মার্ক 7
7
পূর্বপুরুষদের প্রথা
(মথি 15:1-9)
1জেরুশালেম থেকে একদল ফরিশী এবং কয়েকজন শাস্ত্রী যীশুর কাছে এসেছিলেন।#মথি 15:1-20 2তাঁরা লক্ষ্য করলেন যীশুর কয়েকজন শিষ্য অশুচি হাতে অর্থাৎ হাত না ধুয়ে খাচ্ছেন।#লুক 11:38 3(ফরিশীরা তথা সমগ্র ইহুদী জাতি তাঁদের পূর্বপুরুষদের প্রথা অনুযায়ী হাতের কুনুই পর্যন্ত না ধুয়এ খায় না। 4বাজার থেকে আসার পর স্নান না করে তারা খায় না। এছাড়অ আরও অনেক প্রথা আছে যেগুলি তারা পালন করে থাকে, যেমন ঘটি, বাটি, তামার গামলা, খাট বিছানা ইত্যাদি ধোয়া।) 5ফরিশী এবং শাস্ত্রীরা যীশুকে জিজ্ঞেস করলেন, আপনার শিষ্যেরা পূর্বপুরুষেরা প্রথমা মেনে চলে না কেন? কেন ওরা অশুচি হাতে খায়? 6যীশু তাঁদের বললেন, তোমাদের মত ভণ্ডদের উদ্দেশ্য করেই নবী যিশাইয়া এই কথা বলে গেছেনঃ
এই জাতি মুখেই আমার সম্মান করে,কিন্তু আমার কাছ থেকে এদের মনরয়েছে বহুদূরে।#যিশা 29:13
7বৃথাই তারা করে আমার আরাধনা,যে শিক্ষা তারা দেয়তা মানুষেরই গড়া বিধান।
8ঈশ্বরের নির্দেশ অবহেলা করে তোমরা মানুষের গড়া প্রথা আঁকড়ে ধরে আছ। 9তিনি তাঁদের বললেন, ঈশ্বরের নির্দেশ অমান্য করে নিজেদের প্রথা বজায় রাখার চমৎকার কায়দা বার করেছ তোমরা! 10মোশি বলেছিলেন, ‘তোমাদের পিতামাতাকে সম্মান কর’ এবং ‘যে পিতা কিম্বা মাতার দুর্নাম করে তার মৃত্যুদণ্ড হবে।’#যাত্রা 20:12; 21:17; দ্বি.বি. 5:16 11কিন্তু তোমরা বল, যদি কেউ তার পিতামাতাকে বলে, আমার কাছ থেকে যা কিছু তোমাদের প্রাপ্য তা সবই ‘কোরবান’ অর্থাৎ ঈশ্বরকে নিবেদিত। 12তাহলে তোমরা আর তাকে তার পিতামাতার জন্য কিছু করতে দাও না। 13এইভাবে তোমরা নিজেদের প্রথা বজায় রাখতে গিয়ে ঈশ্বরের আদেশ তুচ্ছ কর। এরকম আরও অনেক কিছুই তোমরা করে থাক।
মানুষকে যা অশুচি করে
14যীশু জনতাকে ডেকে আবার বললেন, তোমরা সকলে আমার কথা শোন এবং বোঝার চেষ্টা কর। 15বাইরে থেকে কোন কিছু ভিতরে গিয়ে মানুষকে অশুচি করতে পারে না, কিন্তু মানুষের ভিতর থেকে যা কিছু বেরিয়ে আসে তাই-ই তাকে অশুচি করে।#প্রেরিত 10:14-15 16শোনার#7:16 কোনো কোনো পাণ্ডুলিপিতে এই পদ পাওয়া যায় না। মত মন ও কান যার আছে, সে শুনুক।
17জনতার কাছ থেকে যীশু যখন বাড়ির রভিতরে গেলেন, শিষ্যেরা তাঁকে এই উপমাটির সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। 18যীশু তাঁদের বললেন, তোমরাও ওদেরই মত নির্বোধ? তোমরা কি বোঝ না যে বাইরে থেকে মানুষের দেহের মধ্যে যা কিছু যায়, তা তাকে অশুচি করতে পারে না 19কারণ সেটা তার মনের ভিতরে যায় না, যায় উদরে। তারপর সেটা দেহ থেকে বেরিয়ে যায়। এই কথা দিয়ে তিনি ঘোষণা করলেন যে, সব খাদ্যই শুচি। 20যীশু বললেন, মানুষের মধ্যে থেকে যা কিছু বেরিয়ে আসে, তাই-ই তাকে অশুচি করে। 21কারণ এ সব আসে একেবারে মানুষের অন্তর থেকে। কুচিন্তা, লাম্পট্য, চুরি, নরহত্যা, ব্যভিচার, 22লোভ, নষ্টামি, প্রবঞ্চনা, অনাচার, শত্রুতা, কুৎসা, অহঙ্কার ও মূর্খতা — 23এ সমস্ত মন্দ বিষয় অন্তর থেকেই আসে এবং মানুষকে অশুচি করে।
একটি নারীর বিশ্বাস
(মথি 15:21-28)
24সেখান থেকে যীশু চলে গেলেন টায়অর অঞ্চলে। সেখানে একজনের বাড়িতে গেলেন তিনি এবং সেকথা কাউকে জানাতে চাইলেন না। কিন্তু তা গোপন রইল না।#মথি 15:21-28 25খবর পেয়ে একটি নারী এসে তাঁর চরণে লুটিয়ে পড়ল। তার মেয়ের উপর অশুচি আত্মা ভর করেছিল। 26সেই নারী ছিল জাতিতে গ্রীক, সিরিয়া দেশে বসবাসকারী একজন ফিনিসীয়। সে যীশুর কাছে এসে অনুরোধ করল যেন তিনি তার মেয়েটিকে অপদেবতার হাত থেকে উদ্ধার করেন।#যোহন 12:20 27যীশু তাকে বললেন, আগে ছেলেমেয়েরা খেয়ে তৃপ্ত হোক কারণ ছেলেমেয়েদের খাবার কুকুরকে দেওয়অ যায় না। 28সে উত্তর দিল, হ্যাঁ প্রভু ঠিক কথা। কিন্তু ছেলেমেয়েদের পাত থেকে যা টেবিলের তলায় পড়ে, তা তো কুকুরেরা খেতে পায়। 29যীশু তাকে বললেন, ঠিক কথাই বলেছ তুমি। যাও, দেখ গিয়ে অপদেবতা তোমার মেয়েকে ছেড়ে চলে গেছে। 30সে বাড়ি ফিরে গিয়ে দেখল তার মেয়ে বিছানায় শুয়ে আছে এবং অপদেবতা তাকে ছেড়ে চলে গেছে।
এক মূক ও বধিরের সুস্থতা লাভ
31তারপর যীশু টায়ার থেকে ফিরে এলেন এবং সীদোন হয়ে ডেকাপলিস অঞ্চলের মধ্যে দিয়ে গালীল সাগরের কাছে গেলেন।#মথি 15:29-31 32সেখানে লোকেরা একটা কালা আর তোৎলা লোককে তাঁর কাছে নিয়ে এল এবং তাঁকে অনুরোধ জানাল যেন তিনি তাকে স্পর্শ করেন।#মার্ক 5:23 33যীশু তাকে ভিড়ের ভিতরের থেকে একান্তে এনে তার কানের মধ্যে আঙ্গুল দিলেন এবং জিভে থুতু লাগিয়ে দিলেন।#মার্ক 8:23 34তারপর আকাশের দিকে চেয়ে তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, “এফ্ফাথা, “ অর্থাৎ খুলে যাক।#মার্ক 6:41; যোহন 11:41 35সেই মুহূর্তেই লোকটি কানে শুনতে পেল, তার জিভের জড়তা ঘুচে গেল, সে স্পষ্টভাবে কথা বলতে লাগল। 36যীশু একথা কাউকে বলতে তাদের নিষেধ করে দিলেন, কিন্তু যতই নিষেধ করুন না কেন তারা একথা চারিদিকে বলে বেড়াতে লাগল।#মার্ক 1:43-45 37তারা দারুণ অবাক হয়ে গেল, বলতে লাগল, তিনি যা কিছু করছেন সবই ভাল, এমন কি কালাকে শোনার ক্ষমতা দিচ্ছেন, বোবাকেও কথা বলার শক্তি দিচ্ছেন।#যিশা 35:5
Currently Selected:
মার্ক 7: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.