YouVersion Logo
Search Icon

লেবীয় পুস্তক 20

20
অবাধ্যতার দণ্ড
1প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, 2তুমি ইসরায়েলীদের বল, ইসরায়েল জাতির কোন লোক বা তাদের মধ্যে প্রবাসী ভিন্ন জাতির কোন লোক যদি তার কোন সন্তানকে মোলেক দেবতার উদ্দেশে উৎসর্গ করে, তাহলে অবশ্যই তার প্রাণদণ্ড হবে। দেশবাসীরা তাকে পাথর মেরে হত্যা করবে। 3আর আমিও সেই ব্যক্তির প্রতি বিমুখ হয়ে তার স্বজাতীয়দের মধ্য থেকে তাকে উচ্ছেদ করব, কারণ মোলেক দেবতার উদ্দেশে সে তার সন্তান উৎসর্গ করে আমার পীঠস্থান অশুচি করেছে এবং আমার পবিত্র নাম কলঙ্কিত করেছে। 4সেই ব্যক্তি যখন তার কোন বংশধরকে মোলেক দেবতার উদ্দেশে উৎসর্গ করে, তখন যদি দেশের লোকেরা তার অপকর্ম দেখেও না দেখে এবং তার প্রাণদণ্ডের ব্যবস্থা না করে, 5তাহলে আমি সেই ব্যক্তি ও তার বংশের প্রতি বিমুখ হব এবং সেই ব্যক্তি ও তার অনুগামী যারা মোলেক দেবতার উপাসনা করে স্বেচ্ছাচারী হয়েছে, তাদের সকলকে তাদের স্বজাতীয়দের মধ্য থেকে উচ্ছেদ করব।
6আর যদি কেউ ভূতের ওঝা বা গুণিনদের অনুগামী হয়ে স্বেচ্ছাচারে লিপ্ত হয়, তাহলে আমি তার প্রতি বিমুখ হয়ে তার স্বজাতীয়দের মধ্য থেকে তাকে উচ্ছেদ করব। 7তোমরা নিজেদের শুচিতা রক্ষা কর এবং পবিত্র হও, কারণ আমি প্রভু পরমেশ্বর, তোমাদের আরাধ্য ঈশ্বর। 8তোমরা আমার অনুশাসন পালন কর, আমি প্রভু পরমেশ্বর, আমিই তোমাদের পবিত্র করি। 9যে তার পিতা বা মাতাকে শাপ দেবে, তার অবশ্যই প্রাণদণ্ড হবে। পিতামাতাকে শাপ দেওয়ার জন্য তার রক্তপাতের দায় তার নিজের উপরেই বর্তাবে।#যাত্রা 21:17; মথি 15:4 10পরস্ত্রীর সঙ্গে ব্যভিচারে কেউ লিপ্ত হলে, সেই ব্যভিচারী ব্যক্তি ও ব্যভিচারিণী নারী উভয়েরই অবশ্য প্রাণদণ্ড হবে।#যাত্রা 20:14; লেবীয় 18:20; দ্বি.বি. 5:8 11যে ব্যক্তি তার বিমাতার সঙ্গে অবৈধ সংসর্গ করে তার পিতাকে কলঙ্কগ্রস্ত করবে, তার এবং সেই নারীর অবশ্যই প্রাণদণ্ড হবে। তাদের রক্তপাতের দায় তাদের উপরই বর্তাবে।#লেবীয় 18:8; দ্বি.বি. 22:30; 27:20 12যদি কেউ তার পুত্রবধূর সঙ্গে শয়ন করে, তাহলে তাদের দুজনেরই অবশ্যই প্রাণদণ্ড হবে কারণ তারা বিকৃত আচরণ করেছে। তাদের রক্তপাতের দায় তাদের উপরই বর্তাবে।#লেবীয় 18:15 13যদি কোন পুরুষ অপর কোন পুরুষের সঙ্গে সমকামিতায় লিপ্ত হয়, তাহলে তারা দুজনেই জঘন্য কাজ করবে। এদের অবশ্যই প্রাণদণ্ড হবে এবং তাদের রক্তপাতের দায় তাদের নিজেদের উপরেই বর্তাবে।#লেবীয় 18:22
14যদি কোন ব্যক্তি কোন নারী এবং তার কন্যা, উভয়কেই স্ত্রীরূপে গ্রহণ করে, তবে তা হবে গর্হিত কর্ম। সেই ব্যক্তি এবং ঐ দুই নারী- সকলকেই আগুনে পুড়িয়ে মারতে হবে যেন এই ধরণের দুষ্কর্ম তোমাদের মধ্যে আর অনুষ্ঠিত না হয়।#লেবীয় 18:17; দ্বি.বি. 27:23
15কেউ যদি কোন পশুর সঙ্গে সঙ্গম করে, তাহলে তার অবশ্যই প্রাণদণ্ড হবে এবং সেই পশুকেও তোমরা বধ করবে।#যাত্রা 22:19; লেবীয় 18:23; দ্বি.বি. 27:21 16কোন নারী যদি কোন পশু সঙ্গে অস্বাভাবিক সংসর্গ করে তাহলে তোমরা সেই নারী ও পশু- উভয়কেই বধ করবে। তাদের অবশ্যই প্রাণদণ্ড হবে এবং তাদের রক্তপাতের দায় তাদের নিজেদের উপরই বর্তাবে।
17যদি কেউ তার ভগিনীকে- তার বৈমাত্রেয় কিংবা সহোদরাকে স্ত্রীরূপে গ্রহণ করে এবং উভয়ে উভয়ের নগ্নতা দেখে থাকে, তবে তা হবে লজ্জাকর কর্ম। স্বজাতীয়দের সাক্ষাতে তাদের উচ্ছেদ সাধন করতে হবে। নিজের ভগিনীর নগ্নতা দর্শন করার জন্য সে অপরাধী হবে।#লেবীয় 18:9; দ্বি.বি. 27:22 18যদি কেউ ঋতুমতী নারীর সঙ্গে সঙ্গম করে এবং তার নগ্নতা প্রকাশ করে তাহলে সেই পুরুষ ঐ নারীর রক্তস্রাব দর্শন করার জন্য এবং সেই নারী তার রক্তস্রাবের উৎস অনাবৃত করার জন্য, উভয়েই স্বজাতীয়দের মধ্য থেকে উচ্ছিন্ন হবে।#লেবীয় 18:19 19তোমরা নিজের পিসীমা বা মাসীমার সঙ্গে অবৈধ সংসর্গ করবে না কারণ তা নিকট আত্মীয়ের সঙ্গে সংসর্গের তুল্য। যদি কেউ তা করে তাহলে তারা উভয়েই নিজ অপরাধের দায় বহন করবে।#লেবীয় 18:12-14 20যদি কেউ তার পিতৃব্যের স্ত্রীর সঙ্গে অবৈধ সংসর্গ করে তাহলে সে তার পিতৃব্যকে লজ্জিত করবে। তারা উভয়েই নিজ নিজ দুষ্কর্মের জন্য দায়ী হবে। নিঃসন্তান অবস্থায় তাদের মৃত্যু হবে। 21যদি কেউ আপন ভ্রাতার পত্নীকে গ্রহণ করে, তবে সে অশুচি কর্ম করবে। তার ভ্রাতাকে এ ভাবে লজ্জিত করার জন্য সে এবং ঐ নারী- উভয়েরই নিঃসন্তান অবস্থায় মৃত্যু হবে।#লেবীয় 18:16
22তোমরা আমার সমস্ত বিধি ও অনুশাসন পালন করবে, তাহলে যে দেশে বসতির জন্য তোমাদের আমি নিয়ে চলেছি, সেই দেশে তোমাদের উদ্বমন করবে না। 23তোমাদের সম্মুখ থেকে যে সব জাতিকে আমি বিতাড়িত করছি, তাদের কোন আচরণ বা প্রথা তোমরা অনুকরণ করবে না, কারণ তারা ঐ সব কুকর্মে লিপ্ত ছিল বলেই আমি তাদের ঘৃণা করেছি। 24কিন্তু তোমাদের আমি বলেছি, তোমরা সেই দেশের অধিকার লাভ করবে, শস্য শ্যামল প্রাচুর্যময় সেই দেশ তোমাদের ভোগদখলের জন্য আমি দেব। আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর। অন্যান্য জাতির মধ্য থেকে আমি তোমাদের পৃথক করেছি। 25সুতরাং তোমরা শুচি ও অশুচি পশু পক্ষীর পার্থক্য নির্ণয় করবে। আমি যে সব পশু, পাখি, ভূচর সরীসৃপ ও কীট-পতঙ্গকে অশুচি বলে নির্ধারণ করেছি তাদের সংস্পর্শে গিয়ে তোমরা নিজেদের ঘৃণাস্পদ করো না। 26তোমরা আমার উদ্দেশে পবিত্র হও কেননা আমি প্রভু পরমেশ্বর স্বয়ং পবিত্র, আমি তোমাদের অন্যান্য জাতি থেকে পৃথক করেছি যেন তোমরা আমারই হও। 27তোমাদের মধ্যে কোন পুরুষ বা নারী যদি ভূতের ওঝা বা গুণিন হয় তাহলে অবশ্যই তার প্রাণদণ্ড হবে। লোকে এদের পাথর মেরে হত্যা করবে এবং এদের রক্তপাতের দায় এদের উপরই বর্তাবে।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for লেবীয় পুস্তক 20