লেবীয় পুস্তক 11
11
খাদ্য ও অখাদ্য নির্ণয়
(দ্বি.বি. 14:3-21)
1প্রভু পরমেশ্বর মোশি ও হারোণকে বললেন, 2তোমরা ইসরায়েলীদের বল, ভূচর পশুদের মধ্যে এই সব পশু তোমাদের ভক্ষ্য হবে: 3যে সব পশুর খুর দ্বিখণ্ডিত এবং যেগুলি জাবর কাটে সেই সব পশু তোমাদের ভক্ষ্য হবে। 4কিন্তু যে সব পশু শুধু জাবর কাটে কিম্বা যেগুলির খুর শুধু দ্বিখণ্ডিত সেই পশু তোমাদের ভক্ষ্য হবে না। উট তোমাদের পক্ষে অশুচি, কারণ তা জাবর কাটে বটে, কিন্তু তার খুর দ্বিখণ্ডিত নয়। 5শাফন তোমাদের পক্ষে অশুচি, তা জাবর কাটে বটে, কিন্তু তার খুর দ্বিখণ্ডিত নয়। 6খরগোস তোমাদের পক্ষে অশুচি, তা জাবর কাটে কিন্তু তার খুর দ্বিখণ্ডিত নয়। 7শুকর তোমাদের পক্ষে অশুচি, তার খুর দ্বিখণ্ডিত, কিন্তু তা জাবর কাটে না। 8তোমরা এই সব পশুর মাংস খাবে না এবং তাদের মৃতদেহ স্পর্শ করবে না। এই সব পশু তোমরা অশুচি বলে গণ্য করবে। 9জলচর প্রাণীদের মধ্যে তোমরা নিম্নবর্ণিত প্রাণীসমূহ ভক্ষণ করতে পার। জলাশয়ে, সমুদ্রে কিম্বা নদীতে যে সব প্রাণী থাকে তাদের মধ্যে যেগুলির পাখনা এবং আঁশ আছে সেগুলি তোমাদের খাদ্য হবে। 10কিন্তু সমুদ্র কিম্বা নদীর জলচর প্রাণীদের মধ্যে এবং ছোট কিম্বা বড় যাবতীয় জলচর প্রাণীর মধ্যে যেগুলির পাখনা কিম্বা আঁশ নেই সেগুলি হবে তোমাদের পক্ষে ঘৃণার বস্তু। 11সেগুলি তোমাদের পক্ষে ঘৃণ্য, তোমরা সেগুলি খাবে না এবং সেগুলির মৃতদেহও তোমরা ঘৃণ্য মনে করবে। 12জলচর প্রাণীদের মধ্যে যেগুলির পাখনা ও আঁশ নেই সেগুলি সবই হবে তোমাদের ঘৃর্ণাহ।
13খেচরদের মধ্যে নিম্নবর্ণিত পাখিগুলি হবে তোমাদের ঘৃণার বস্তু। এগুলি অখাদ্য এবং ঘৃর্ণাহ। 14সব জাতের চিল ও বাজপাখি, 15সব জাতের কাক, 16উটপাখি, নিশাচর চিল, গাংচিল এবং সবজাতের ঈগল। 17পেঁচা, মাছরাঙা, সারস, 18পানকৌড়ি, পেলিক্যান, 19শকুন, সবজাতের বক, টিট্টিভ এবং বাদুড়।
20যে সব পতঙ্গ চারপায়ে হাঁটে সেগুলি তোমাদের পক্ষে ঘৃর্ণাহ। 21কিন্তু চার পায়ে হাঁটা পতঙ্গদের মধ্যে যেগুলি জোড়া পায়ে মাটির উপরে লাফিয়ে বেড়ায় সেগুলি তোমরা খেতে পার। 22সব জাতের পঙ্গপাল, গঙ্গাফড়িং, ঝিঁঝি পোকা এবং সাধারণ ফড়িং তোমাদের খাদ্য হবে। 23কিন্তু অন্যান্য সর্বপ্রকার চতুষ্পদ পতঙ্গ তোমাদের পক্ষে ঘৃর্ণাহ।
শুচিকরণ ও প্রায়শ্চিত্ত
24নিম্নবর্ণিত কার্যের দ্বারা তোমরা অশুচি হবে: কেউ যদি উল্লিখিত প্রাণীদের মৃতদেহ স্পর্শ করে তা হলে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে। 25কেউ যদি এই সব প্রাণীর মৃতদেহের কোন অংশ বহন করে, তাহলে তাকে পরিধেয় বস্ত্র ধুয়ে ফেলতে হবে এবং সন্ধ্যা পর্যন্ত তার অশৌচ থাকবে। 26যে সব জন্তুর খুর আংশিকভাবে খণ্ডিত, সম্পূর্ণরূপে নয় অথচ যারা জাবর কাটে না সেগুলিকে তোমরা অশুচি গণ্য করবে। যে তাদের স্পর্শ করবে সে অশুচি হবে। 27চতুষ্পদ জন্তুদের মধ্যে যেগুলি থাবায় ভর দিয়ে চলে, সেগুলিকে তোমরা অশুচি গণ্য করবে। যে সেগুলির শব স্পর্শ করবে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে। 28যে সেগুলির শব বহন করবে তাকে তার পরিধয়ে বস্ত্র ধুয়ে ফেলতে হবে। সন্ধ্যা পর্যন্ত তার অশৌচ থাকবে। এই সব জন্তু তোমাদের কাছে অশুচি।
29ভূচর সরীসৃপদের মধ্যে এইগুলি তোমাদের পক্ষে অশুচি: সবজাতের বেঁজী, ইঁদুর, টিকটিকি 30গোসাপ, নীলটিকটিকি, গিরগিটি, সবুজ টিকটিকি ও কাঁকলাশ। 31সরীসৃপদের মধ্যে এইগুলি তোমাদের কাছে অশুচি। এগুলির মৃতদেহ যে স্পর্শ করবে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে। 32এগুলির কোন একটির মৃতদেহ কোন আসবাবপত্রের উপরে পড়লে তাও অশুচি হবে। কাঠের কোন আসবাবপত্র, কাপড়চোপড়, চামড়া কিম্বা বস্তা-ব্যবহারযোগ্য যে কোন জিনিস হোক না কেন, তা জলে ধুয়ে ফেলতে হবে এবং সন্ধ্যা পর্যন্ত তা অশুচি থাকবে, পরে শুচি হবে। 33এদের মৃতদেহ কোন মাটির পাত্রের মধ্যে পড়লে তার মধ্যে যা কিছু থাকবে অশুচি হবে। তোমরা সেই মাটির পাত্রটি ভেঙ্গে ফেলবে। 34তার মধ্যে রাখা কোন খাদ্যসামগ্রীর উপরে যদি জল পড়ে তবে তা-ও অশুচি হবে। এই রকম পাত্রে রাখা সব রকম পানীয়ও হবে অশুচি।
35কোন দ্রব্যের উপরে যদি এদের মৃতদেহের কোন অংশ পড়ে তবে তা অশুচি হবে। যদি তন্দুর কিম্বা উনুনে পড়ে তবে তা ভেঙ্গে ফেলতে হবে। তা অশুচি, তোমরা সেটিকে অশুচি বলে গণ্য করবে। 36কিন্তু কোন ঝরণা বা কুয়ো, যাতে অনেক জল আছে সেগুলি শুচি থাকবে। কিন্তু যেগুলিতে এদের মৃতদেহের ছোঁয়া লাগবে সেগুলি অশুচি হবে। 37এদের মৃতদেহের কোন অংশ যদি বপনের জন্য নির্দিষ্ট কোন বীজের উপর পড়ে তবে তা শুচি থাকবে। 38কিন্তু জলে ভেজানো কোন বীজের উপরে যদি এদের মৃতদেহের কোন অংশ পড়ে, তাহলে তা তোমাদের কাছে অশুচি হবে। 39তোমাদের ভক্ষ্য কোন পশু মারা গেলে তার মৃতদেহ যদি কেউ স্পর্শ করে তাহলে সে সন্ধ্যা পর্যন্ত অশুতি থাকবে। 40কেউ যদি সেই মৃত পশুর মাংস খায় তাহলে তাকে পরিধেয় বস্ত্র ধুয়ে ফেলতে হবে। সন্ধ্যা পর্যন্ত তার অশৌচ থাকবে। কেউ যদি সেই পশুর মৃতদেহ বহন করে, তবে তাকেও পরিধেয় বস্ত্র ধুয়ে ফেলতে হবে এবং সন্ধ্যা পর্যন্ত তার অশৌচ থাকবে।
41ভূমিতে বিচরণশীল সর্বপ্রকার কীট ঘৃণ্যবস্তু। তা তোমাদের অভক্ষ্য। 42বুকে ভর দিয়ে চলা, চার কিম্বা ততোধিক পায়ে হাঁটা কোন রকমের পোকামাকড় তোমরা ভক্ষণ করবে না। সেগুলি ঘৃর্ণাহ। 43বুকে ভর দিয়ে চলা কোন কীট স্পর্শ করে তোমরা নিজেদের ঘৃর্ণাহ করো না, সেগুলির দ্বারা নিজেদের অপবিত্র করো না, তাহলে তোমরা অশুচি হবে। 44আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর। তোমরা নিজেদের শুদ্ধ কর, পবিত্র হও, কেননা আমি পবিত্র। তোমরা ভূমিতলে বিচরণশীল, বুকে ভর দিয়ে চলা কোন প্রাণী স্পর্শ করে নিজেদের অপবিত্র করো না।#লেবীয় 19:2; ১ পিতর 1:16 45আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর হওয়ার জন্যই মিশর থেকে তোমাদের উদ্ধার করে এনেছি। অতএব তোমরা পবিত্র হও, কারণ আমি পবিত্র। 46পশু, পাখি, জলচর সমস্ত প্রাণী এবং ভূতলে বিচরণশীল বুকে ভর দিয়ে চলা সমস্ত প্রাণীর সম্পর্কে এই হল বিধান। 47এর দ্বারা শুচি ও অশুচি বস্তু, ভক্ষ্য ও অভক্ষ্য সমস্ত প্রাণীর পার্থক্য নির্ণয় করা হবে।
Currently Selected:
লেবীয় পুস্তক 11: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.