মথি 22
22
বিবাহ উৎসবের উপাখ্যান
(লুক 14:15-24)
1যীশু আবার একটি উপাখ্যানের মাধ্যমে জনতাকে বলতে লাগলেন, স্বর্গরাজ্যের তুলনা এ ভাবে করা যায়: 2একজন রাজা তাঁর পুত্রের বিবাহের আয়োজন করেছিলেন।#লুক 14:16-24 3উৎসবে নিমন্ত্রিত ব্যক্তিদের ডেকে আনার জন্য তিনি তাঁর কর্মচারীদের পাঠিয়ে দিলেন, কিন্তু তারা কেউই আসতে চাইল না। 4তিনি আবার অন্য একদল কর্মচারী পাঠিয়ে তাদের বললেন, তোমরা নিমন্ত্রিতদের গিয়ে বল, দেখুন, ভোজ প্রস্তুত। বৃষ ও অন্যান্য হৃষ্টপুষ্ট পশু সব মারা হয়েছে। সব কিছুই তৈরী। আপনারা এবার এসে ভোজে যোগ দিন। 5কিন্তু এই আহ্বানকে উপেক্ষা করে তারা কেউ বা মাঠের কাজে, কেউ বা ব্যবসার কাজে চলে গেল। 6বাকী সকলে রাজার কর্মচারীদের ধরে অপমান করল এবং হত্যা করল। 7এ কথা শুনে রাজা ক্রুদ্ধ হলেন এবং তাঁর সৈন্যদল পাঠিয়ে হত্যাকারীদের বধ করে তাদের নগর জ্বালিয়ে দিলেন।#মথি 21:41। 8তারপর তিনি তাঁর কর্মচারীদের বললেন, ‘বিবাহ-ভোজ প্রস্তুত, কিন্তু যাদের আমি নিমন্ত্রণ করেছিলাম তারা অযোগ্য।#প্রেরিত 13:46 9এখন তোমরা রাজপথের মোড়ে মোড়ে গিয়ে যত লোককে দেখতে পাও তাদের সকলকে বিবাহ-ভোজে ডেকে নিয়ে এস।’ 10কর্মচারীরা বাইরে রাজপথে গিয়ে ভালমন্দ যত লোকের দেখা পেল সকলকে জড়ো করে নিয়ে এল বিবাহের আসর অতিথির ভিড়ে করে গেল।#মথি 13:47। 11রাজা অতিথিদের আপ্যায়ন করার জন্য এলেন। সেখানে এমন একজনকে তিনি দেখতে পেলেন যার পরণে বিবাহ উৎসবের পোষাক ছিল না। 12তিনি, তাকে বললেন, বন্ধু, বিবাহ উৎসবের পোষাক ছাড়া তুমি কি করে এখানে এলে? সে নিরুত্তর রইল।#মার্ক 11:11-24; লুক 19:45-48; যোহন 2:14-16 13রাজা তখন তাঁর কর্মচারীদের বললেন, এই লোকটার হাত-পা বেঁধে বাইরের অন্ধকারে ফেলে দাও, যেখান থেকে উত্থিত হচ্ছে অনুশোচনা ও আক্ষেপের আর্তস্বর।#মথি 8:12; যিশা 56:7; যির 7:11 14বাস্তবিক, অনেকেই আহূত কিন্তু অল্পই মনোনীত।#মথি 20:16।
কর প্রদান সম্পর্কে বিতর্ক
(মার্ক 12:13-17; লুক 20:20-26)
15ফরিশীরা তখন গিয়ে নিজেদের মধ্যে পরামর্শ করতে লাগলেন, কিভাবে তাঁকে তঁরা কথার ফাঁদে ফেলতে পারেন।#গীত 118:25; যোহন 8:6। #মার্ক 12:13-17; লুক 20:20-26 16তারা হেরোদের দলের লোকদের সঙ্গে নিজেদের শিষ্যদের পাঠিয়ে তাঁকে বললেন, গুরুদেব, আমরা জানি, আপনার মধ্যে কোন ছল নেই, সত্যনিষ্ঠভাবে আপনি ঈশ্বরনির্দিষ্ট পথের বিষয় শিক্ষা দিয়ে থাকেন। লোকে কি ভাবল সে সম্বন্ধে আপনার ভ্রূক্ষেপ নেই, কারণ আপনি মানুষের মুখ চেয়ে কাজ করেন না।#মার্ক 3:6; যোহন 3:2; গীত 8:2 17কাজেই রোমসম্রাটকে কর দেওয়া উচিত কিনা, এ সম্বন্ধে আপনার মত কি আমাদের বলুন। 18যীশু তাঁদের কুমতলব বুঝতে পেরে বললেন, ভণ্ডের দল, আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছ? 19যে মুদ্রায় তোমরা কর দাও তার একটি আমাকে দেখাও। তারা একটি দীনার এনে তাঁর হাতে দিল। 20তিনি তাদের জিজ্ঞাসা করলেন, এর উপরে যে ছবি ও নাম রয়েছে সেটি কার? তারা বলল, রোমসম্রাট সীজারের। 21যীশু তখন তাদের বললেন, তাহলে সীজারের যা প্রাপ্য তা সীজারকে দাও, আর ঈশ্বরের যা প্রাপ্য তা ঈশ্বরকে দাও।#মথি 17:20; রোমীয় 13:7 22এ কথা শুনে তারা হতবাক হয়ে চলে গেল।#মার্ক 12:12
পুনরুত্থান সম্পর্কে বিতর্ক
23সেদিন সদ্দুকী সম্প্রদায়ের কয়েকজন লোক তাঁর কাছে এসেছিল। (এরা বলত পুনরুত্থান বলে কিছু নেই)।#মার্ক 12:18-27; লুক 20:27-38 #প্রেরিত 23:6-8। 24তারা বলল, গুরুদেব, মোশি বলেছেন, ‘কেউ যদি নিঃসন্তান অবস্থায় মারা যায়, তাহলে মৃতের ভাই সেই বিধবাকে বিয়ে করে নিজের ভাইয়এর বংশ রক্ষা করবে’।#দ্বি.বি. 25:5-6 25সাতটি ভাই আমাদের এখানে বাস করত। বড় ভাইটি বিয়ের পর মারা গেল এবং তার কোন সন্তান না থাকায় তার ভাই তার স্ত্রীকে বিয়ে করল। 26অনুরূপ ভাবে দ্বিতীয় তৃতীয় থেকে শুরু করে সপ্তম ভাই পর্যন্ত সকলেই তাই করল। 27স্ত্রীলোকটি নিজেও শেষে মারা গেল। 28তাহলে পুনরুত্থানে এই সাতজনের মধ্যে সে কার স্ত্রী হবে? কারণ সকলেই তো তাকে বিয়ে করেছিল।
29যীশু তাদের বললেন, তোমরা ভুল করছ, তোমাদের না আছে শাস্ত্রজ্ঞান, না আছে ঈশ্বরের শক্তি সম্বন্ধে কোনো ধারণা। 30মৃতেরা যখন পুনরুত্থিত হয় তখন তারা বিয়ে করে না, কাউকেও আর বিয়ে দেওয়া হয় না, তারা হয় স্বর্গদূতের মত। 31মৃতদের পুনরুত্থান সম্বন্ধে স্বয়ং ঈশ্বর কি বলেছেন তা কি তোমরা পড় নি? 32তিনি বলেছেন, ‘আমি অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর ও যাকোবের ঈশ্বর’। এর অর্থ হল যে তিনি মৃতদের ঈশ্বর নন, তিনি জীবিতদের ঈশ্বর।#মথি 8:11; যাত্রা 3:6 33যীশুর কথা শুনে ও তাঁর শিক্ষায় তারা চমৎকৃত হল।
সর্বোত্তম নীতি
34যীশু সদ্দুকীদের নিরুত্তর করে দিয়েছেন একথা শুনে ফরিশীরা দল বেঁধে তাঁর কাছে এল।#মার্ক 12:28-33; 10:25-28 35তাদের অন্যতম একজন শাস্ত্রী তাঁকে পরীক্ষা করার উদ্দেশ্যে প্রশ্ন করল, 36গুরুদেব, বিধানের শ্রেষ্ঠ আজ্ঞা কোনটি? 37যীশু উত্তর দিলেন, তুমি কায়মনোবাক্যে তোমার ঈশ্বরকে ভালবাসবে-#দ্বি.বি. 6:5 38এটি হল সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম আদেশ। 39আর দ্বিতীয়টিও এরই তুল্য, তুমি তোমার প্রতিবেশীকে আত্মজ্ঞানে ভালবাসবে।#লেবীয় 19:18 40মোশির বিধান ও নবীদের সমস্ত শিক্ষার ভিত্তি হল এ দুটি আদেশ।#রোমীয় 13:10; মথি 7:12
খ্রীষ্ট সম্বন্ধে বিতর্ক
41ফরিশীরা এসে এক জায়গায় জড়ো হলে যীশু তাদের জিজ্ঞাসা করলেন,#মার্ক 12:35-37; লুক 20:41-44 42খ্রীষ্ট সম্বন্ধে তোমাদের কি অভিমত? তিনি কার বংশধর? তারা উত্তর দিল, তিনি দাউদের বংশধর।#যোহন 7:42 43তিনি তাদের বললেন, তাহলে দাউদ কি করে আত্মার আবেশে তাকে প্রভু বলে সম্বোধন করেছেন? তিনি বলেছেন,
44‘প্রভু পরমেশ্বর আমার প্রভুকে বলেন,
যিনি আমার রাজা, তুমি আমার দক্ষিণে বস,
যতক্ষণ না তোমার শত্রুদের আমি তোমার পাদপীঠ করি।’#মথি 26:64; গীত 110:1
45দাউদ যখন তাঁকে প্রভু বলে সম্বোধন করেছেন তখন তিনি কি করে দাউদের বংশধর হতে পারেন? 46এর উত্তরে তারা তাঁকে একটি কথাও বলতে পারল না এবং সেদিন থেকে তাঁকে আর কেউ কোন প্রশ্ন করতেও সাহস করেনি।
Currently Selected:
মথি 22: BENGALCL-BSI
Highlight
Share
Copy
![None](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2F58%2Fhttps%3A%2F%2Fweb-assets.youversion.com%2Fapp-icons%2Fen.png&w=128&q=75)
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.