঠী। 58লেবি বংশের এই সব গোষ্ঠী যথা- লিবনি গোষ্ঠী, হিব্রোণ গোষ্ঠী, মহাল গোষ্ঠী, মূশীয় গোষ্ঠী ও কোরাহ্ গোষ্ঠী। 59কোহাৎ-এর পুত্র অম্রম। অম্রমের স্ত্রীর নাম যোকেবদ, ইনি ছিলেন লেবির কন্যা। লেবির বংশে মিশরে এঁর জন্ম হয়। এঁর গর্ভে অম্রামের সন্তান হারোণ, মোশি ও তাঁদের বোন মিরিয়মের জন্ম হয়। 60হারোণের ঔরসে নাদব, আবিহু, ইলিয়াসর ও ইথামর জন্মগ্রহণ করেছিল।#গণনা 3:2 61প্রভু পরমেশ্বর সাক্ষাতে অবৈধ অগ্নি নিবেদন করায় নাদব ও অবিহুর মৃত্যু হয়।#লেবীয় 10:1-2; গণনা 3:4 62লেবি বংশের এক মাস এবং তার চেয়ে বেশী বয়সের পুরুষ সন্তানের সংখ্যা গণনা করা হলে তা হল তেইশ হাজার। ইসরায়েলীদের অধিকৃত সম্পত্তিতে তাদের কোন অংশ না থাকায় ইসরায়েলীদের সঙ্গে তাদের গণনা করা হয়নি।
63মোশি ও পুরোহিত ইলিয়াসর এই লোক গণনা করলেন। তাঁরা মোয়াবের উপত্যকায় যিরিহোর কাছে জর্ডনের তীরে ইসরায়েলীদের সংখ্যা নিরূপণ করলেন। 64মোশি ও পুরোহিত হারোণ যখন সিনাই প্রান্তরে ইসরায়েলীদের গণনা করেছিলেন, তখন যারা তাঁদের তালিকাভুক্ত হয়েছিল তাদের একজনও এই গণনার অন্তর্ভুক্ত হয় নি, 65কারণ প্রভু পরমেশ্বর বলেছিলেন, প্রান্তরেই তাদের মৃত্যু হবে। তাদের মধ্যে যিফুন্নির পুত্র কালেব ও নুনের পুত্র যিহোশূয় ছাড়া একজনও আর অবশিষ্ট ছিল না।#গণনা 14:26-35

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for গণনা পুস্তক 26