লেবীয় পুস্তক 18
18
অবৈধ সংসর্গ সংক্রান্ত বিধি
1প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, 2তুমি ইসরায়েলীদের বল যে, আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর। 3তোমরা যেখানে বাস করতে, সেই মিশর দেশের আচার ব্যবহর তোমরা অনুকরণ করবে না। যেখানে আমি তোমাদের নিয়ে চলেছি সেই কনান দেশের রীতিনীতি ও প্রথা অনুযায়ীও তোমরা চলবে না। 4তোমরা কেবলমাত্র আমার অনুশাসন মেনে চলবে এবং আমারই বিধিব্যবস্থা পালন করবে ও সেই পথে চলবে। আমি প্রভু পরমেশ্বর তোমাদের ঈশ্বর, 5অতএব তোমরা কেবল আমারই বিধি ও অনুশাসন মেনে চলবে। যে এগুলি মেনে চলবে সে এর দ্বারাই জীবন লাভ করবে। আমিই প্রভু পরমেশ্বর।#নহি 9:29; যিহি 18:9; 20:11-13; লুক 10:28; রোমীয় 10:5; গালা 3:12
6তোমরা রক্ত-সম্পর্কের কোন আত্মীয়ের সঙ্গে যৌনসংসর্গে লিপ্ত হবে না। আমি প্রভু পরমেশ্বর। 7তোমরা কেউ আপন পিতা বা মাতার সম্ভ্রম হানি করবে না। নিজের মায়ের সঙ্গে দৈহিক সংসর্গ করবে না, 8তোমার বিমাতাদের সঙ্গেও না, কারণ তোমার পিতার সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে।#লেবীয় 20:11; দ্বি.বি. 22:30; 27:20 9তোমার সহোদরা, পিতার কন্যা বা মাতার কন্যা, স্বগৃহে কিম্বা অন্যত্র যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, তার সঙ্গে দৈহিক সংসর্গ করবে না।#লেবীয় 20:17; দ্বি.বি. 27:22 10পৌত্রী কিম্বা দৌহিত্রীর সঙ্গেও তোমরা এই ধরণের সম্পর্ক স্থাপন করবে না, কারণ তাদের নগ্নতা তোমাদেরই নগ্নতা প্রকাশ করবে। 11তোমার বিমাতার কন্যা তোমরা পিতার ঔরসেই জন্মগ্রহণ করেছ, তাই সে তোমার ভগিনী, তার সঙ্গে এভাবে অবৈধ সম্পর্ক স্থাপন করবে না। 12তোমরা তোমাদের পিসীমার সঙ্গেও যৌনাচার করবে না, কারণ সে তোমার পিতার নিকট আত্মীয়া।#লেবীয় 20:19-20 13তোমরা তোমাদের মাসীমার সঙ্গেও যৌনাচার করবে না, কারণ সে তোমার মাতার নিকট আত্মীয়া। 14তোমার পিতৃব্যের সম্ভ্রমহানি করবে না, তার স্ত্রীর সঙ্গে তুমি সহবাস করবে না, কারণ সে তোমার পিতৃব্যের স্ত্রী। 15পুত্রবধূর সঙ্গে যৌনাচার করবে না, সে তোমার পুত্রের স্ত্রী, তার নগ্নতা প্রকাশ করবে না।#লেবীয় 20:12 16ভ্রাতৃবধূর সঙ্গেও যৌনাচার করবে না, সে তোমার ভ্রাতার সম্ভ্রমস্বরূপ।#লেবীয় 20:21 17তোমরা কোন নারী এবং তার কন্যা উভয়ের সঙ্গে যৌনসম্পর্কে লিপ্ত হবে না এবং সেই নারীর পৌত্রী কিম্বা দৌহিত্রীর সঙ্গেও না, কারণ তারা পরস্পরের আত্নীয়া। এই আচরণ গর্হিত।#লেবীয় 20:14; দ্বি.বি. 27:23 18স্ত্রী জীবিত থাকতে তার কোন ভগিনীকে স্ত্রীর সপত্নীরূপে তোমরা গ্রহণ করবে না এবং তার সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করবে না।
19কোন নারীর ঋতুকালে তার সঙ্গে সহবাস করবে না।#লেবীয় 20:18 20তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক দ্বারা নিজেকে অশুচি করবে না।#লেবীয় 20:10 21তোমরা তোমাদের কোন সন্তানকে মোলেক দেবতার উদ্দেশে আহুতি দিয়ে তোমাদের আরাধ্য ঈশ্বরের নাম কলঙ্কিত করবে না, কারণ আমিই প্রভু পরমেশ্বর।#লেবীয় 20:1-5 22তোমরা কেউ সমকামিতায় লিপ্ত হবে না। কারণ এটি অত্যন্ত গর্হিত কর্ম।#লেবীয় 20:13 23পুরুষ বা নারী - তোমরা কেউ পশু সম্ভোগ দ্বারা নিজেদের অশুচি করবে না। কারণ তা বিকৃত আচরণ।#যাত্রা 22:19; লেবীয় 20:15-16; দ্বি.বি. 27:21 24তোমার এই সমস্ত ক্রিয়াকলাপের দ্বারা নিজেদের অশুচি করো না। যে সব জাতিকে আমি তোমাদের সম্মুখ থেকে বিতাড়িত করব তারা ঐ সমস্ত ক্রিয়াকলাপের দ্বারা অশুচি হয়েছে 25এবং তাদের দেশও তার ফলে অশুচি হয়েছে, সেই জন্যই আমি তাদের অধর্মের শাস্তি বিধান করেছি। তাই সেই দেশ তার অধিবাসীদের ধারণ করতে পারে নি, তাদের সকলকেই উদ্বমন করেছে। 26কিন্তু তোমরা আমার বিধি ও অনুশাসন সমস্তই পালন করবে। স্বজাতীয় কিম্বা তোমাদের মধ্যে প্রবাসী বিজাতীয় যেই হোক না কেন, তোমরা কেউ ঐ সব ঘৃণিত কর্মে লিপ্ত হয়ো না। 27তোমাদের আগে যারা সেই দেশে বাস করত তারা ঐ সব ঘৃণিত কর্ম করার ফলে দেশ অশুচি হয়েছিল। 28সেই দেশ যেমন তোমাদের পূর্ববতী ঐ জাতিকে উদ্বমন করেছে, সেই রকম যেন তোমাদের দ্বারা অশুচি হয়ে তোমাদেরও উদ্বমন না করে। 29ঐ সব জঘন্য কার্যকলাপের কোন একটিতেও যে লিপ্ত হবে, সে সমাজচ্যুত হবে। 30অতএব তোমরা আমার নির্দেশ পালন করবে। তোমাদের আগে সে দেশে যে সব জঘন্য প্রথা প্রচলিত ছিল, তার কিছুই অনুসরণ করবে না বা তার দ্বারা নিজেদের অশুচি করবে না। আমি প্রভু পরমেশ্বরই তোমাদের আরাধ্য ঈশ্বর।
Currently Selected:
লেবীয় পুস্তক 18: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.