YouVersion Logo
Search Icon

যিহোশূয়ের পুস্তক 19

19
শিমোয়োন গোষ্ঠীর এলাকা
1দ্বিতীয়বার পাশার দান ফেলে শিমিয়োন গোষ্ঠীর জন্য এলাকা নির্দিষ্ট করা হল। যিহুদা গোষ্ঠীর এলাকার মধ্যে তাদের এলাকা নির্দিষ্ট হল। 2তাদের অধিকারে ছিল: বের-শেবা, শেবা, মোলাদা,#১ বংশা 4:28-33 3হাৎসোর-সুয়াল, বালাহ্, এৎসেম, 4এল্‌তোলদ, বেথুল, হর্মা, 5সিক্‌লগ, বেথ-মার-কোবোৎ, হাৎসোর-শুষা, 6বেথ-লেবায়োত ও শারুহেন—পার্শ্ববর্তী গ্রামাঞ্চলসহ মোট তেরটি নগর। 7এন্, রিম্মোন, এথের এবং আশান—পার্শ্ববর্তী গ্রামাঞ্চলসহ মোট চারটি নগর। 8সেই সঙ্গে পার্শ্ববর্তী গ্রামাঞ্চলসহ বালাৎ-বের অর্থাৎ দক্ষিণাঞ্চলের রামাহ্ নগর। শিমিয়োন গোষ্ঠীর পরিবার সমূহের এই ছিল নির্দিষ্ট এলাকা। 9শিমিয়োন গোষ্ঠীর এলাকা যিহুদা গোষ্ঠীর জন্য নির্দিষ্ট এলাকার মধ্যে ছিল। যিহুদা গোষ্ঠীর অংশভুক্ত এলাকা তাদের প্রয়োজনের তুলনায় বড় ছিল বলে তাদের এলাকার মধ্যেই শিমিয়োন গোষ্ঠীকে অংশ দেওয়া হল।
সবুলুন গোষ্ঠীর এলাকা
10এর পরে তৃতীয়বার পাশার দান ফেলে সবুলুন গোষ্ঠীর পরিবারগুলির জন্য এলাকা নির্দিষ্ট করা হল। তাদের সীমানা সারীদ পর্যন্ত বিস্তৃত হল। 11পশ্চিম দিকে তাদের সীমানা মারালা, দব্বেশাৎ ও যক্‌নিয়ামের পূর্বদিকে প্রবাহিত জলস্রোত পর্যন্ত গেল। 12সারীদ থেকে ঐ সীমারেখা পূর্বদিকে বেঁকে কিশলোৎ-তাবোরের প্রান্ত পর্যন্ত গেল। সেখান থেকে দাবরৎ হয়ে যাফিয়া পর্যন্ত গেল। 13সেখান থেকে এই রেখা পূর্বদিকে প্রসারিত হয়ে এৎ-কাৎসীন পর্যন্ত গেল, তারপর রিম্মোন পর্যন্ত গিয়ে নেয়ার দিকে বেঁকে গেল। 14উত্তর দিকের সীমানা হান্নাথোন পেরিয়ে যিপ্তাহেল উপত্যকা পর্যন্ত প্রসারিত হল। 15কট্টাৎ, নাহ্‌লাল, শিম্রোণ, যিদালা ও বেথলেহেম, পার্শ্ববর্তী গ্রামাঞ্চলসহ বারোটি নগর— 16এই ছিল সবুলুন গোষ্ঠীর পরিবারগুলির অধিকারভুক্ত এলাকা।
ইষাখর গোষ্ঠীর এলাকা
17চতুর্থবার পাশার দান ফেলে ইষাখর গোষ্ঠীর পরিবারসমূহের জন্য এলাকা নির্দিষ্ট করা হল। 18-19যিষ্‌রিয়েল, কাসুল্লোৎ, শুনেম, হফারায়িম, শিয়োন 20আনাহারোৎ, রাব্বিৎ, কিশিয়োন, 21এবেস, রেমেৎ, এন্-গান্নিম, এন্-হাদ্দা এবং বেথ-পাৎসেস তাদের অধিকারভুক্ত হল। 22-23তাদের সীমা তাবোর, শাহাৎসুমা ও বেথ-শেমেশ পর্যন্ত প্রসারিত হল। এই সীমানার প্রান্তে ছিল জর্ডন নদী। পার্শ্ববর্তী গ্রামাঞ্চলসমূহ এই ষোলটি নগর ছিল ইষাখর গোষ্ঠীর পরিবারসমূহের অধিকারভুক্ত এলাকা।
আশের গোষ্ঠীর এলাকা
24পঞ্চমবার পাশার দান ফেলে আশের গোষ্ঠীর সমস্ত পরিবারের এলাকা নির্দিষ্ট করা হল। 25এদের এলাকার মধ্যে ছিল হিলকৎ, হলী, বেটেন, আক্‌সাফ, 26আলাম্মেলেক, আমাদ ও মিশাল। পশ্চিম দিকে এদের সীমা কারমেন এবং শিহোর-লিবনাৎ পর্যন্ত বিস্তৃত হল। 27সেখান থেকে পূর্বদিকে বেঁকে ঐ সীমা বেথ-দাগোন হয়ে সবুলুন পর্যন্ত এবং উত্তর দিকে যিপ্তাহেল উপত্যকা, বেথ-এমেক ও ন্যীয়েল পর্যন্ত প্রসারিত হল এবং সেখান থেকে উত্তরে কাবুল, 28এব্রোণ, রেহোব, হাম্মোন, কান্নাহ্ এবং বৃহত্তর সীদোন পর্যন্ত প্রসারিত হল। 29সেই সীমারেখা সেখান থেকে ঘুরে রামাহ্ ও প্রাচীরঘেরা নগর টায়ার পর্যন্ত এবং সেখান থেকে আবার হোষা পর্যন্ত প্রসারিত হল। এর পশ্চিম প্রান্তে ছিল মহলাব, আক্‌ষিব, উন্মাহ্ আফেক ও রাহোব নগর। 30পার্শ্ববর্তী গ্রামাঞ্চলসহ মোট বাইশটি নগর। 31এই ছিল আশের গোষ্ঠীর বিভিন্ন পরিবারের অধিকারভুক্ত এলাকা।
নপ্তালী গোষ্ঠীর এলাকা
32এর পরে ষষ্ঠবার পাশার দান ফেলে নপ্তালী গোষ্ঠীর পরিবারসমূহের জন্য এলাকা নির্ধারণ করা হল। 33এদের সীমানা হেলেফ থেকে শুরু করে সানান্নীমের ওক গাছ পেরিয়ে আদামি-নেকেব, যাব্‌নিয়েল হয়ে লাক্কুম পর্যন্ত বিস্তৃত হল। এর প্রান্তসীমায় ছিল জর্ডন। 34পশ্চিম দিকের সীমা আসনোৎ-তাবোর পর্যন্ত এবং সেখান থেকে ঘুরে হুক্কোক পর্যন্ত প্রসারিত হল। দক্ষিণে ছিল সবুলুন গোষ্ঠীর এলাকা আর পূর্বদিকে জর্ডনেরতীরে যিহুদা গোষ্ঠীর এলাকা। 35-38সিদ্দিম, সের, হমেমাৎ, রাক্কাৎ, কিন্নেরৎ, অদামা, রামাহ্, হাৎসোর, কেদেশ, ইদ্রিয়ী, এন্-হাৎসোর, যিরোণ, মিগ্‌দাল-এল, হোরেম, বেথ-আনাৎ ও বেথ-শেমেশ—প্রাচীরঘেরা এই উনিশটি নগর এবং এগুলির পার্শ্ববর্তী গ্রামাঞ্চলছিল এদের এলাকাভুক্ত। 39এই ছিল নফ্‌তালি গোষ্ঠীর বিভিন্ন পরিবারের জন্য নির্দিষ্ট এলাকা।
দান গোষ্ঠীর এলাকা
40সপ্তমবার পাশার দান ফেলে দান গোষ্ঠীর পরিবারসমূহের জন্য এলাকা নির্ধারণ করা হল। 41-46এদের অধিকারভুক্ত এলাকার মধ্যে ছিল সরা, ইষ্টায়োল, ইর-শেমেশ, শালবীন, অয়ালোন, যিৎলা, এলোন, তিমনা, এক্রোন, এলতকী, গিব্বেথোন, বালাৎ, যেহুদ, বেনে-বারাক, গাৎ রিম্মোন, মেয়ার্কোন, রাক্কোন ও যাফোর সম্মুখবর্তী অঞ্চল। 47দান গোষ্ঠীর লোকেরা এই অঞ্চল থেকে উৎখাত হয়ে যাওয়ার পর তারা গিয়ে লেশম নগর আক্রমণ করে দখল করল।তারা সেখানকার অধিবাসীদের হত্যা করে নগরটি অধিকার করে সেখানেই বসবাস করতে লাগল। তারা তাদের পিতৃপুরুষের নামে লেশমের নাম বদলে রাখল দান।#বিচার 18:27-29 48পার্শ্ববর্তী গ্রামাঞ্চলসহ উক্ত নগরগুলি ছিল দান গোষ্ঠীর বিভিন্ন পরিবারের অংশভুক্ত এলাকা।
যিহোশূয়র জন্য নির্দিষ্ট নগর
49ইসরায়েলীরা এই ভাবে নিজেদের মধ্যে দেশ বন্টন এবং এলাকার সীমানা নির্ধারণের কাজ সমাপ্ত করল। তারা নিজেদের এলাকার মধ্যে নূনের পুত্র যিহোশূয়ের জন্য একটি অংশ নির্দিষ্ট করে দিল। 50প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী তারা ইফ্রয়িম প্রদেশের পার্বত্য অঞ্চলে তিম্‌নাৎ-সেরাহ্ নগরটি যিহোশূয়কে দান করল। তিনি এই নগরটিই তাদের কাছে চেয়েছিলেন। নগরটি পুনর্গঠন করে তিনি সেখানেই বসতি স্থাপন করলেন। 51শীলোতে সম্মিলন শিবিরের দ্বারে বসে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে পুরোহিত ইলিয়াসর, নূনের পুত্র যিহোশূয় এবং গোষ্ঠীপ্রধানেরা পাশার দান ফেলে ইসরায়েলীদের বিভিন্ন গোষ্ঠীর জন্য এলাকা নির্ধারণ করে দিয়েছিলেন। এই ভাবেই তাঁরা কনান দেশ বন্টনের কাজ সমাধা করলেন।#19:51 দ্রষ্টব্য= 14:2

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for যিহোশূয়ের পুস্তক 19