YouVersion Logo
Search Icon

লুক 10

10
বাহাত্তর জন শিষ্যকে প্রচার কার্যে নিয়োগ
(মথি 11:20-24)
1এরপর প্রভু যীশু বাহাত্তর জন শিষ্যকে প্রচারের কাজে নিযুক্ত করলেন এবং যে সমস্ত গ্রাম ও নগরে তিনি নিজে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, সেই সমস্ত স্থানে এঁদের দুনজ দুজন করে তাঁর আগে পাঠিয়ে দিলেন।#মথি 10:7-16#মার্ক 6:7 2যাবার সময় তাঁদের বললেন, শস্য প্রচুর, কিন্তু শ্রমিক কম। তাই শস্যের মালিকের কাছে মিনতি কর, যেন তিনি শস্যক্ষেত্রে শ্রমিক পাঠিয়ে দেন।#যোহন 4:35; মথি 9:37-38 3তোমরা চলে যাও। নেকড়ে বাঘের মাঝখানে মেষশাবককে পাঠানো যেমন, তেমনি আমি তোমাদের পাঠাচ্ছি। 4সঙ্গে টাকার থলি, কোন ঝুলি ও পাদুকা নিও না এবং রাস্তায় কাউকে অভিবাদন করো না।#লুক 9:3-5; 22:35; ২ রাজা 4:29 5কোন একটি বাড়িতে ঢুকে প্রথমেই বলবে, ‘এই গৃহের শান্তি হোক’, 6যদি সেখানে কোন শান্তিপ্রিয় ব্যক্তি থাকেন তাহলে তোমাদের শান্তি তাদের উপর বর্তাবে, নতুবা সেই শান্তি তোমাদের কাছেই ফিরে আসবে। 7সেই বাড়িতেই থেকো। আহারাদির যা কিছু ব্যবস্থা তারা করে, তাই-ই গ্রহণ করো। কারণ কর্মী তার পারিশ্রমিকের যোগ্য। এক বাড়ি ছেড়ে অন্য বাড়িতে যেও না।#১ তিম 5:18; ১ করি 9:5-14 8কোন নগরে যাওয়ার পর যদি তারা তোমাদের অভ্যর্থনা করে এবং কোন আহার্য তোমাদের সামনে উপস্থিত করে, তবে সেই খাদ্য গ্রহণ করো।#১ করি 10:27 9সেখানে অসুস্থ লোকদের সুস্থ করবে আর তাদের বলবে, ‘ঈশ্বরের রাজ্য তোমাদের নিকটবর্তী।’ 10কিন্তু কোন নগরে যাওয়ার পর তারা যদি তোমাদের অভ্যর্থনা না করে, তাহলে সেখান থেকে চলে যেও এবং নগরের পথে পথে বলো যে, 11‘তোমাদের নগরের যে ধূলো আমাদের গায়ে লেগেছে, তোমাদের বিরুদ্ধে তাও ঝেড়ে ফেললাম। কিন্তু জেনে রাখ, ঈশ্বরের রাজ্য তোমাদের নিকটবর্তী।#প্রেরিত 18:6 12আমি তোমাদের বলে দিচ্ছি, বিচারের দিনে এই নগরের দশা যা হবে তার তুলনায় বরং সদোমের দশা ভালো ছিল।
অবিশ্বাসী জনপদের প্রতি ধিক্কার
13হায় কোরাসীন! হায় বেথসৈদা! দুর্ভাগ্য তোমাদের! তোমাদের মধ্যে যে অভাবনীয় পরাক্রমের কাজ করা হয়েছে, তা যদি টায়ার ও সীদোনে করা হতো, তাহলে তারা অনেক দিন আগেই চট পরে ভস্ম মেখে অনুতাপ করত।#মথি 11:21-24 14তাই বিচারের দিনে টায়ার ও সীদোনের চেয়ে তোমাদের দুর্দশা আরও বেশি হবে। 15আর কফরনাউম, তুমি নিজেকে স্বর্গের চেয়েও উন্নত করতে চেয়েছিলে, কিন্তু পাতালে নিক্ষিপ্ত হবে তুমি।#যিশা 14:13-15 16যারা তোমাদের কথা শোনে, তারা আমারই কথা শোনে এবং যারা তোমাদের প্রত্যাখ্যান করে, তারা আমাকেই প্রত্যাখ্যান করে, এবং যারা আমাকে প্রত্যাখ্যান করে, তারা আমাকে যিনি পাঠিয়েছেন তাঁকেই প্রত্যাখ্যান করে।#মথি 10:40; যোহন 5:23; 15:23
প্রেরিত শিষ্যদের প্রত্যাবর্তন
17যীশুর প্রেরিত বাহাত্তর#10:17 পাঠান্তর: সত্তর জন। জন শিষ্য মহানন্দে ফিরে এসে বললেন, প্রভু অপদেবতারা পর্যন্ত আপনার নামে আমাদের বশীভূত হয়। 18তখন তিনি তাদের বললেন, আমি শয়তানকে বিদ্যুতের মতো স্বর্গ থেকে পড়তে দেখলাম।#যোহন 12:31; 16:11; প্রকা 12:9 19শোন, সাপ ও বৃশ্চিককে পায়ের তলায় দলিত করার এবং শত্রুর সমস্ত শক্তির ওপর অধিকার ও ক্ষমতা তোমাদের আমি দিচ্ছি। কেউ তোমাদের কোন ক্ষতি করতে পারবে না।#মার্ক 16:18; গীত 91:13 20তবে অপদেবতারা তোমাদের বশীভূত হচ্ছে বলে খুশী হয়ো না, বরং স্বর্গে তোমাদের নাম লেখা হল বলে আনন্দিত হও।#যাত্রা 32:32; প্রকা 3:5; মথি 7:22
প্রভু যীশুর আনন্দ
(মথি 11:25-27; 13:16-17)
21সেই মুহূর্তে প্রভু যীশু পবিত্র আত্মার আনন্দে বিভোর হয়ে বললেন, হে পিতা, স্বর্গ ও মর্ত্যের প্রভু, তোমায় ধন্যবাদ দিই যে তুমি জ্ঞানী ও বুদ্ধিমানদের কাছে এই রহস্যের বিষয় গোপন রেখে শিশুর মত সরল মানুষের কাছে প্রকাশ করেছ। পিতা এই-ই ছিল তোমার মহতী বাসনা।#মথি 11:25-27 22আমার পিতা আমাকে সব কিছু দিয়েছেন, একমাত্র পিতা ছাড়া আর কেউ পুত্রের পরিচয় জানে না। অথবা পিতাকে পুত্র ব্যতীত আর কেউ জানে না। শুধুমাত্র পুত্র যার কাছে প্রকাশ করতে চান সেই জানে।
23তারপর তিনি শিষ্যদের দিকে ফিরে একান্তে তাঁদের বললেন, তোমরা এমন কিছু দেখছ, যা দেখলে নয়ন সার্থক হয়। 24কারণ আমি তোমাদের বলছি, অনেক নবী ও রাজা তা দেখতে চেয়েও দেখতে পাননি। তোমরা যা শুনছ, তা তাঁরাও শুনতে চেয়েছিলেন কিন্তু তাঁদের ইচ্ছা পূর্ণ হয়নি।#১ পিতর 1:10-12
কে আমার প্রতিবেশী
25একজন শাস্ত্রবিদ তাঁকে পরীক্ষা করার জন্য তাঁর কাছে এসে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, শাশ্বত জীবনলাভের জন্য আমাকে কি করতে হবে?#মথি 22:35-40; মার্ক 12:28-34 #লুক 18:18-20 26যীশু তাঁকে জিজ্ঞাসা করলেন, শাস্ত্রে কি লেখা আছে? কি বুঝেছ তুমি? 27তিনি তখন উত্তর দিলেন, তোমার সমস্ত হৃদয়-মনপ্রাণ ও শক্তি দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে ভালবাসবে এবং তোমার প্রতিবেশীকেও নিজের মত ভালবাসবে।#দ্বি.বি. 6:5; লেবীয় 19:18 28যীশু বললেন, ঠিক বলেছ, এই কাজ করলেই তুমি শাশ্বত জীবন লাভ করবে।#লেবীয় 18:5; মথি 19:17 29কিন্তু সেই ব্যক্তি নিজের সততা প্রতিষ্ঠিত করার জন্য যীশুকে জিজ্ঞাসা করলেন, কিন্তু আমার প্রতিবেশী কে? 30এর উত্তরে যীশু বললেন, এক ব্যক্তি জেরুশালেম থেকে যেরিকোতে যাচ্ছিল। পথে সে ডাকাতদের হাতে পড়ল, ডাকাতেরা তার কাপড়-চোপড় কেড়ে নিয়ে তাকে মেরে আধমরা করে ফেলে রেখে চলে গেল। 31ঘটনাক্রমে সেই পথ দিয়ে একজন পুরোহিত যাচ্ছিলেন। তিনি তাকে দেখে পাশ কাটিয়ে চলে গেলেন। 32সেইভাবে একজন লেবীয়ও তাকে দেখে অন্য দিক দিয়ে পাশ কাটিয়ে চলে গেলেন। 33কিন্তু একজন শমরীয় সেই পথ দিয়ে যাবার সময় তাকে দেখতে পেল। দেখে তার মন করুণায় ভরে গেল। 34সে তার কাছে গিয়ে তেল আর সুরা দিয়ে তার ক্ষতগুলি বেঁধে দিল। তারপর তার নিজের বাহনের ওপরে তাকে চড়িয়ে একটি সরাইখানায় নিয়ে গিয়ে তার সেবা-শুশ্রূষা করতে লাগল। 35তার পরদিন সকালে সে সরাইখানার মালিককে দুটি দীনার দিয়ে বলল, এই লোকটির সেবা যত্ন করো। বাড়তি যা খরচ হবে আমি ফিরে এসে তোমায় শোধ করে দেব।’ 36এই তিনজনের মধ্যে কোন জন ডাকাতের হাতে পড়া লোকটির প্রতিবেশী? তোমার কি মনে হয়?” 37সে বলল, যে তার ওপর দয়া করল সে-ই। যীশু বললেন, যাও তুমিও তাই কর।
মার্থা ও মরিয়ম
38যীশু তাঁর শিষ্যদের নিয়ে যেতে যেতে একটি গ্রামের মধ্যে ঢুকলেন। তখন মার্থা নামে একটি তরুণী তাঁকে নিজের বাড়িতে অভ্যর্থনা করে নিয়ে গেল।#যোহন 11:1; 12:2-3 39তাঁর একটি বোন ছিল, তার নাম মরিয়ম। সে প্রভুর পায়ের কাছে বসে তাঁর কথা শুনছিল। 40এদিকে মার্থা যীশুর পরিচর্যাত অতিমাত্রায় ব্যস্ত হয়ে পড়ল। সে যীশুর কাছে এসে বলল, প্রভু, আমার বোন আমার একার উপর সব কাজের ভার ছেড়ে দিয়েছে, আপনি কি তা দেখছেন না? ওকে বলুন আমাকে একটু সাহায্য করতে। 41কিন্তু প্রবু তাকে বললেন, মার্থা, মার্থা, তুমি অনেক ব্যাপারে উদ্বিগ্ন ও ব্যতিব্যস্ত হয়ে পড়েছ। 42কিন্তু একটি বিষয়ই সবচেয়ে দরকারী। মরিয়ম সেই অত্যন্ত প্রয়োজনীয় বিষয়টিই বেছে নিয়েছে যা কখনও তার কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না।#মথি 6:33

Currently Selected:

লুক 10: BENGALCL-BSI

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in