যিহোশূয়ের পুস্তক 15
15
যিহুদা গোষ্ঠীর এলাকা
1যিহুদা গোষ্ঠীর বিভিন্ন পরিবারের জন্য নির্দিষ্ট এলাকার বিবরণ: ইদোম সীমান্তে সীন প্রান্তর থেকে শুরু করে দক্ষিণে নেগেব পর্যন্ত এলাকা। 2এই এলাকার দক্ষিণ সীমা মরুসাগরের প্রান্ত অর্থাৎ নেগেব অভিমুখী বাঁক থেকে শুরু করে 3দক্ষিণে আক্রাবিমের চড়াই পেরিয়ে সীন প্রান্তর পর্যন্ত বিস্তৃত ছিল। এই সীমা সেখান থেকে কাদেশ-বার্ণিয়ার দক্ষিণে চড়াই পেরিয়ে হিষ্রোণ পর্যন্ত এবং সেখান থেকে অদ্দারের চড়াই পার হয়ে কর্কা বেড় দিয়ে 4অসমোন পর্যন্ত গেল এবং সেখান থেকে মিশর সীমান্তের পাহাড়ী স্রোত পর্যন্ত প্রসারিত হল। এর প্রান্তসীমা ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত ছিল। এই ছিল তাদের দক্ষিণ দিকের সীমানা। 5এদের পূর্ব সীমান্ত মরুসাগরের তীরে জর্ডনের মোহনা পর্যন্ত বিস্তৃত ছিল। উত্তর দিকের সীমানা জর্ডনের মোহনায় সাগরের বাঁক থেকে শুরু করে 6বেথ-হগ্লার চড়াই পেরিয়ে বেথ-আরাবার উত্তরে রূবেণ বংশীয় বোহনের শিলাস্তম্ভ পযর্ন্ত গেল। 7তারপর সেই সীমারেখা আখোর উপত্যকা হয়ে দবীর পর্যন্ত বিস্তৃত হল, তারপর উত্তর দিকে বাঁক ঘুরে আদুম্মিমের চড়াইয়ের সামনে গিল্গলের দিকে উত্তরে গেল এবং সেখান থেকে এন্-শেমেশের জলা পেরিয়ে এন্-রোগেল এ গিয়ে শেষ হল। 8সেখান থেকে সেই সীমারেখা বেন-হিণ্ণোম উপত্যকা পেরিয়ে যিবুষীদের দক্ষিণ সীমান্ত অর্থাৎ জেরুশালেম পর্যন্ত বিস্তৃত হল, তারপর পশ্চিমে হিন্নোম উপত্যকার সম্মুখে রফায়িম উপত্যকার উত্তর প্রান্তে পাহাড়ের চূড়া পর্যন্ত প্রসারিত হল। 9পাহাড়ের চূড়া থেকে সেই সীমারেখা নিপ্তোহের ঝর্ণা পেরিয়ে ইফ্রোন পর্বতের জনপদগুলি বেড় দিয়ে বালা অর্থাৎ কিরিয়াত-জিয়ারিম পর্যন্ত বিস্তৃত হল। 10তারপর বালা থেকে পশ্চিম দিকে সেয়ীর পর্বত ঘুরে জিয়ারিম পাহাড়ের উত্তরে কসালোন পর্যন্ত গেল। সেখান থেকে নীচের দিকে বেথ-শেমেশ হয়ে তিম্নার পাশ কাটিয়ে গেল। 11তারপর সেই সীমারেখা এক্রোণের উত্তরে পাহাড়ের ধার ঘেঁষে শিক্কারোণ পর্যন্ত গেল এবং সেখান থেকে বালা পাহাড় ছাড়িয়ে যাবনিয়েল পর্যন্ত গেল, তারপর ভূমধ্যসাগরে গিয়ে শেষ হল। 12এর পশ্চিম সীমা ভূমধ্যসাগরের উপকূল পর্যন্ত বিস্তৃত ছিল। এই এলাকাটি ছিল যিহুদা গোষ্ঠীর বিভিন্ন পরিবারের অধিকারভুক্ত।
কালেবের হিব্রোণ ও দবীর বিজয়
(বিচার 1:11-15)
13প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী যিহোশূয় যিহুদা গোষ্ঠীর মধ্যে যিফুন্নির পুত্র কালেবকে কিরিয়াত-অর্বা অর্থাৎ হিব্রোণ অঞ্চলটি দিলেন। (অর্বা ছিল অনাকের পিতা।)#বিচার 1:20 14কালেব সেখান থেকে শেশয়, অহিমান এবং তল্ময় নামে অনাকের তিন বংশধরকে বিতাড়িত করেছিলেন। 15সেখান থেকে তিনি দবীরের অধিবাসীদের বিরুদ্ধে অভিযান করেছিলেন। আগে দবীরের নাম ছিল কিরিয়াত-সেফার। 16কালেব ঘোষণা করেছিলেন, যে কিরিয়াত-সেফার অধিকার করতে পারবে, তারই সঙ্গে তিনি তাঁর কন্যা অক্ষার বিবাহ দেবেন। 17কালেবের ভাই কেনাসের ছেলে অথ্নিয়েল তা অধিকার করেছিল এবং কালেব তার সঙ্গে তাঁর কন্যা অক্ষার বিবাহ দিয়েছিলেন। 18বিবাহের পর অথ্নিয়েল অক্ষাকে বলল, সে যেন তার বাবার কাছ থেকে একখণ্ড জমি চেয়ে নেয়।#15:18 পাঠান্তর: হিব্রু : বিবাহের পর অকষা অথনিয়েলকে ....বলল। দ্রষ্টব্য: বিচারপতি 1:14 অক্ষা গাধার পিঠ থেকে নেমে এল। 19কালেব তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? সে বলল আপনি আমাকে একটা যৌতুক দিন। নেগেবের শুষ্ক অঞ্চল আপনি আমাকে দিয়েছেন, সেই সঙ্গে জলের কুয়োগুলোও দিন। কালেব তখন তাকে পার্বত্য ও সমতল অঞ্চলের কূপগুলি দান করলেন।
যিহুদার নগর জনপদ
20পরিবার-সংখ্যার অনুপাতে যিহুদা গোষ্ঠীর জন্য নির্দিষ্ট অধিকারভুক্ত এলাকার বিবরণ: 21নেগেব অঞ্চলে ইদোম সীমান্তে অবস্থিত যিহুদা গোষ্ঠীর নগরসমূহ —কব্সেল এদর, 22যাগুর, কিনা, দিমোনা, 23অদাদা, কেদশ, হাৎসোর, যিৎনন, সীফ, 24-25টেলম, বেলোৎ, হাৎসোর-হদত্তা, 26করিয়োৎ-হিষ্রোণ, অর্থাৎ হাৎসোর, অমাম, 27শমা, মোলদা, হৎসোর-গদ্দা, হিষ্মোন, 28-29বেথপেলট, হাৎসোর-সুয়াল, বেরশেবা, 30বিষিয়োথিয়া, বালা, ইয়িম, এৎসম, 31ইলতোলদ, কেসিল, হর্মা, সিক্লগ, মদ্মন্না, সন্সন্না, লবায়োৎ, শিল্হিম, ঐন ও রিম্মোন। 32পার্শ্ববর্তী গ্রামাঞ্চলসহ মোট উনত্রিশটি নগর।
33নীচু এলাকায় ইষ্টায়োল, সরা, অস্না, 34সানোয়াহ্ ঐন-গন্নিম, তপূহ্, ঐনম, যারমুৎ, 35আদুল্লাম, সোখো, অসেকা, সারায়িম, অদিথয়িম, 36গেদেরা ও গেদেরোথয়িম। পার্শ্ববর্তী গ্রামাঞ্চল সহ মোট চৌদ্দটি নগর। 37-38সনান, হদাশা, মিগদল-গাদ, দিলিয়ন, 39মিস্পি, যক্থেল, লাখীশ, বস্কৎ, ইগেলান, কব্বোন, লহমম্, কিৎলিশ, 40গদেরোৎ, বেথ-দাগোন, নয়মা ও মক্কেদা। 41পার্শ্ববর্তী গ্রামাঞ্চলসহ মোট ষোলটি নগর। 42লিব্না, এথর, আশোন, যিপ্তহ্, অশ্না, 43নৎসির, কেয়িলা, অক্ষির ও মারেশা। 44পার্শ্ববর্তী গ্রামাঞ্চলসহ নয়টি নগর।
45এক্রোণ এবং তার উপনগর ও পার্শ্ববর্তী গ্রামাঞ্চল, 46এক্রোণ থেকে সমুদ্র পর্যন্ত অস্দোদের নিকটবর্তী সমস্ত এলাকা ও গ্রামাঞ্চল। 47অস্দোদ, তার উপনগর ও গ্রামাঞ্চল। গাজা, তার উপনগর ও গ্রামাঞ্চল, মিশরের নদী থেকে ভূমধ্যসাগরের উপকূল ভাগ। 48পার্বত্য অঞ্চলে শামির, যত্তির, 49সোখো, দন্না, কিরিয়াৎ-সন্না অর্থাৎ দবীর, 50অনাব, ইষ্টমোয়, আনিম, গোশেন, 51হোলোন ও গিলো। পার্শ্ববর্তী গ্রামাঞ্চল সহ মোট এগারোটি নগর। 52অরাব্, দূমা, ইশিয়ন, যানিম, বেথ-তপুয়াহ্, 53অফেকা, হুমটা, কিরিয়াৎ-আরবা অর্থাৎ হিব্রোণ ও সিয়োর। 54পার্শ্ববর্তী গ্রামাঞ্চল সহ নয়টি নগর। 55মায়োন, কারমেল, সিফ, যুটা, যিষ্রিয়েল, 56যক্দিয়াম, সানোয়াহ্, কেয়িন, গিবিয়া ও তিম্না। 57পার্শ্ববর্তী গ্রামাঞ্চল সহ দশটি নগর। 58হালহুল, বেথসুর, গাদোর, মারাৎ, বেথআনোৎ ও ইলতিকোন। 59পার্শ্ববর্তী গ্রামাঞ্চল সহ ছয়টি নগর। 60কিরিয়াৎ-বেল অর্থাৎ কিরিয়াত-জিয়ারিম ও রব্বা পার্শ্ববর্তী গ্রামাঞ্চল সহ দুটি নগর।
61প্রান্তরে বেথ-আরাবা, মিদ্দিন, সাকাখা, 62নিব্সন, লবণ নগর ও এন্-গেদি। পার্শ্ববর্তী গ্রামাঞ্চল সহ ছয়টি নগর। 63যিহুদা গোষ্ঠীর লোকেরা কিন্তু জেরুশালেম নিবাসী যিবুষীদের উৎখাত করতে পারল না। যিবুষীরা আজও যিহুদা গোষ্ঠীর লোকদের সঙ্গে বসবাস করছে।#বিচার 1:21; ২ শমু 5:6; ১ বংশা 11:4
Currently Selected:
যিহোশূয়ের পুস্তক 15: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.