YouVersion Logo
Search Icon

লুক 21

21
শ্রেষ্ঠ দান
(মার্ক 12:41-44)
1যীশু চেয়ে দেখলেন, ধনী লোকেরা মন্দিরের ভাণ্ডারে নিজেদের দান রাখছে।#মার্ক 12:41-44 2একটি গরীব বিধবাকে তিনি দুটি তামার মুদ্রা রাখতে দেখলেন। 3তিনি তাঁর শিষ্যদের বললেন, সত্যিই আমি তোমাদের বলছি এই গরীব বিধবাটি সকলের চেয়ে বেশী দান করল।#২ করি 8:12 4কারণ ওরা সকলে নিজেদের প্রচুর সম্পদ থেকে কিছু অংশ দান করেছে কিন্তু এই নারী অভাব সত্ত্বেও তার যা কিছু সম্বল ছিল তার সবটাই দান করল।
মন্দিরের বিনাশ, ক্লেশ ও নিপীড়নের পূর্বাভাস
(মথি 24:1-2; মার্ক 13:1-2)
5কয়েকজন লোক মন্দির সম্বন্ধে আলোচনা করে বলছিল যে, কত সুন্দর সুন্দর পাথর ও নিবেদিত উপচারে কি সুন্দর করে এই মন্দির সাজানো হয়েছে। যীশু বললেন,#মথি 24:1-21; মার্ক 13:1-19 6এই যে সমস্ত জিনিস তোমরা আজ দেখছ, এমন দিন আসবে যখন এখানে একটি পাথরের উপর আর একটি পাথরও থাকবে না, সবই ভেঙ্গে ফেলা হবে।#লুক 19:44 7তারা জিজ্ঞাসা করল, গুরুদেব, কখন এসব ঘটবে, আর এসব যখন ঘটবে তার পূর্ব লক্ষণ কি? 8তিনি বললেন, সতর্ক থেকো যেন তোমাদের কেউ বিপথে নিয়ে যেতে না পারে। কারণ অনেকে আমার নাম করে আসবে, বলবে ‘আমিই তিনি'! বলবে, ‘নির্দিষ্ট সময় আসন্ন’। কিন্তু তোমরা ওদের অনুসরণ করো না।#লুক 17:23 9যখন তোমরা যুদ্ধ ও বিপ্লবের কথা শুনবে, ভয় পেয়ো না। কারণ প্রথমে এ সমস্ত অবশ্যই ঘটবে কিন্তু তখনই চরম মুহূর্ত নয়।
10তিনি তাদের বলতে লাগলেন, জাতির বিরুদ্ধে জাতি, রাজ্যের বিরুদ্ধে রাজ্য অভিযান করবে।#যিশা 19:2; ২ বংশা 15:6 11প্রচণ্ড ভূমিকম্প হবে, নানা স্থানে দুর্ভিক্ষ ও মহামারী দেখা দেবে। আকাশে ভয়ঙ্কর দৃশ্য ও আনেক মহৎ নিদর্শন দেখা যাবে। 12কিন্তু এই সমস্ত ঘটবার আগেই লোকে তোমাদের গ্রেপ্তার করবে, তোমাদের নির্যাতন করবে, সমাজভবনে নিয়ে যাবে এবং কারাগারে নিক্ষেপ করবে। আমার অনুগামী হওয়ার জন্য তোমাদের রাজা ও শাসনকর্তাদের সামনে উপস্থিত করা হবে।#লুক 12:11; মথি 10:17 13তখনই হবে তোমাদের সাক্ষ্যদানের সুযোগ। 14সুতরাং মন স্থির করে নাও। আত্মসমর্থনের জন্য কি বলবে এ নিয়ে আগে থেকেই তোমরা দুর্ভাবনা করবে না।#মথি 10:19; লুক 12:11-12; প্রেরিত 6:10 15আমি তোমাদের মুখে কথা জোগাব ও জ্ঞানদান করব, যা তোমাদের বিপক্ষ দল প্রতিরোধ বা খণ্ডন করতে পারবে না। 16এমন কি তোমাদের মা-বাবা, ভাই, আত্মীয় বন্ধুজন, তোমাদের শত্রুর হাতে তুলে দেবে, আবার তোমাদের কাউকে কাউকে মেরেও ফেলবে। 17আমার জন্য সকলে তোমাদের ঘৃণা করবে।#মথি 10:21-22; যোহন 15:18 18কিন্তু তোমাদের মাথার একটি চুলও ক্ষতিগ্রস্ত হবে না।#লুক 12:7; ১ শমু 14:45 19এই সব কিছু সহ্য করার মধ্য দিয়েই তোমরা জীবন লাভ করবে।#২ বংশা 15:7; হিব্রু 10:36
জেরুশালেমেরর বিনাশ
(মথি 24:15-21; মার্ক 13:14-19)
20যখন তোমরা দেখবে সৈন্যদল জেরুশালেম নগরী অবরোধ করেছে, তখনই জেনো এর নিঃশেষে ধ্বংসের দিন এগিয়ে এসেছে। 21তখন যারা যিহুদীয়ায় থাকবে, তারা যেন পাহাড় অঞ্চলে পালিয়ে যায়। যারা নগরের ভিতরে থাকবে, তারা যেন বাইরে চলে যায়। যারা নগরের বাইরে থাকবে তারা যেন আর ভিতরে না আসে। 22কারণ সেদিন প্রতিশোধ গ্রহণের দিন, শাস্ত্রের সমস্ত বাক্য পূর্ণ হবার দিন।#দ্বি.বি. 32:35; হোশেয় 9:7; যির 5:29 23আহা! এই সময় গর্ভবতী ও স্তন্যদাত্রী মায়েদের পক্ষে কি দুর্দিন! কারণ পৃথিবীতে তখন ভয়ঙ্কর দুর্দিন ঘনিয়ে আসবে, ঈশ্বরের প্রচণ্ড ক্রোধ নেমে আসবে এই জাতির উপর।#লুক 23:29 24শাণিত তরবারির আঘাতে মৃত্যু হবে তাদের, সমস্ত জাতির মধ্য থেকে তাদের বন্দী করে আনা হবে। অ-ইহুদী জাতিগুলির নির্ধারিত কাল শেষ না হওয়া পর্যন্ত জেরুশালেম তাদের দ্বারা পদদলিত হবে।#দ্বি.বি. 28:64; সখ 12:3; যিশা 63:18; গীত 79:1; রোমীয় 11:25; প্রকা 11:2
মানবপুত্রের আগমন
(মথি 24:29-31; মার্ক 13:24-27)
25সূর্য-চন্দ্র ও নক্ষত্ররাজির মধ্যে নানা চিহ্ন দেখা যাবে। এই পৃথিবীতে সমস্ত জাতি নিদারুণভাবে দুর্দশাগ্রস্ত হবে এবং উত্তাল সমুদ্র তরঙ্গের ভীম গর্জনে বিহ্বল হয়ে পড়বে।#মথি 24:29-30; মার্ক 13:24-26 #গীত 65:7 26ভয়ে এবং আসন্ন বিপদের আশঙ্কায় পৃথিবীর মানুষ মৃতপ্রায় হয়ে পড়বে কারণ অন্তরীক্ষের সমস্ত শক্তি আলোড়িত হবে।#যিশা 34:4 27ঠিক তখনই তারা পরাক্রম ও মহাগৌরবে বিভূষিত মানবপুত্রকে মেঘরথে আসতে দেখবে।#দানি 7:13; মথি 26:64 28এই সমস্ত ঘটনা যখন ঘটতে আরম্ভ করবে, তখন দৃষ্টি ঊর্ধ্বে নিবদ্ধ করো, মাথা তুলে দাঁড়িও কারণ তোমাদের মুক্তি আসন্ন।#ফিলি 4:5; যাকোব 5:8
ডুমুর গাছের উপমা
(মথি 24:32-35; মার্ক 13:28-31)
29যীশু তাদের একটি উপমা দিয়ে বললেন, ডুমুর গাছ ও অন্যান্য সমস্ত গাছ দেখ,#মথি 24:32-35; মার্ক 13:28-31 30যখন তোমরা সেগুলি পল্লবিত হতে দেখ তখন নিজেরাই বুঝতে পার যে গ্রীষ্মকাল এসে পড়েছে। 31ঠিক তেমনি যখন তোমরা দেখবে এই সমস্ত ঘটনা ঘটছে, তখন জেনো ঈশ্বরের রাজ্য আগতপ্রায়। 32তোমাদের আমি সত্যই বলছি, এই যুগ শেষ হওয়ার আগে এই সমস্ত ঘটনা ঘটবে। 33স্বর্গ ও মর্ত্য লোপ পেতে পারে কিন্তু আমার বাক্য লোপ পাবে না।#লুক 16:17
সতর্ক থাকার প্রয়োজনীয়তা
34-35তোমরা সতর্ক থেকো, যেন ভোগলালসা, মত্ততা ও সাংসারিক চিন্তা-ভাবনা তোমাদের মনকে অধিকার করে না বসে, কারণ সেই দিনটি ফাঁদের মত তোমাদের এবং পৃথিবীর সমস্ত অধিবাসীর উপরে হঠাৎ এসে পড়বে।#লুক 17:27-28; মার্ক 4:19; মথি 24:49; যিশা 24:17; ১ থিষ 5:3 36তাই সব সময়ে সতর্ক থেকো এবং প্রার্থনা করো যেন যা কিছু ঘটবে সেই সবের হাত থেকে উদ্ধার পেতে পার এবং মানবপুত্রের সামনে দাঁড়াবার শক্তিলাভ কর।#মার্ক 13:33; প্রকা 6:17 37এইভাবে যীশু প্রতিদিন মন্দিরে শিক্ষা দিতে এবং রাত্রিবেলায় অলিভ পাহাড়ে গিয়ে থাকতেন।#লুক 19:47; 22:39; যোহন 8:1; 18:2 38ভোর বেলা থেকেই তাঁর কথা শুনবার জন্য লোকেরা প্রতিদিন মন্দিরে এসে জন হত।

Currently Selected:

লুক 21: BENGALCL-BSI

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy