গণনা পুস্তক 15
15
নৈবেদ্য প্রস্তুত করার বিধি নির্দেশ
1প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, 2ইসরায়েলীদের তুমি বল, আমি তোমাদের যে দেশ দেব, সেই দেশে প্রবেশ করার পর তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে নৈবেদ্য উৎসর্গ করবে। 3এই নৈবেদ্য তোমাদের কোন মানত পূরণ কিম্বা স্বেচ্ছাপ্রদত্ত নৈবেদ্য, অথবা কোন পর্বের নির্দিষ্ট হোম কিম্বা বলি হতে পারে। 4তোমরা যখন প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভি নৈবেদ্যস্বরূপ নিজেদের পশুপাল থেকে বলি ও হোম উৎসর্গ করবে, তখন যে তা উৎসর্গ করবে সে এর সঙ্গে এক হিনের#15:4 1 হিন= প্রায় 4 লিটার এক সিকি পরিমাণ তেল ও এক এফার#15:4 1 এফা= প্রায় 10 কিলোগ্রাম দশ ভাগের এক ভাগ মিহি ময়দা মিশিয়ে ভক্ষ্যনৈবেদ্য প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করবে। 5এ ছাড়াও তোমরা হোম কিম্বা বলিরূপে উৎসর্গিত প্রত্যেক মেষশাবকের সঙ্গে পানীয় নৈবেদ্যস্বরূপ সিকি হিন পরিমাণ দ্রাক্ষারস নিবেদন করবে। 6অথবা একটি মেষের সঙ্গে এক হিনের তিন ভাগের এক ভাগ পরিমাণ তেলে এক এফার দশ ভাগের দুই ভাগ পরিমাণ মিহি ময়দা মিশিয়ে ভোগ প্রস্তুত করবে 7এবং এর সঙ্গে এক হিনের তিন ভাগের এক ভাগ পরিমাণ দ্রাক্ষারস সৌরভজনক পানীয় নৈবেদ্যরূপে প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করবে।
8যখন তোমরা হোম বা মানতপূরণ কিম্বা স্বস্ত্যয়নের জন্য বৃষ উৎসর্গ করবে, 9তখন ঐ বৃষের সঙ্গে এক হিনের অর্ধেক পরিমাণ তেলে এক এফার দশভাগের তিনভাগ পরিমাণ ময়দা মিশিয়ে ভোগ তৈরী করে নিবেদন করবে। 10প্রভু পরমেশ্বরের উদ্দেশে সৌরভজমক পানীয় নৈবেদ্যরূপে এক হিনের অর্ধেক পরিমাণ দ্রাক্ষারস হোমানলে উৎসর্গ করবে। 11প্রত্যেকটি বৃষ, মেষ, মেষশাবক ও ছাগবৎস এইভাবে উৎসর্গ করতে হবে। 12যতগুলি পশু তোমরা উৎসর্গ করবে তাদের সংখ্যানুসারে প্রত্যেকটির জন্য এই রীতি পালন করবে। 13প্রতিশ্রুত সেই দেশে বসবাসকারী ইসরায়েলীদের সকলকেই প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভি নৈবেদ্য হোমানলে উৎসর্গ করার সময় এই নিয়মানুযায়ী নৈবেদ্য প্রস্তুত করতে হবে।
14তোমাদের মধ্যে কোন বিদেশী কিংবা স্থায়ীভাবে বসবাসকারী ভিন্নজাতির কোন ব্যক্তি যদি প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভী নৈবেদ্য হোমানলে উৎসর্গ করতে চায়, তা হলে তারা যেন তোমাদেরই অনুসৃত বিধি পালন করে। 15ইসরায়েলী সমাজ এবং তোমাদের মধ্যে বসবাসকারী বিদেশী, সকলের জন্যই এক বিধি। তোমরা বংশপরম্পরায় চিরস্থায়ী এই বিধি পালন করবে। প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে তোমরা ও বিদেশীরা, সকলেই সমান। 16তাই তোমাদের এবং তোমাদের মধ্যে বসবাসকারী বিদেশীদের সকলের জন্যই এক বিধান এবং একই অনুশাসন।#লেবীয় 24:22
17প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, 18ইসরায়েলীদের তুমি বল, যে দেশে আমি তোমাদের নিয়ে যাচ্ছি সেই দেশে প্রবেশ করার পর 19তোমরা যখন সে দেশের অন্ন গ্রহণ করবে তখন প্রভু পরমেশ্বরের উদ্দেশে সেই অন্ন নিবেদন করবে। 20তোমরা যে খাদ্য প্রস্তুত করবে তার থেকে একটি পিঠে সর্বপ্রথমে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করবে। তোমাদের খামারের শস্যের অগ্রিমাংশ যে ভাবে তোমরা নিবেদন কর সেই ভাবেই এই অন্ন নিবেদন করবে। 21তোমরা বংশপরম্পরায় নবান্ন ভক্ষণের সময় অন্নের প্রথম ভাগ প্রভু পরমেশ্বরের উদ্দেশে কৃতজ্ঞতা সহকারে নিবেদন করবে।
অজ্ঞানতাবশতঃ অপরাধের দণ্ড
22মোশির মাধ্যমে প্রভু পরমেশ্বর এই যে সব নির্দেশ দিয়েছেন তার কোন একটি যদি তোমরা অজ্ঞানবশতঃ অমান্য কর, 23বংশপরম্পরায় পালনের জন্য মোশির মাধ্যমে প্রভু পরমেশ্বর প্রথম দিন থেকে তোমাদের যে সব নির্দেশ দিয়ে এসেছেন তা যদি তোমরা পালন না কর 24এবং তা যদি মণ্ডলীর অগোচরে ভুলবশতঃ করে থাক, তা হলে সমগ্র মণ্ডলী প্রভু পরমেশ্বরের উদ্দেশে একটি গোবৎস সুরভি নৈবেদ্যরূপে হোমানলে আহুতি দেবে এবং তার সঙ্গে বিধিসম্মত ভক্ষ্য ও পানীয় নৈবেদ্য এবং প্রায়শ্চিত্ত বলিসরূপ একটি ছাগ উৎসর্গ করবে। 25সমগ্র ইসরায়েলী সমাজের পক্ষে পুরোহিত যখন প্রায়শ্চিত্ত করবে,তখন তাদের ক্ষমা করা হবে, কারণ ভুলবশতঃ এই ঘটনা ঘটেছিল এবং অনিচ্ছাকৃত এই অপরাধের জন্য তারা প্রভু পরমেশ্বরের উদ্দেশে তাদের হোম-নৈবেদ্য ও প্রায়শ্চিত্ত বলি উৎসর্গ করেছে। 26সেই জন্য তোমাদের মাঝে বসবাসকারী সমস্ত বিদেশী ও ইসরায়েলী সমাজ ক্ষমা লাভ করবে, কেননা সকলেই এই অপরাধের জন্য দায়ী।
27যদি কোন ব্যক্তি অজ্ঞানবশতঃ পাপ করে তাহলে সে প্রায়শ্চিত্ত বলির জন্য এক বছর বয়সের একটি ছাগী আনবে এবং#লেবীয় 4:27-31 28পুরোহিত সেই ব্যক্তির ভুলক্রমে অনুষ্ঠিত পাপের জন্য প্রভু পরমেশ্বরের সাক্ষাতে প্রায়শ্চিত্ত করবে, তাহলে সে ক্ষমা লাভ করবে। 29তোমাদের স্বজাতীয় ইসরায়েলী হোক বা প্রবাসী বিদেশী হোক, অজ্ঞতাবশতঃ যারা পাপ করবে তাদের সকলের জন্যই এক বিধান।
30কিন্তু যে ব্যক্তি স্পর্ধাভাবে পাপাচরণ করবে, প্রভু পরমেশ্বরের অবমাননা করবে, সে স্বজাতীয় হোক বা বিদেশীই হোক, জনতার মধ্য থেকে তাকে উচ্ছেদ করতে হবে। 31কারণ সে প্রভু পরমেশ্বরের বাক্যের অবমাননা করেছে এবং তাঁর নির্দেশ অমান্য করেছে। সেই ব্যক্তিকে সম্পূর্ণরূপে উচ্ছেদ করতে হবে। তার অপরাধের দণ্ড তার উপরেই বর্তাবে।
বিশ্রামবার লঙ্ঘনকারীর দণ্ড
32ইসরায়েলীরা প্রান্তর থাকাকালে এক ব্যক্তিকে বিশ্রামবারে জ্বালানী কাঠ সংগ্রহ করতে দেখা গেল। 33যারা তাকে কাঠ কুড়াতে দেখেছিল তারা তাকে ধরে মোশি ও হারোণের তথা সমগ্র জনমণ্ডলীর কাছে নিয়ে এল। 34তাকে তখন আটক করে রাখা হল কারণ তার সম্পর্কে কর্তব্য কি হবে কারও জানা ছিল না। 35পরে প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, এই ব্যক্তির অবশ্যই প্রাণদণ্ড হবে। সমগ্র জনমণ্ডলী তাকে ছাউনির বাইরে নিয়ে গিয়ে প্রস্তরাঘাতে হত্যা করবে। 36প্রভু পরমেশ্বর মোশিকে যেমন নির্দেশ দিয়েছিলেন সেই মতই সমগ্র জনমণ্ডলী তাকে ছাউনির বাইরে নিয়ে গিয়ে প্রস্তরাঘাতে হত্যা করল।
ঈশ্বরের নির্দেশের প্রতীক
37প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, 38তুমি ইসরায়েলীদের বল, তারা যেন বংশপরম্পরায় তাদের পোষাকের কোণে সুতোর গোছা ঝুলিয়ে রাখে। নীল সুতো দিয়ে তারা যেন এই সুতোর গোছাগুলি বেঁধে দেয়।#দ্বি.বি. 22:12 39এই গোছাগুলি দেখে প্রভু পরমেশ্বরের সমস্ত নির্দেশ তোমাদের মনে পড়বে এবং তোমরা তা পালন করবে, নিজেদের কামনা-বাসনার বশবর্তী হয়ে বিপথগামী হবে না। 40এই প্রতীক দেখে তোমরা আমার সমুদয় নির্দেশ স্মরণ করবে, পালন করবে এবং তোমাদের আরাধ্য ঈশ্বরের উদ্দেশে নিজেদের পবিত্র ও পৃথক করবে।
41আমি প্রভু পরমেশ্বর, তোমাদের আরাধ্য ঈশ্বর। তোমাদের ঈশ্বর হওয়ার জন্যই আমি তোমাদের মিশর থেকে উদ্ধার করে এনেছি- আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর।
Currently Selected:
গণনা পুস্তক 15: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.