YouVersion Logo
Search Icon

যিহোশূয়ের পুস্তক 3

3
জর্ডন নদী অতিক্রম
1যিহোশূয় খুব ভোরে উঠে ইসরায়েলীদের সঙ্গে নিয়ে শিটিম থেকে যাত্রা করলেন। তাঁরা জর্ডনের তীরে এসে উপস্থিত হলেন এবং সেখানেই শিবির স্থাপন করলে।ন 2তিন দিন পরে দলপতিরা শিবির পরিদর্শন করে জনতাকে নির্দেশ দিলেন, 3তোমরা যখন দেখবে লেবীয় পুরোহিতেরা তোমাদের প্রবু পরমেশ্বরের চুক্তি সিন্দুক বহন করে নিয়ে যাচ্ছে, তখন তোমরাও নিজেদের জায়গা ছেড়ে তাদের পিছন পিছন চলতে শুরু করবে। ঐ সিন্দুক ও তোমাদের মধ্যে দুহাজার হাত#3:3 দুহাজার হাত: প্রায় এক কিলোমিটার ব্যবধান থাকবে। এই ব্যবধান কখনো অতিক্রম করবে না। 4তোমাদের পথ নির্দেশের জন্যই এই ব্যবস্থা, কারণ এর আগে এ পথে তোমরা যাও নি।
5যিহোশূয় জনতাকে বললেন, তোমরা নিজেদের শুচিশুদ্ধ কর কারণ আগামী কাল প্রভু পরমেশ্বর তোমাদের মাঝে মহা আশ্চর্য কাজ করবেন। 6তারপর তিনি পুরোহিতদের বললেন, তোমরা চুক্তি সিন্দুকটি তুলে নিয়ে জনতার আগে আগে চল। তখন তারা সেই মত কাজ করল।
7প্রভু তখন যিহোশূয়কে বললেন, আজ আমি সমগ্র ইসরায়েলের সাক্ষাতে তোমাকে গৌরবান্বিত করতে শুরু করব, যেন তারা জানতে পারে যে আমি মোশির সঙ্গে যেমন ছিলাম তেমনি তোমার সঙ্গেও আছি। 8তুমি চুক্তি সিন্দুকটির বাহক পুরোহিতদের আদেশ দাও, তারা যখন জর্ডনের জলের কাছে উপস্থিত হবে তখন যেন তারা নদীর মধ্যে দাঁড়িয়ে থাকে।
9যিহোশূয় তখন ইসরায়েলীদের বললেন, তোমরা এখানে এস, তোমাদের প্রভু পরমেশ্বরের নির্দেশ শোন। 10কালক্রমে তোমরা জানতে পারবে যে জাগ্রত ঈশ্বর তোমাদের মাঝে রয়েছেন এবং তিনিই তোমাদের সম্মুখ থেকে কনানী, হিত্তীয়, হিব্বীয়, পরিষী, গির্গাশী, ইমোরী ও যিবুষী প্রভৃতি জাতিদের বিতাড়িত করবেন। 11দেখ, সমগ্র পৃথিবীর অধিপতি প্রভুর চুক্তি সিন্দুক তোমাদের পুরোভাগে জর্ডন অতিক্রম করতে যাচ্ছে। 12তোমরা এখন ইসরায়েলীদের প্রত্যেক গোষ্ঠী থেকে এক জন করে মোট বারো জনকে বেছে নাও। 13সমগ্র পৃথিবীর অধীশ্বর প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকের বাহক পুরোহিতেরা জর্ডনের জলে পদার্পণ করা মাত্র জর্ডনের জলস্রোত বিভক্ত হয়এ যাবে, উঁচু থেকে যে জলস্রোত বয়ে আসছে তা রাশীকৃত হয়ে দাঁড়িয়ে থাকবে।
14ইসরায়েলীরা তখন জর্ডন পার হওয়ার জন্য নিজ নিজ শিবির থেকে যাত্রা করল এবং প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকের বাহক যাজকেরা তাদের অগ্রবর্তী হয়ে চলল। 15বাহকেরা যখন জর্ডনের তীরে উপস্থিত হল এবং জলে পা ডুবাল, (ফসল কাটার মরশুমে জর্ডনের দুকুল প্লাবিত হয়ে থাকে) — 16তখন উঁচু থেকে বয়ে আসা স্রোত অনেক দূরে সারেথানের কাছাকাছি জনপদ আদাম-এর কাছে এসে স্তূপীকৃত হয়ে রইল এবং আরাবা উপত্যকায় লবণ সাগরে#3:16 মরু সাগর যে স্রোত বয়ে যাচ্ছিল তা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। তার ফলে ইসরায়েলীরা যিরিহোর মুখোমুখি এসে নদী পার হল। 17যতক্ষণ না সমস্ত লোক জর্ডন পার হয়ে গেল ততক্ষণ প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকবাহক পুরোহিতেরা জর্ডনের মাঝে শুকনো জায়গায় দাঁড়িয়ে রইল। সমগ্র ইসরায়েল জাতি শুকনো পথের উপর দিয়ে জর্ডন নদী পার হয়ে গেল।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for যিহোশূয়ের পুস্তক 3