YouVersion Logo
Search Icon

মথি 16

16
নিদর্শন দেখার দাবী
(মার্ক 8:11-13; লুক 12:54-56)
1ফরিশী ও সদ্দুকী সম্প্রদায়ের লোকেরা এসে যীশুকে পরীক্ষা করার উদ্দেশ্যে কোন একটি দিব্য নিদর্শন দেখাবার অনুরোধ তাঁকে জানালেন।#মার্ক 8:11-21 #মথি 12:38 2তিনি তাদের বললেন, সন্ধ্যেবেলা আকাশ লাল দেখলে তোমরা বল আবহাওয়া ভাল থাকবে,#লুক 12:54-56 3আর ভোরবেলায় আকাশ লাল ও মেঘাচ্ছন্ন দেখলে তোমরা বল, আজ ঝড় উঠবে। আকাশের লক্ষণ তোমরা বুঝতে পার, কিন্তু যুগের লক্ষণ তোমরা চিনতে পার না?#মথি 11:4। 4এই নষ্ট ও ভ্রষ্ট যুগের মানুষ শুধু নিদর্শন দেখতে চায়, কিন্তু নবী যোনার নিদর্শন ছাড়া অন্য কিছুই তাদের দেখানো হবে না। এই বলে তাদের কাছ থেকে তিনি চলে গেলেন।#মথি 12:39-40; যোনা 1:17
ফরিশী ও সদ্দুকীদের শিক্ষা
(মার্ক 8:15-21)
5অপর পারে পৌঁছে শিষ্যেরা দেখলেন তাঁরা রুটি সঙ্গে আনতে ভুলে গিয়েছেন। 6যীশু তাঁদের বললেন, সাবধান, ফরিশী ও সদ্দুকীদের খামির সম্বন্ধে তোমরা সতর্ক থেক।#লুক 12:1।
7শিষ্যরা তখন নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন, আমরা তো সঙ্গে রুটি আনি নি।
8যীশু এ কথা বুঝতে পেরে বললেন, ক্ষীণবিশ্বাসীর দল, তোমাদের রুটি নেই বলে কেন নিজেদের মধ্যে আলোচনা করছ? 9তোমরা কি এখনও বোঝ না, তোমাদের মনেও কি পড়ে না সেই পাঁচ হাজার লোক ও পাঁচখানি রুটির কথা? কয় ঝুড়ি রুটির টুকরো তোমরা সংগ্রহ করেছিলে?#মথি 14:17-21। 10অথবা মনে কি পড়ে না সেই চার হাজার লোক ও সাতখানি রুটির কথা? সেই সময়েই বা কয় ঝুড়ি সংগ্রহ করেছিলে?#মথি 15:34-38 11তোমরা কেন বোঝ না, আমি রুটির সম্বন্ধে তোমাদের সাবধান হতে বলি নি, ফরিশী ও সদ্দুকীদের খামির সম্বন্ধে নয়, কিন্তু ফরিশী ও সদ্দুকীদের শিক্ষা সম্বন্ধে তিনি তাঁদের সতর্ক হয়ে থাকবে। 12তখন তাঁরা বুঝতে পারলেন যে রুটির খামির সম্বন্ধে নয়, কিন্তু ফরিশী ও সদ্দুকীদের শিক্ষা সম্বন্ধে তিনি তাঁদের সতর্ক থাকতে বলেছিলেন।
যীশু সম্পর্কে পিতরের উক্তি
(মার্ক 8:27-30; লুক 9:18-21)
13সামন্তরাজ ফিলিপ নির্মিত নগরী সীজারিয়ার কাছাকাছি এসে যীশু শিষ্যদের জিজ্ঞাসা করলেন, মানবপুত্র কে, লোকে এ সম্বন্ধে কি বলে?#মার্ক 8:27-30; লুক 9:18-22 14তাঁরা বললেন, কেউ বলে বাপ্তিস্মদাতা যোহন, কেউ কেউ বলেন নবী এলিয়, অন্যেরা বলে নবী যিরমিয় কিম্বা নবীদের একজন।#মথি 14:2; 17:10 15তিনি তাঁদের বললেন, কিন্তু আমি কে, এ সম্বন্ধে তোমরা কি বল?#যোহন 6:69 16শিমোন, পিতর বললেন, আপনি স্বয়ং খ্রীষ্ট, জীবনময় ঈশ্বরের পুত্র। 17যীশু তাঁকে বললেন, যোনার পুত্র শিমোন! ধন্য তুমি, কোন রক্তমাংসের মানুষ নয়, আমার স্বর্গস্থ পিতা স্বয়ং তোমার কাছে এ কথা প্রকাশ করেছেন।#গণনা 1:15-16; ১ করি 2:10 18আর আমি তোমাকে বলছি, তুমি পিতর অর্থাৎ পাথর। এই পাথরের উপরেই আমি আমার মণ্ডলী নির্মাণ করব। পাতালের শক্তি তাকে পরাভূত করতে পারবে না।#যোহন 1:42; ইফি 2:20। 19ঐশরাজ্যের চাবিগুলি আমি তোমাকেই দেব। এই পৃথিবীতে যা কিছু তুমি আবদ্ধ করবে স্বর্গেও তা আবদ্ধ হবে, আর পৃথিবীতে যা কিছু তুমি মুক্ত করবে স্বর্গেও তা মুক্ত হবে।#মথি 18:18; যোহন 20:23 20তারপর যীশু শিষ্যদের বিশেশভাবে নিষেধ করে দিলেন, তিনি যে খ্রীষ্ট, এ কথা যেন তাঁরা কাউকে না বলেন।#মথি 17:9।
নিজ মৃত্যু ও পুনরুত্থান সম্বন্ধে যীশুর ভবিষ্যদ্বাণী
(মার্ক 8:31—9:1; লুক 9:22-27)
21যীশু সেই সময় থেকে তাঁর শিষ্যদের স্পষ্টভাবেই বলতে লাগলেন যে তাঁকে অবশ্যই জেরুশালেমে যেতে হবে। সেখানে প্রাচীনবর্গ প্রধান পুরোহিত ও শাস্ত্রীদের হাতে নানাভাবে নির্যাতন ভোগ করে মৃত্যুবরণ করতে হবে। তৃতীয় দিনে তিনি পুনরুত্থিত হবেন।#মার্ক 8:31; 9:1; লুক 9:22-27 #মথি 12:40; যোহন 2:19 22পিতর তাঁকে একান্ত অনুযোগ করে বলতে লাগলেন, ঈশ্বর না করুন প্রভু, এমন যেন কখনও আপনার না হয়। 23কিন্তু তিনি ঘুরে দাঁড়িয়ে পিতরকে বললেন, আমার সামনে থেকে দূর হও শয়তান। তুমি আমার পথের বাধা স্বরূপ, কারণ ঐশ্বরিক বিষয় তুমি ভাবছ না, মানবিক দৃষ্টিভঙ্গীতেই বিচার করছ।
ক্রুশ বহনের আহ্বান
24যীশু তখন তাঁর শিষ্যদের বললেন, কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে সর্বস্ব প্রত্যাখ্যান করুক এবং নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক।#মথি 10:38-39 25যে নিজের প্রাণ বাঁচাতে চায় সে তা হারাবে, এবং আমার জন্য যদি কেউ প্রাণ বিসর্জন দেয়, তা ফিরে পাবে। 26কেউ যদি সমগ্র জগতের অধিকার লাভ করেও প্রাণ হারায় তবে তার কি লাভ? এমন কি জিনিস আছে যার বিনিময়ে মানুষ তার প্রাণ ফিরে পেতে পারে? 27মানবপুত্র আসবেন তাঁর পিতার মহিমায় মণ্ডিত হয়ে আপন দূতবাহিনীকে সঙ্গে নিয়ে। তখন তিনি প্রতিটি লোককেই তার কর্ম অনুযায়ী উপযুক্ত ফল দেবেন।#মথি 25:31; রোমীয় 2:6; গীত 62:12; হিতো 24:12; যোহন 5:29 28আমি তোমাদের সত্য বলছি, যারা আজ এখানে দাঁড়িয়ে রয়েছে তাদের মধ্যে এমন কয়েকজন আছে যারা মানবপুত্রকে তাঁর রাজ্যে আগমন করতে না দেখা পর্যন্ত মৃত্যুর স্পর্শ লাভ করবে না।#মথি 10:2

Currently Selected:

মথি 16: BENGALCL-BSI

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in